টস জিতে পাকিস্তানকে ব্যাটিংয়ে পাঠাল শ্রীলংকা
৯ সেপ্টেম্বর ২০২২ ১৯:৩১
এশিয়া কাপে ফাইনালে আগামী রোববার (১১ সেপ্টেম্বর) মুখোমুখি হবে শ্রীলংকা এবং পাকিস্তান। তবে তার আগে সুপার ফোরের শেষ ম্যাচে দুই দল মুখোমুখি। দুবাই আন্তর্জাতিক স্টেডিয়ামে শুক্রবার (৯ সেপ্টেম্বর) বাংলাদেশ সময় রাত ৮টায় শুরু হবে ম্যাচটি। নিয়মরক্ষার এই ম্যাচে টস জিতে প্রথমে বোলিং করার সিদ্ধান্ত নিয়েছেন শ্রীলংকার অধিনায়ক দাসুন শানাকা।
সুপার ফোরে নিজেদের প্রথম দুই ম্যাচে শ্রীলংকা এবং পাকিস্তান দুই দলই ভারত এবং আফগানিস্তানের বিপক্ষে জিতে ফাইনাল নিশ্চিত করেছে। আর তাই তো ফাইনালের আগে শ্রীলংকা ও পাকিস্তানের মধ্যকার ম্যাচটি ফাইনালের অনুশীলন বলা চলে। নিজেদের ঝালিয়ে নেওয়ার আরও একটি সুযোগ নিয়মরক্ষার এই ম্যাচে।
শ্রীলংকা একাদশ
দনুশ গুনাথিলাকা, পাথুম নিসাঙ্কা, কুশল মেন্ডিস (উইকেটরক্ষক), ধনঞ্জয়া ডি সিলভা, ভানুকা রাজাপাকশে, দাসুন শানাকা (অধিনায়ক), ওয়াইনিন্দু হাসারাঙ্গা, চামিকা করুনারত্নে, মহেশ থিকসানা, দিলশান মদুশনাকা এবং প্রমদ মধুশান।
পাকিস্তান একাদশ
বাবর আজম (অধিনায়ক), মোহাম্মদ রিজওয়ান (উইকেটরক্ষক), ফখর জামান, আসিফ আলী, ইফতিখার আহমেদ, খুশদিল শাহ, উসমান কাদির, মোহাম্মদ নেওয়াজ, মোহাম্মদ হাসনাইন, হারিস রাউফ এবং হাসান আলী।
সারাবাংলা/এসএস
এশিয়া কাপ এশিয়া কাপ ২০২২ টস পাকিস্তান বনাম শ্রীলংকা সুপার ফোর