Sunday 20 Oct 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

থাইল্যান্ডকে উড়িয়ে বাংলাদেশের এশিয়া কাপ শুরু

স্পোর্টস করেসপন্ডেন্ট
১ অক্টোবর ২০২২ ১২:৩৮

রুমানা আহমেদ, সানজিদা আক্তার, নাহিদা আক্তারদের স্পিনে থাইল্যান্ডকে অল্পতেই বেঁধে রেখেছিল বাংলাদেশ। পরে ব্যাট হাতে রীতিমতো ঝড় তুললেন ওপেনার শারমিন সুলতানা। দুই মিলিয়ে এশিয়া কাপের উদ্বোধনী ম্যাচে ৯ উইকেটের বিশাল জয় পেয়েছে বাংলাদেশ।

শনিবার (১ অক্টোবর) সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে আগে বোলিং করে থাইল্যান্ডকে ৮২ রানেই গুটিয়ে দিয়েছেন বাংলাদেশি মেয়েরা। পরে ৫০ বল হাতে রেখে মাত্র ১ উইকেট হারিয়েই জয়ের জন্য ৮৮ রান তুলে ফেলে নিগার সুলতানা জ্যোতির বাংলাদেশ।

বিজ্ঞাপন

নারী এশিয়া কাপের এবারের আয়োজক বাংলাদেশ। সকালে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে বেলুন উড়িয়ে টুর্নামেন্টের উদ্বোধন ঘোষণা করেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি নাজমুল হাসান পাপন। উদ্বোধনীতে উপস্থিত ছিলেন অনেকেই। মাঠের ক্রিকেটে সকলকেই খুশি করেছেন বাংলাদেশি নারীরা।

টস জিতে প্রথমে ব্যাটিং করার সিদ্ধান্ত নিয়েছিলেন থাইল্যান্ড অধিনায়ক নারুয়েমল চাইওয়াই। সকাল ৯টায় শুরু হওয়া ম্যাচে আগে ব্যাটিং করার সিদ্ধান্ত কেন নিয়েছিলেন সেটা অবশ্য বড় প্রশ্ন। তবে বাংলাদেশিদের সেসব নিয়ে ভাবতে বয়েই গেছে! সকালের আদ্রতা কাজে লাগিয়ে প্রতিপক্ষ ব্যাটারদের রীতিমতো নাভিঃশ্বাস তুলে ছেড়েছে বাংলাদেশের বোলিং ডিপার্টমেন্ট।

স্পিনাররাই প্রায় পুরো কাজটা করে দিয়েছেন। পেসার জাহানারা আলম বোলিং করেছেন মাত্র ২ ‍ওভার। বাকি বোলিং করেছেন স্পিনাররা। স্পিনেই সাফল্য মিলছিল বলে বাংলাদেশ অধিনায়ক নিগার সুলতানা আর পেস আক্রমণে আগ্রহ দেখাননি।

রুমানা আহমেদ ৩ ওভার বোলিং করে মাত্র ৯ রান খরচায় তুলে নিয়েছেন তিন উইকেট। নাহিদা আক্তার ও সানজিদা আক্তার ১১ রান করে দিয়ে নিয়েছেন দুটি করে উইকেট। সোনালি আক্তার ১৮ রানে নিয়েছেন ২ উইকেট। ১৯.৪ ওভারে ৮২ রানে গুটিয়ে যায় থাইল্যান্ড।

বিজ্ঞাপন

বাংলাদেশ বড় জয় পেতে যাচ্ছে সেটা তখনই অনেকটা নিশ্চিত হয়ে গিয়েছে। পরে আনুষ্ঠানিকতা সাড়েন ওপেনার শারমিন সুলতানা। শুরু থেকেই থাই মেয়েদের রীতিমতো কচুকাটা করতে চেয়েছেন শারমিন। নবম ওভারের প্রথম বলে স্লগ সুইপ করতে গিয়ে সরাসরি বোল্ড হওয়ার আগে ৩০ বলে ৪৯ রান করেছেন শারমিন। ৪৯ রানের ৪০ রানই করেছেন বাউন্ডারি থেকে। চার মেরেছেন ১০টি!

দলীয় ৬৯ রানে শারমিন ফেরার পর বাকি কাজটা সহজেই পারি দিয়েছেন অপর ওপেনার ফারজানা হক ও অধিনায়ক নিগার সুলতানা। ১১.৪ ওভারে মাত্র ১ উইকেট হারিয়ে ৮৮ রান তুলে ৯ উইকেটের জয় নিশ্চিত করেছে বাংলাদেশ। ফারজানা তখন ২৯ বলে ২৬ রানে অপরাজিত। নিগার ১১ বলে ১০ রানে অপরাজিত ছিলেন।

নারী এশিয়া কাপের সর্বশেষ আসরে শিরোপা জিতেছে বাংলাদেশ। এবারের শুরুটাও চ্যাম্পিয়নের মতোই হলো বাংলাদেশের।

সারাবাংলা/এসএইচএস

নারী এশিয়া কাপ ২০২২ বাংলাদেশ নারী ক্রিকেট দল

বিজ্ঞাপন
সর্বশেষ
সম্পর্কিত খবর