Tuesday 03 Dec 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সমাজের টিপ্পনীকে পাশ কাটানো মানুষদের জন্য আজ শিরোপা চান সানজিদা

স্পোর্টস করেসপন্ডেন্ট
১৯ সেপ্টেম্বর ২০২২ ১৩:২১ | আপডেট: ১৯ সেপ্টেম্বর ২০২২ ২১:৩৫

একের পর এক প্রতিপক্ষকে রীতিমতো দুমড়ে মুচড়ে দিয়ে সাফ নারী চ্যাম্পিয়নশিপের ফাইনালে জায়গা করে নিয়েছে বাংলাদেশ নারী ফুটবল দল। ফাইনালের আগে মালদ্বীপ-পাকিস্তান-ভারত-ভুটান, এই চার দলকে মোট ২০ গোল দিয়েছে বাংলাদেশি মেয়েরা, বিপরীতে গোল হজম করতে হয়নি একটিও।

শিরোপা জয়ের লড়াইয়ে আজ উড়তে থাকা বাংলাদেশের প্রতিপক্ষ স্বাগতিক শক্তিশালী নেপাল। সোমবার (১৯ সেপ্টেম্বর) নেপালের কাঠমান্ডুর দশরথ স্টেডিয়ামে সাফ নারী চ্যাম্পিয়নশিপের ফাইনাল মাঠে গড়াবে বাংলাদেশ সময় বিকেল সোয়া ৫টায়।

বিজ্ঞাপন

ফাইনালে নামার আগে দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন নারী ফুটবল দলের ফুটবলার সানজিদা আক্তার। মেয়ে হয়ে ফুটবল খেলা নিয়ে সমাজের কম টিপ্পনী সহ্য হয়নি। এসব প্রতিবন্ধকতাকে পাশ কাটিয়েই পরিবার তাদেরকে ফুটবল খেলার সুযোগ দিয়েছে। তাদের জন্য আজ শিরোপাটা জিততে চান বলেছেন সানজিদা। নারী ফুটবলে তরুণদের আগ্রহ বাড়াতে আজ শিরোপা জিততে চান বলেছেন তিনি।

ফাইনালের আগে নিজের ভেরিফাইড ফেসবুক পেজে লম্বা এক পোস্ট দিয়েছেন সানিজাদ আক্তার। তার হুবহু তুলে ধরা হলো-

দ্বিতীয়বারের মতো সাফ উইমেনস চ্যাম্পিয়নশিপের ফাইনালে বাংলাদেশ। প্রথমবার ফাইনাল খেলেছি ২০১৬ সালে। সেবার ভারতের বিপক্ষে আমরা হেরে যাই। ৫ বার সাফের মঞ্চে এসে ১ বার রানার্সআপ, ৩ বার সেমিফাইনাল এবং ১ বার গ্রুপ পর্ব থেকে বিদায় নিয়েছি আমরা।

আলহামদুলিল্লাহ, আমরা এবার মাঠে দারুণ ছন্দে রয়েছি, ফাইনালে প্রতিপক্ষ স্বাগতিক নেপাল। স্বাগতিক হিসেবে ফাইনাল খেলা কিংবা স্বাগতিক দলের বিপক্ষে ফাইনাল খেলা সব সময় রোমাঞ্চকর। এ ছাড়া এবারের ফাইনাল ম্যাচটি কিছুটা ভিন্ন। বহুদিন পর সাফ পাবে নতুন কোনো চ্যাম্পিয়ন। আর তাই এবার রোমাঞ্চকর একটি ফাইনাল ম্যাচ হতে যাচ্ছে, এতে কোনো সন্দেহ নেই।

বিজ্ঞাপন

বাংলাদেশ পুরুষ জাতীয় ফুটবল দলের হাত ধরে ২০০৩ সালে দক্ষিণ এশিয়ার শ্রেষ্ঠত্ব পেয়েছিল বাংলাদেশ। এখনো আমরা সেই গল্প শুনি। বাংলাদেশ ফুটবলের বড় সাফল্যের মহাকাব্যে সেটি উজ্জ্বলতম অংশ হিসেবে বিবেচিত হয়। এবার আমাদের জেতার সময় এসেছে। আমাদের দলের প্রতিটি সদস্য এটি জিততে মুখিয়ে আছে।

যাঁরা আমাদের এই স্বপ্নকে আলিঙ্গন করতে উৎসুক হয়ে আছেন, সেসব স্বপ্নসারথিদের জন্য এটি আমরা জিততে চাই। নিরঙ্কুশ সমর্থণের প্রতিদান আমরা দিতে চাই। ছাদখোলা চ্যাম্পিয়ন বাসে ট্রফি নিয়ে না দাঁড়ালেও চলবে, সমাজের টিপ্পনীকে এক পাশে রেখে যে মানুষগুলো আমাদের সবুজ ঘাস ছোঁয়াতে সাহায্য করেছে, তাদের জন্য এটি জিততে চাই। আমাদের এই সাফল্য হয়তো আরও নতুন কিছু সাবিনা, কৃষ্ণা, মারিয়া পেতে সাহায্য করবে। অনুজদের বন্ধুর এই রাস্তাটুকু কিছু হলেও সহজ করে দিয়ে যেতে চাই।

পাহাড়ের কাছাকাছি স্থানে বাড়ি আমার। পাহাড়ি ভাইবোনদের লড়াকু মানসিকতা, গ্রামবাংলার দরিদ্র ও খেটে খাওয়া মানুষদের হার না মানা জীবনের প্রতিটি পর্ব খুব কাছাকাছি থেকে দেখা আমার। ফাইনালে আমরা একজন ফুটবলারের চরিত্রে মাঠে লড়ব এমন নয়, ১১ জনের যোদ্ধাদল মাঠে থাকবে, যে দলের অনেকে এই পর্যন্ত এসেছে বাবাকে হারিয়ে, মায়ের শেষ সম্বল নিয়ে, বোনের অলংকার বিক্রি করে, অনেকে পরিবারের একমাত্র আয়ের অবলম্বন হয়ে।

আমরা জীবনযুদ্ধেই লড়ে অভ্যস্ত। দক্ষিণ এশিয়ার শ্রেষ্ঠত্বের জন্য শেষ মিনিট পর্যন্ত লড়ে যাব। জয়-পরাজয় আল্লাহর হাতে। তবে বিশ্বাস রাখুন, আমরা আমাদের চেষ্টায় কোনো ত্রুটি রাখব না, ইনশাআল্লাহ। দোয়া করবেন আমাদের জন্য।

সারাবাংলা/এসএইচএস

বাংলাদেশ নারী ফুটবল দল সানজিদা আক্তার সাফ নারী চ্যাম্পিয়নশিপ

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর