Friday 22 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ইউনাইটেডে অসম্মানিত হচ্ছেন রোনালদো

স্পোর্টস ডেস্ক
৩ অক্টোবর ২০২২ ১৬:৩৮

জুভেন্টাস ছেড়ে পুরাতন ঠিকানা ম্যানচেস্টার ইউনাইটেডে ফেরার পর থেকে সময়টা ভালো কাটছে না ক্রিস্টিয়ানো রোনালদোর। ২০২২/২৩ মৌসুমে কেবল দুটি ম্যাচেই শুরুর একাদশে ছিলেন রোনালদো। আর ম্যানচেস্টার ডার্বিতে তো বদলি হিসেবেও তাকে মাঠে নামাননি এরিক টেন হ্যাগ। ডার্বিতে সিটিজেনদের কাছে ৬-৩ গোলে বিধ্বস্ত হওয়ার পর ইউনাইটেড বস টেন হ্যাগ জানিয়েছেন, রোনালদোর দুর্দান্ত ক্যারিয়ারের প্রতি সম্মান জানানোর জন্যই তাকে ডার্বি ম্যাচে মাঠে নামাননি তিনি।

বিজ্ঞাপন

টেন হ্যাগ বলেন, ‘ক্রিস্টিয়ানোকে নামাইনি তার দুর্দান্ত ক্যারিয়ারের প্রতি সম্মান জানানোর জন্য।’ আর তাকে এভাবে ম্যাচের পর পর সাইড বেঞ্চে বসিয়ে রাখার কারণে ক্ষুব্ধ রেড ডেভিল কিংবদন্তি রয় কিন। তিনি মনে করছেন ম্যানচেস্টার ইউনাইটেড এখন রোনালদোকে অসম্মান করছে।

প্রিমিয়ার লিগে চলতি মৌসুমের প্রথম ম্যানচেস্টার ডার্বিতে ইতিহাদ স্টেডিয়ামে ম্যানচেস্টার ইউনাইটেডকে ৬-৩ গোলে উড়িয়ে দিয়েছে পেপ গার্দিওলার দল। সিটির হয়ে হ্যাটট্রিক করেন এর্লিং হালান্ড এবং ফিল ফোডেন। তবে শেষ দিকে এসে অ্যান্থনির একটি আর মার্শিয়ালের জোড়া গোল করলে তা কেবল পরাজয়ের ব্যবধানই কমাতে পারে রেড ডেভিলরা।

ম্যাচের প্রথমার্ধেই ৪ গোল হজম করে হার প্রায় নিশ্চিত করে ফেলে ইউনাইটেড। দ্বিতীয়ার্ধে কিছুটা লড়াই করলেও ম্যাচে আর ফেরা হয়নি রেড ডেভিলদের। তবে দলের অন্যতম সেরা তারকা ক্রিস্টিয়ানো রোনালদোকে এদিন মাঠে নামানোর প্রয়োজন বোধ করেননি টেন হ্যাগ। গেল মৌসুমেও রোনালদো ক্লাবের সর্বোচ্চ গোলদাতা হয়েছিলেন। তবে এ মৌসুমে অবশ্য ছন্দে নেই পর্তুগিজ তারকা। গতকালের ম্যাচ ছাড়া কম বেশি সব ম্যাচেই মাঠে নেমে এখন পর্যন্ত ইংলিশ লিগে গোলের দেখা পাননি। এরমধ্যে দুটি ম্যাচ খেলেছেন শুরু থেকে।

রোনালদোকে এভাবে ম্যাচের পর ম্যাচ বেঞ্চে বসিয়ে রাখা মানে তাকে অসম্মান করা। এমনটাই মনে করছে ইউনাইটেড কিংবদন্তি রয় কিন। তিনি মনে করেন এভাবেই যদি তাকে বেঞ্চে রাখা হয় তাহলে দলবদলের মৌসুমেই তাকে বিক্রি করে দেওয়া উচিত ছিল রেড ডেভিলদের। রয় কিন বলেন, ‘আমার মনে হয় ম্যানচেস্টার ইউনাইটেড রোনালদোকে শুধু অসম্মান করছে। আমি মনে করি ট্রান্সফার উইন্ডো শেষ হওয়ার আগেই তাকে ছেড়ে দেওয়া উচিত ছিল।’

বিজ্ঞাপন

ম্যাচের পর ম্যাচ তাকে বেঞ্চে বসিয়ে বেঞ্চের শক্তি বাড়াতে পারেন না। রোনালদোকে সর্বকালের সেরা একজন খেলোয়াড় আখ্যা দিয়ে রয় কিন আরও বলেন, ‘আমার মনে হয় ম্যানেজার তাকে ধরে রেখেছে। ঠিক আছে, আপনি বলছেন আপনার বিকল্প দরকার, কিন্তু আপনি বেঞ্চে বসিয়ে রাখতে রোনালদোকে ধরে রাখতে পারেন না। সে সর্বকালের সেরা খেলোয়াড়দের একজন।’

দলবদলের মাঝপথে ইউনাইটেড ক্লাব ছাড়তে চেয়েছিলেন বলে গুঞ্জন শোনা যায়। তবে তাকে দলের কৌশলের অন্তর্ভুক্ত আখ্যা দিয়ে ধরে রেখেছিলেন ইউনাইটেড বস এরিক টেন হ্যাগ। তবে মৌসুম শুরুর পর দেখা গেল বেঞ্চেই বসে সময় কাটাচ্ছেন রোনালদো। এ ব্যাপারে কিন বলেন, ‘তার কাছে বিকল্প ছিল। ব্যাপারটা এমন নয় যে তার কোনো বিকল্প ছিল না, এমন ধারণা আবর্জনা। তার কাছে বিকল্প ছিল, চার বা পাঁচ জন খুব ভালো বিকল্প ছিল। মৌসুম চলতে চলতে এটা আরও বাজে হতে চলেছে।’

সারাবাংলা/এসএস

ক্রিস্টিয়ানো রোনালদো গ্যারি নেভিল ম্যানচেস্টার ইউনাইটেড ম্যানচেস্টার ডার্বি ম্যানচেস্টার সিটি বনাম ম্যানচেস্টার ইউনাইটেড

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর