Friday 22 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বিশ্বকাপের আগে দ. আফ্রিকা ও আফগানিস্তানের বিপক্ষে খেলবে বাংলাদেশ

স্পোর্টস করেসপন্ডেন্ট
৮ সেপ্টেম্বর ২০২২ ১৮:০৯

আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপের ওয়ার্মআপ ম্যাচের সূচি প্রকাশ করেছে আইসিসি। সূচি অনুযায়ী বিশ্বকাপের আগে দুটি ওয়ার্মআপ ম্যাচে দক্ষিণ আফ্রিকা ও আফগানিস্তানের বিপক্ষে খেলবে বাংলাদেশ ক্রিকেট দল।

অস্ট্রেলিয়া-নিউজিল্যান্ডের ম্যাচ দিয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপের মূল পর্ব শুরু হবে ২২ অক্টোবর। বাংলাদেশ ১৭ অক্টোবর তাদের প্রথম ওয়ার্মআপ ম্যাচে মুখোমুখি হবে আফগানিস্তানের। ২২ অক্টোবর দ্বিতীয় ওয়ার্মআপ ম্যাচে প্রতিপক্ষ দক্ষিণ আফ্রিকা।

বিজ্ঞাপন

১৭ অক্টোবর ওয়ার্মআপ ম্যাচ খেলবে অস্ট্রেলিয়া-ভারত, নিউজিল্যান্ড-দক্ষিণ আফ্রিকা এবং ইংল্যান্ড-পাকিস্তানও। ২২ অক্টোবর ওয়ার্মআপ ম্যাচ খেলবে পাকিস্তান-আফগানিস্তান, ভারত-নিউজিল্যান্ড।

ওয়ার্মআপ পর্ব শেষে বিশ্বকাপের মূল পর্বে বাংলাদেশ প্রথম ম্যাচ খেলতে নামবে ২৪ অক্টোবর, প্রতিপক্ষ প্রথম রাউন্ড পেরিয়ে আসা ‘এ’ গ্রুপের রানার্সআপ।

২৭ অক্টোবর বাংলাদেশের দ্বিতীয় ম্যাচ দক্ষিণ আফ্রিকার বিপক্ষে। ৩০ অক্টোবর মুখোমুখি হবে প্রথম রাউন্ডের ‘বি’ গ্রুপের চ্যাম্পিয়নদের বিপক্ষে। ২ নভেম্বর বাংলাদেশের প্রতিপক্ষ ভারত, ৬ নভেম্বর খেলবে পাকিস্তানের বিপক্ষে।

বিশ্বকাপের প্রথম রাউন্ডের খেলা শুরু হবে ১৬ অক্টোবর। দুই গ্রুপে ভাগ হয়ে মোট ১৬টি দল অংশ নিবে তাতে। এই পর্ব থেকে ৪টি দল যাবে মূল পর্বে বা সুপার টুয়েলভে। যেখানে বাংলাদেশসহ আইসিসি টি-টোয়েন্টি র‌্যাংকিংয়ের সেরা আটটি দল উঠে বসে আছে আগে থেকেই।

সারাবাংলা/এসএইচএস

আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপ ২০২০

বিজ্ঞাপন

নামেই শুধু চসিকের হাসপাতাল!
২২ নভেম্বর ২০২৪ ২২:০৬

আরো

সম্পর্কিত খবর