Saturday 28 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

থাইল্যান্ডকে হারিয়ে বিশ্বকাপে বাংলাদেশ

স্পোর্টস করেসপন্ডেন্ট
২৪ সেপ্টেম্বর ২০২২ ০০:২৮

বাংলাদেশের ১১৩ রানের জবাব দিতে নেমে বেশ ভালোই এগুচ্ছিল থাইল্যান্ড নারী ক্রিকেট দল। নাত্থাকাম চান্থাম একপ্রান্ত আগলে রেখে যেভাবে এগুচ্ছিলেন তাতে বাংলাদেশীদের মনে ভয়ই ধরে গিয়েছিল হয়তো! তবে শেষের হাসি বাংলাদেশই হেসেছে। থাইল্যান্ডের বিপক্ষে ১১ রানের জয় তুলে নিয়েছে বাংলাদেশ নারী ক্রিকেট দল।

এই জয়ে আগামী টি-টোয়েন্টি বিশ্বকাপের টিকিট নিশ্চিত হলো সালমা খাতুন, নিগার সুলতানা, রুমানা আহমেদদের। পাশাপাশি বিশ্বকাপ বাছাই পর্বের ফাইনালও নিশ্চিত হয়ে গেল বাংলাদেশের।

বিজ্ঞাপন

এর আগে ২০১৪ টি-টোয়েন্টি বিশ্বকাপে সরাসরি খেলেছল বাংলাদেশ। স্বাগতিক হিসেবে সেবার সরাসরি বিশ্বকাপ খেলার সুযোগ পেয়েছিল বাংলাদেশ। এরপর ২০১৫, ২০১৮, ২০১৯ সালে বাছাই পর্ব পেরিয়ে বিশ্বকাপ খেলেছে বাংলাদেশ।

সমীকরণ ছিল জিতলেই বিশ্বকাপ নিশ্চিত। প্রতিপক্ষ থাইল্যান্ড এবং বাংলাদেশের সাম্প্রতিক ফর্ম বিবেচনায় বিষয়টাকে কঠিন মনে হচ্ছিল না। তবে সেমিফাইনালের লড়াইয়ে থাইল্যান্ড বুঝিয়ে দিল তারাও গ্রুপ পর্ব পেরিয়ে সেমিতে আসা দল! বাংলাদেশি মেয়েদের ছেড়ে কথা বলেনি তারা।

শুক্রবার (২৪ সেপ্টেম্বর) আবুধাবির শেখ জায়েদ স্টেডিয়ামে আগে ব্যাটিং করে ১১৩ রানের বেশি তুলতে পারেনি বাংলাদেশ। শুরুতে ধীর গতিতে এগিয়েছেন দুই ওপেনার ফারজানা হক ও মুর্শিদা খাতুন। ১৭ বলে ১১ রান করে ফিরেছেন ফারজানা। দলীয় ৫২ রানে ৩৫ বলে ২৬ রান করে ফেরেন মুর্শিদা। দলীয় ৬৪ রানের মাথায় অধিনায়ক নিগার সুলতানা ২৪ বলে ১৭ রান করে ফিরলে চাপে পরে বাংলাদেশ।

তারপর ক্রিজে নেমে বাংলাদেশের পক্ষে সর্বোচ্চ রানের ইনিংসটি খেলেন ‍রুমানা আহমেদ। ২৪ বলে ২৮ রান করে অপরাজিত ছিলেন শেষ পর্যন্ত। শেষ দিকে রিতু মনি ১০ বলে ১৭ রান করে বাংলাদেশকে একশর ওপারে যেতে সাহায্য করেছেন।

বিজ্ঞাপন

এই সংগ্রহটাকে অবশ্য পরে বেশ বড়ই মনে হচ্ছিল। বাংলাদেশের দুই স্পিনার সালমা খাতুন ও সানজিদা আক্তার মেঘলা শুরুতে চেপে ধরেন থাইল্যান্ডের মেয়েদের। ১৩ রানে তৃতীয় ও ৪৫ রানে প্রতিপক্ষের চতুর্থ উইকেট তুলে নেয় বাংলাদেশ। তবে একপ্রান্ত আগলে রেখে অবিচল থাকেন নাত্থাকাম চান্থাম।

একটা সময় ভয়ের কারণই হয়ে দাঁড়িয়েছিলেন মিডল অর্ডার এই ব্যাটার। তবে শেষের হিসেবটা আর মিলাতে পারেননি। শেষ ওভারে সালমা খাতুনের বলে আউট হওয়ার আগে ৫১ বলে ৪টি চার ৩টি ছয়ে করেছেন ৬৪ রান।

২০ ওভারে ৬ উইকেট হারিয়ে ১০২ রানে থেমেছে থাইল্যান্ড। বাংলাদেশের হয়ে সালমা খাতুন ৪ ওভারে মাত্র ১৮ রান খরচায় নিয়েছেন তিন উইকেট। ৪ ওভারে ৭ রান দিয়ে দুই উইকেট নিয়েছেন সানজিদা আক্তার মেঘলা।

সারাবাংলা/এসএইচএস

নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ বাংলাদেশ নারী ক্রিকেট দল সালমা খাতুন

বিজ্ঞাপন
সর্বশেষ
সম্পর্কিত খবর