রাজশাহীতে রানের বন্যা
২৬ এপ্রিল ২০১৮ ১৭:৩৭
স্টাফ করেসপন্ডেন্ট ।।
বাংলাদেশ ক্রিকেট লিগের (বিসিএল) ষষ্ঠ আসরের চ্যাম্পিয়ন হয়েছে সাউথ জোন। নর্থ জোনকে ইনিংস ও ৬৩ রানে হারিয়ে শিরোপা জেতে মাশরাফি-কায়েস-রাজ্জাকরা। রাজশাহীর শহীদ কামরুজ্জামান স্টেডিয়ামে নিয়মরক্ষার ম্যাচ খেলছে সেন্ট্রাল জোন এবং ইস্ট জোন। সেখানে ডাবল সেঞ্চুরি করেছেন আবদুল মজিদ, লিটন দাস। আর সেঞ্চুরির দেখা পেয়েছেন সাদমান ইসলাম, আফিফ হোসেন ধ্রুব।
নিজেদের প্রথম ইনিংসে সেন্ট্রাল জোন অলআউট হওয়ার আগে তোলে ৫৪৬ রান। জবাবে, তৃতীয় দিন শেষে ৬ উইকেট হারিয়ে ইস্ট জোন তুলেছে ৫৯২ রান। ড্র’র পথে যাওয়া ম্যাচে ইস্ট জোন ৪৬ রানের লিড নিয়েছে।
সেন্ট্রাল জোনের ওপেনার সাদমান ইসলাম ১১২ রান করেন। ২০৫ রান করেন আবদুল মজিদ। এছাড়া, সাইফ হাসান ২১, মেহরাব হোসেন জুনিয়র ২৫, শুভাগত হোম ৭১, অধিনায়ক মোশাররফ হোসেন রুবেল ২১, মোহাম্মদ শরীফ ৪১ রান করেন। ইস্ট জোনের সোহাগ গাজী ৫টি, আবু জায়েদ দুটি, মোহাম্মদ সাইফুদ্দিন দুটি, এনামুল হক জুনিয়র একটি করে উইকেট তুলে নেন।
ব্যাটিংয়ে নেমে ইস্ট জোনের ওপেনার প্রথম শ্রেণির ক্যারিয়ারে ব্যক্তিগত ইনিংস সর্বোচ্চ রান করেন। ওয়ানডে স্টাইলে ব্যাট চালিয়ে ২৭৪ রান করেন। তার ২৯৩ বলের ইনিংসে ছিল ৩৫টি চার আর দুটি ছক্কার মার। মেহেদি মারুফ ১৩, অধিনায়ক মুমিনুল হক ৬, তাসামুল হক ৬৭ রান করেন। আফিফের ব্যাট থেকে আসে ১৪২ রানের দারুণ এক ইনিংস। অলোক কাপালি ১১ রান করে আউট হলেও ৩২ রানে অপরাজিত আছেন জাকের আলি। আর ২৯ রানে অপরাজিত রয়েছেন সাইফুদ্দিন।
সেন্ট্রাল জোনের শুভাগত হোম তিনটি, ইলিয়াস সানি দুটি আর মোশাররফ রুবেল একটি করে উইকেট নেন।
সর্বোচ্চ ৬৫ পয়েন্ট নিয়ে শীর্ষে থেকে চ্যাম্পিয়ন হয়েছে ষষ্ঠ রাউন্ড শেষ করা সাউথ জোন। ৩ পয়েন্ট পিছিয়ে এই আসরের রানার্সআপ নর্থ জোন। ষষ্ঠ রাউন্ডে খেলা সেন্ট্রাল জোনের পয়েন্ট ৪২ আর ১ পয়েন্ট পিছিয়ে রয়েছে ইস্ট জোন।
সারাবাংলা/এমআরপি