Friday 22 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

শাস্তি পেলেন আসিফ-ফরিদ দুজনই

স্পোর্টস ডেস্ক
৯ সেপ্টেম্বর ২০২২ ১৭:০৫

মাঠে দুজন যা করেছেন তাতে শাস্তির বিষয়টি অনুমিতই ছিল। এবার আনুষ্ঠানিক ঘোষণাও এলো। আচরণবিধি লঙ্ঘনের দায়ে পাকিস্তানি ক্রিকেটার আসিফ আলি ও আফগানিস্তানের ফরিদ আহমেদের জরিমানা করেছে আইসিসি।

এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ম্যাচ ফির ২৫ শতাংশ জরিমানা করা হয়েছে দুজনের। পাশাপাশি দুজনের নামের পাশেই একটি করে ডিমেরিট পয়েন্ট যুক্ত করা হয়েছে।

গত বুধবার (৭ সেপ্টেম্বর) শারজায় এশিয়া কাাপের ম্যাচে মাঠে লেগে গিয়েছিলেন আফগানিস্তানের পেসার ফরিদ আহমেদ ও পাকিস্তানের আসিফ আলি। আফগানিস্তানের ১২৯ রানের জবাব দিতে নেমে শেষ ৯ বলে ১৮ রান তোলার সমীকরণ ছিল পাকিস্তানের। উইকেটে তখন নবম উইকেট জুটি।

ইনিংসের ১৯তম ওভারে ফরিদকে ছক্কা হাঁকিয়ে ম্যাচ পাকিস্তানের দিকে হেলে নিয়ে আসেন আসিফ। কিন্তু পরের বলেই আসিফকে ফাইন লেগে ক্যাচ বানান ফরিদ। তারপর আফগান পেসারের উল্লাসটা ছিল একটু বেশিই।

আসিফের ঠিক সামনে গিয়ে উল্লাস করতে থাকেন। পাকিস্তানি ব্যাটারও ছেড়ে কথা বলেননি। ফরিদকে ধাক্কা দিয়েছেন, ব্যাট উঁচিয়ে মারা ভঙ্গিও দেখিয়েছেন। আফগানিস্তানের অন্য ক্রিকেটাররা এবং আম্পায়ার এগিয়ে এস পরিস্থিতি ঠাণ্ডা করেন।

ম্যাচ রেফারি প্রতিবেদনে উল্লেখ করেছেন বিষয়টি। পরে ম্যাচ রেফারি অ্যান্ডি পাইক্রফটের কাছে নিজেদের ভুল স্বীকার করেছেন দুই ক্রিকেটার। ফলে আনুষ্ঠানিক শুনানির প্রয়োজন পরেনি।

উত্তেজনায় ঠাঁসা ওই ম্যাচে শেষ পর্যন্ত ১ উইকেটে জিতে এশিয়া কাপের ফাইনাল নিশ্চিত করেছে পাকিস্তান। পাকিস্তানি বোলার নাসিম শাহ ২০তম ওভারের প্রথম দুই বলে দুই ছক্কা হাঁকিয়ে ম্যাচ জিতে নেন।

বিজ্ঞাপন

সারাবাংলা/এসএইচএস

এশিয়া কাপ ২০২২

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর