Saturday 23 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

পাকিস্তানকে হারিয়ে দিল থাইল্যান্ড

স্পোর্টস করেসপন্ডেন্ট
৬ অক্টোবর ২০২২ ১২:২৩

নারী এশিয়া কাপে চমকে দিল থ্যাইল্যান্ড নারী ক্রিকেট দল। নিজেদের প্রথম ম্যাচে বাংলাদেশের বিপক্ষে উড়ে যাওয়ার পর দ্বিতীয় ম্যাচে শ্রীলংকার বিপক্ষে হেরেছিল বড় ব্যবধানে। তবে তৃতীয় ম্যাচে শক্তিশালী পাকিস্তানকে হারিয়ে দিলেন থাই মেয়েরা। পাকিস্তানের বিপক্ষে থাইল্যান্ডের এটা প্রথম জয়।

বৃহস্পতিবার (৬ অক্টোবর) সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে আগে বোলিং করে পাকিস্তানকে ১১৬ রানে আটকে দেয় থাইল্যান্ড। পরে ১ বল হাতে রেখে ৪ উইকেটের জয় নিশ্চিত করেছে দলটি।

বিজ্ঞাপন

সকাল ৯টায় শুরু হওয়া ম্যাচে টস জিতে আগে ব্যাটিং করার সিদ্ধান্ত নিয়েছিলেন পাকিস্তানি অধিনায়ন বিসমাহ মারুফ। সিলেটে সকালে ব্যাটিং করতে নামা দলগুলো বারবার বিপদে পড়ছে বলে বিসমাহ মারুফের এই সিদ্ধান্ত নিয়ে সমালোচনা উঠার কথা।

শুরুতে ঠিকভাবে ব্যাটিং করতে পারেনি পাকিস্তান। পরে উইকেট হারিয়েছে নিয়মিত বিরতিতে। অল্প রানে আটকে যাওয়ার মূল কারণ এসব। ওপেনার মুনিবা আলী দলীয় ২৫ রানে ফেরেন ১৫ রান করে। তিনে নামা বিসমাহ মারুফ রান আউট হয়েছেন ৩ রান করে।

রান আউট হয়েছেন দুর্দান্ত ফর্মে থাকা সিদ্রা আমীনও। তবে ফেরার আগে দলের পক্ষে সর্বোচ্চ ইনিংসটি খেলে দিয়েছেন এই উইকেটরক্ষক ব্যাটার। ৬৪ বলে ৫৬ রান করতে চার মেরেছেন ৬টি। সিদ্রা ছাড়া বাকিরা সেভাবে দাঁড়াতেই পারেননি। ১৫ রান করা মুনিবা আলী দলের পক্ষে দ্বিতীয় সর্বোচ্চ রান সংগ্রাহক। এছাড়া দুই অঙ্কের কোটা স্পর্শ করতে পেরেছেন কেবল নিদা দার (১২) ও আলিয়া রিয়াজ (১০)। ২০ ওভারে ৫ উইকেট হারিয়ে ১১৬ রানে থেমেছে পাকিস্তান।

পাকিস্তানকে অল্পতে আটকে রেখে জয়ের রাস্তাটা সহজ করে রেখেছিল থাইল্যান্ডের বোলিং ডিপার্টমেন্ট। ব্যাট হাতে বাকি কাজের বেশিরভাগই করে দিয়েছেন নাথেকান চান্থাম। ওপেনিংয়ে নেমে ৫১ বলে ৫টি চার ২টি ছয়ে ৫১ রান করেছেন থাই তারকা। এই ইনিংসটাই পাকিস্তানের হারের বড় কারণ হয়ে দাঁড়িয়েছে।

বিজ্ঞাপন

থাই অধিনায়ক নারুয়েমল চাইওয়াই ২৩ বলে ১৭ রানের একটা ইনিংস খেলে বাকি কাজটুকু সেরেছেন। ১৯.৫ ওভারে ৬ উইকেট হারিয়ে জয়ের জন্য ১১৭ রান তুলে ফেলে থাইল্যান্ড।

সারাবাংলা/এসএইচএস

নারী এশিয়া কাপ ২০২২

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর