নেপালের কাছে হার বাংলাদেশের
২৭ সেপ্টেম্বর ২০২২ ২০:৫১
কদিন আগে নেপালের মেয়েদের হারিয়ে সাফ চ্যাম্পিয়নশিপের শিরোপা এনেছে বাংলাদেশ। এবার পালা ছিল বাংলাদেশ পুরুষ দলের নেপাল বধের। কিন্তু পেরে ওঠেনি জামাল ভূঁইয়ারা। নেপালের কাছে প্রথমার্ধেই ৩-০ গোলে পিছিয়ে পড়ার পর দ্বিতীয়ার্ধে প্রতিরোধ গড়ে এক গোল শোধ করলেও ম্যাচে ফেরা হয়নি। শেষ পর্যন্ত বাংলাদেশ ৩-১ গোলের হার নিয়ে মাঠ ছাড়ে।
কাঠমান্ডুর দশরথ স্টেডিয়ামে মঙ্গলবার আন্তর্জাতিক প্রীতি ম্যাচে স্বাগতিক নেপালের বিপক্ষে ৩-১ গোলে হেরেছে বাংলাদেশ। নেপালের হয়ে হ্যাটট্রিক উপহার দেন অঞ্জন বিস্তা। বাংলাদেশের ব্যবধান কমানো একমাত্র গোলটি করেন সাজ্জাদ হোসেন।
কম্বোডিয়ার মাঠ থেকে আন্তর্জাতিক প্রীতি ম্যাচে ১-০ গোলের জয়ে আত্মবিশ্বাসী বাংলাদেশ দল আতিথ্য নেয় নেপালের। জামাল ভুঁইয়াদের ওপর প্রত্যাশা ছিল এবার নেপালকে হারানোর। তবে তারা পারেননি।
ম্যাচের শুরু থেকে বেশ লড়াই চালাচ্ছিল বাংলাদেশ। ম্যাচের ১৬তম মিনিটে জামালের ফ্রি-কিক ক্রসবারে লেগে প্রতিহত হলে এগিয়ে যাওয়ার সেরা সুযোগটি নষ্ট হয় দলের। এরপরেই ম্যাচের নিয়ন্ত্রণ হারিয়ে পিছিয়ে পড়তে শুরু করে বাংলাদেশ। জামালের ফ্রি-কিক ক্রসবারে লেগে ফিরে আসার দুই মিনিট পর এগিয়ে যায় নেপাল। ডান দিক থেকে বিমল ঘারতি মাগারের ফ্রি-কিকে জটলার ভেতর থেকে হেডে লক্ষ্যভেদ করেন অঞ্জন।
কিছুক্ষণ পরেই ম্যাচে ফেরার সুযোগ আসে বাংলাদেশের সামনে। ম্যাচের ২৬তম মিনিটে রাকিবের দারুণ এক শট রুখে দেন নেপালের গোলরক্ষক কিরণ কুমার লিম্বু। এতেই আর সমতায় ফেরা হয়নি। উল্টো পরের মিনিটে দারুণ এক গোলে নেপালের লিড দ্বিগুণ করেন অঞ্জন। আর ৩৮তম মিনিটে এসে হ্যাটট্রিক পূরণ করেন তিনি। সতীর্থের ক্রসে হেডে জিকোকে পরাস্ত করেন ২৪ বছর বয়সী ফরোয়ার্ড। প্রতিটি গোলেই ফুটে ওঠে বাংলাদেশের এলোমেলো রক্ষণের প্রতিচ্ছবি।
প্রথমার্ধে ৩-০ গোলে পিছিয়ে পড়া বাংলাদেশ দ্বিতীয়ার্ধে লড়াই করেছে বেশ। ম্যাচে ফেরার ইঙ্গিত দেয় প্রথমেই। ৫৭তম মিনিটে রাকিবের ক্রস নেপালের এক ডিফেন্ডারের পায়ে লেগে কিছুটা হাওয়ায় ভেসে যায় বল আর সেই বলেই ডাইভিং হেডার দিয়ে ব্যবধান ৩-১ করেন সাজ্জাদ।’
এরপর একের পর এক সুযোগ তৈরি করে যাচ্ছুল ইব্রাহিম, রাকিব, সাজ্জাদরা তবে কিছুতেও লক্ষ্যভেদ করতে পারেনি বাংলাদেশ। এতেই শেষ পর্যন্ত ৩-১ গোলের পরাজয় নিয়ে মাঠ ছাড়তে হয় বাংলাদেশ। এর আগে কাঠমান্ডুতে ২০২১ সালে ত্রিদেশীয় সিরিজের ফাইনালে নেপালের কাছে ২-১ গোলের হেরেছিল বাংলাদেশ। আর সে বছরই সাফ চ্যাম্পিয়নশিপে মালদ্বীপের মালেতে ১-১ ড্র করে ছিটকে গিয়েছিল বাংলাদেশ।
সারাবাংলা/এসএস
আন্তর্জাতিক প্রীতি ম্যাচ জামাল ভূঁইয়া নেপাল বনাম বাংলাদেশ বাংলাদেশের হার