কোহলির চোখ জুড়ানো সেঞ্চুরি, ভারত ২১২
৮ সেপ্টেম্বর ২০২২ ২১:৪১
রান করতে যেন ভুলে গিয়েছিলেন বিরাট কোহলি! ব্যাট হাসছিল না, ভারতীয় ক্রিকেটে কর্তৃত্ব হারিয়েছেন, ভারতীয় দলে তার জায়গা নিয়েও প্রশ্ন উঠছিল। খাদের কিনারায় পরে যাওয়া কোহলির জন্য এবারের এশিয়া কাপটা হয়ে থাকবে স্মরণীয়। হংকং, পাকিস্তানের বিপক্ষে হাফ সেঞ্চুরি পেয়েছেন। আজ আফগানিস্তানের বিপক্ষে দেখা মিলল সেই ভয়ঙ্কর সুন্দর কোহলির। মাত্র ৬১ বল খেলে করেছেন অপরাজিত ১২২ রান। কোহলির অসাধারণ সেঞ্চুরিতে রানের পাহাড় গড়েছে ভারত।
বৃহস্পতিবার (৮ সেপ্টেম্বর) দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে আফগানিস্তানের বিপক্ষে ২১২ রানের বিশাল সংগ্রহ গড়েছে আগে ব্যাট করতে নামা ভারত। বিরাট কোহলি আন্তর্জাতিক ক্রিকেটে সেঞ্চুরির দেখা পেলেন প্রায় তিন বছর পর। এটা তার টি-টোয়েন্টি ক্যারিয়ারের প্রথম সেঞ্চুরি। এই সেঞ্চুরিতে কোহলির আন্তর্জাতিক সেঞ্চুরি সংখ্যা দাঁড়াল ৭১টি। রিকি পন্টিংয়ের সঙ্গে যৌথভাবে দ্বিতীয় সর্বোচ্চ সেঞ্চুরির মালিক এখন তিনি। ১০০ সেঞ্চুরি নিয়ে সবার ওপরে শচীন টেন্ডুলকার।
বিরাট কোহলি আন্তর্জাতিক ক্রিকেটে সর্বশেষ সেঞ্চুরি পেয়েছিলেন ২০১৯ সালের নভেম্বরে, বাংলাদেশের বিপক্ষে কলকাতা টেস্টে। তারপর থেকেই রানক্ষরা। এতোটাই যে বছরের পর বছর ধরে বিশ্বের সেরা ব্যাটার হিসেবে স্বীকৃতি পাওয়া কোহলি ভারতীয় দলে অপরিহার্য কিনা সেই আলোচনাও উঠে গিয়েছিল।
টি-টোয়েন্টি ব্যাটিং র্যাংকিংয়ে নেমে গিয়েছিলেন ২৯ নম্বরে, টেস্টে ১২ নম্বরে, ওয়ানডতে ৫ নম্বরে। কেন রান পাচ্ছেন না, সমস্যাটা ঠিক কোথায় যেন ধরতেই পারছিলেন না কোহলি। এশিয়া কাপে এসে অবশেষে সেই সমস্যার সমাধান মিলল। গ্রুপ পর্বের ম্যাচে হংকংয়ের বিপক্ষে ৫৯ রান করে ফর্মে ফেরার ইঙ্গিত দিয়েছিলেন। পাকিস্তানের বিপক্ষে সুপার ফোরে ম্যাচে করেছিলেন ৬০ রান। আজ রীতিমতো তাক লাগিয়ে দিলেন।
নিয়মিত অধিনায়ক রোহিত শর্মা আজ খেলেননি। তার অনুপস্থিতিতে ভারতের হয়ে ওপেনিংয়ে নেমে পড়েছিলেন কোহলি। শুরু থেকেই রান করেছেন বিরামহীন। ফিফটি করেছেন মাত্র ৩২ বলে। পঞ্চাশ থেকে একশোতে পৌঁছেছেন মাত্র ২১ বলে। সব মিলিয়ে ৬১ বলে শেষ অবদি অপরাজিত ছিলেন ১২২ রান করে। তার ইনিংসে চারের মার ১২টি, ছক্কা মেরেছেন ৬টি।
অপরপ্রান্তে লোকেশ রাহুলকে নিয়ে ওপেনিং জুটিতে ১১৯ রান তোলেন কোহলি। রাহুল ৪১ বলে ৬টি চার ২টি ছয়ে ৬১ রান করে ফিরলে এই জুটি ভাঙে। তিনে নামা সূর্যকুমার যাদব টিকেছেন মাত্র তিন বল। তারপর রিশভ পন্তকে নিয়ে আফগান বোলারদের কচুকাটা করেছেন কোহলি।
তার এক একটি নিখুঁত শটই বলে দিচ্ছিল, আত্মবিশ্বাস ফিরে পেয়েছেন কোহলি। শেষ পর্যন্ত ২০ ওভারে ২ উইকেট হারিয়ে ২১২ রান তোলে ভারত। পন্ত ১৬ বলে ২০ রান করে অপরাজিত থাকেন।
অবশ্য এমন সেঞ্চুরি ভারতের কাজে লাগছে কমই! আগেই যে টুর্নামেন্ট থেকে বিদায় নিশ্চিত হয়েছে ভারতীয়দের। বিদায় নিশ্চিত হয়েছে আফগানিস্তানেরও। আজকের ম্যাচটা দুদলের জন্য তাই অনেকটা নিয়মরক্ষারই।
সারাবাংলা/এসএইচএস