Friday 22 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

গোলমেশিন লেভানডফস্কির গোলে শীর্ষে বার্সা

স্পোর্টস ডেস্ক
২ অক্টোবর ২০২২ ১৩:২৭

বার্সেলোনার জার্সিতে মাঠে নামা এবং গোল করাটাকে যেন নিয়মই বানিয়ে ফেললেন রবার্ট লেভানডফস্কি! পোলিশ গোলমেশিন যেন থামছেনই না! স্প্যানিশ লা লিগায় বার্সার জার্সিতে কাল টানা ষষ্ঠ ম্যাচে গোলের দেখা পেয়েছেন লেভা। তার একমাত্র গোলে মায়োর্কার বিপক্ষে কাল ১-০ গোলের কষ্টের জয় পেয়েছে বার্সেলোনা।

এই জয়ে পয়েন্ট টেবিলের শীর্ষে উঠে বসেছে কাতালান ক্লাবটি। অবশ্য শীর্ষস্থান বেশি সময় স্থায়ী নাও হতে পারে। ৭ ম্যাচে ছয় জয় ও এক ড্রতে বার্সেলোনার পয়েন্ট এখন ১৯। এক ম্যাচ কম খেলে ১৮ পয়েন্ট নিয়ে দুই নম্বরে রিয়াল মাদ্রিদ। অর্থাৎ আগামীকাল রিয়াল তাদের সপ্তম ম্যাচটা জিততে পারলে আবারও দুই নম্বরে নেমে যেতে হবে বার্সাকে।

বিজ্ঞাপন

কাল প্রতিপক্ষের মাঠে বল দখলের হিসেবে অনেকটা এগিয়েই ছিল বার্সেলোনা। কিন্তু সুযোগ কাজে লাগাতে পারছিল না। উল্টো তড়িৎ আক্রমণে বারবার বার্সার রক্ষণকে ভড়কে দিয়েছে মায়োর্কা।

ইনজুরির কারণে সেরা ফুটবলারদের ছাড়াই কাল একাদশ সাজাতে হয়েছে বার্সা কোচ জাভি হার্নান্দেসকে। চোটের কারণে মাঠের বাইরে জুলস কুন্দে, রোনাল্ড আরাউহো, ফ্রেঙ্কি ডি ইয়ং, মেম্ফিস ডিপাইয়ের মতো ফুটবলাররা। যার একটা বড় প্রভাব দেখা গেল মাঠের ফুটবলে। আক্রমণে গতি ধরে রাখতে পারছিল না বার্সা।

১১ মিনিটে বার্সার রক্ষণে ভীতি ছড়ায় মায়োর্কা। তবে গোল অবশ্য হজম করতে হয়নি। ২০ মিনিটে লেভাডফস্কির লক্ষ্যভেদ। তরুণ ফরোয়ার্ড আনসু ফাতির বাড়ানো বল ধরে এক ডিফেন্ডারকে কাটিয়ে বল জালে জড়িয়ে দেন লেভা। লা লিগায় পোলিশ তারকার গোল বেড়ে দাঁড়াল ৯টি।

৩৫ মিনিটে সমতায় ফেরার সুযোগ তৈরি করেও সমতায় ফিরতে পারেনি মায়োর্কা। গোলরক্ষককে একা পেয়েও সোজা শট নেন হাউমে কস্তা। ৫০ মিনিটে ভেদাত মুরিকির হেড লক্ষ্যভ্রষ্ট হলে আবারও  সমতায় ফেরার সুযোগ হারায় মায়োর্কা।

বিজ্ঞাপন

বার্সেলোনা দ্বিতীয়ার্ধে আক্রমণের চেয়ে রক্ষণ সামলাতেই বেশি মনোযোগী ছিল। এরপর আর কোনো গোল না হওয়াতে শেষ পর্যন্ত ১-০ গোলের স্বস্তির জয় নিয়ে মাঠ ছেড়েছে বার্সেলোনা।

সারাবাংলা/এসএইচএস

বার্সেলোনা রবার্ট লেভানডফস্কি স্প্যানিশ লা লিগা

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর