Wednesday 14 May 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

এবার কম্বোডিয়ার জালে বাংলাদেশের ২০ গোল


২৬ এপ্রিল ২০১৮ ১৩:০১

স্টাফ করেসপন্ডেন্ট ।।

ঢাকাঃ সিঙ্গাপুরের পর এবার কম্বোডিয়াকে গোল বন্যায় ভাসিয়েছে বাংলাদেশের যুবারা। থাইল্যান্ডে যুব হকি অলিম্পিক বাছাইপর্বে নিজেদের দ্বিতীয় ম্যাচেও বড় জয় পেয়েছে লাল-সবুজ জার্সিধারীরা।

আজ বৃহস্পতিবার ম্যাচটি অনুষ্ঠিত হয় থাইল্যান্ডের ব্যাংককে। কম্বোডিয়ার বিপক্ষে ২০-০ ব্যবধানে জয় তুলে নিয়েছে বাংলাদেশ। এর আগে বাছাইপর্বের প্রথম ম্যাচে সিঙ্গাপুরের জালে ১০ গোল পুড়েছিল গোপিনাথ কৃষ্ণমুর্থির শিষ্যরা।

যুব অলিম্পিক বাছাইপর্বের ম্যাচগুলোতে প্রতিদলে খেলছে পাঁচজন করে। ‘ফাইফ-এ-সাইড’ সংস্ক্ররণ এ টুর্নামেন্টে আজকে ছিল দ্বিতীয় ম্যাচ।

তিন অর্ধের ৩০ মিনিটের ম্যাচের শুরু থেকেই আক্রমণে গিয়েছে দেশের যুবারা। সর্বোচ্চ সাতটি করেছেন মোহাম্মদ আলম, চারটি রকিবুলের, সারোয়ার শাওন করেছেন তিনটি, দুটি করে করেছেন প্রিন্স সামুন্দো ও মোহাম্মদ উদ্দিন এবং একটি করে গোল করেছেন মোহাম্মদ মহসিন ও মোহাম্মদ মেহেদী।

আজ বিকেলে শক্তিশালী মালয়েশিয়ার বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশের যুবারা। বাছাইপর্বের সেরা দুই দল যুব অলিম্পিকে জায়গা করে নিবে। ২০১৮ সালের অক্টোবরে আর্জেন্টিনার বুয়েনস এইরেসে যুব অলিম্পিক অনুষ্ঠিত হবে।

 

সারাবাংলা/জেএইচ/এসএন

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর