বাংলাদেশকে হারিয়ে সিলেটের উইকেটের সমালোচনায় পাকিস্তানি ওপেনার
৩ অক্টোবর ২০২২ ১৫:২৩
নারী এশিয়া কাপের পঞ্চম ম্যাচে বাংলাদেশি নারীদের আজ সহজেই হারিয়েছে পাকিস্তান। আগে বোলিং করে বাংলাদেশকে ৭০ রানেই আটকে রেখেছিল পাকিস্তান। পরে ৪৬ বল হাতে রেখে ৯ উইকেটে ম্যাচ জিতেছে দলটি। ম্যাচ শেষে ম্যাচসেরা সিদ্রা আমীন সরাসরি বলেছেন, ‘এমন উইকেট টি-টোয়েন্টির জন্য আদর্শ নয়।’
অতি মন্থর গতি, বল নিচু হয়ে যাচ্ছিল এবং বাড়তি টার্ন। বৃষ্টির কারণে উইকেট ভেজা ছিল বলে সকালে ব্যাটিং করা ছিল আরও কঠিন। মন্থর গতি আর বড় বড় টার্নকে কাজে লাগিয়ে বাংলাদেশি ব্যাটারদের বারবার পরাস্ত করল পাকিস্তান। তবে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে উইকেটের ভেজা ভাব কমে গেলে সুবিধা পেতে থাকেন ব্যাটাররা। যাতে পরে ব্যাটিং করতে নামা পাকিস্তানকে ছোট সংগ্রহ তাড়া করতে নেমে তেমন বেগেই পেতে হয়নি।
৩৫ বলে অপরাজিত ৩৬ রান করে এতে বড় ভূমিকা রেখেছেন পাকিস্তানি ওপেনার সিদ্রা আমীন। ম্যাচ শেষে সরাসরি উইকেটের সমালোচনা করলেন সিদ্রা। বলেছেন, ‘আমার মনে হয় এটা আদর্শ উইকেট না টি-টোয়েন্টি সংস্করণের জন্য। কিন্তু খেলোয়াড় হিসেবে যেকোনো কন্ডিশনে মানিয়ে নিয়ে খেলতে হবে।’
টি-টোয়েন্টি মানেই চার ছয়ের ফুলঝুড়ি। কিন্তু সিলেটের উইকেটে তেমন চার ছয়ের খেলা দেখা যায়নি। বাংলাদেশ মাত্র ৭০ রানে অলআউট হওয়ার পর বেশ সহজেই জয় তুলে নেয় পাকিস্তান। ম্যাচ শেষে পাকিস্তানের উদ্বোধনী ব্যাটার সিদ্রা মনে বলেন এই উইকেটে ৭০ রানও জেতার জন্য যথেষ্ট।
তিনি বলেন, ‘আমার মনে হয় ১০০ বা ৮০ কিংবা ৭০ রানও হয়তো এই মাঠে জেতার জন্য যথেষ্ট।। কেননা এখানে বল খুব টার্ন করছিল। যে বোলার ঝুলিয়ে বল করছিল সে টার্ন পাচ্ছিল আর বলও নিচু হয়ে আসছিল। এখানে পারফর্ম করা কঠিন। আর খুব বেশি শট খেলাও কঠিন।’
সিদ্রা আরও বলেন, ‘আমরা সবাই জানি বাংলাদেশ খুব ভালো দল। ওদের সঙ্গে কিছু ম্যাচও আমরা হেরেছি। তাই তো এই ম্যাচে আমরা ধীরে সুস্থে খেলতে চেয়েছিলাম প্রথম থেকে।’
সারাবাংলা/এসএইচএস