Wednesday 15 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

অস্ট্রেলিয়াকে হারিয়েছে বাংলাদেশ


১৬ ডিসেম্বর ২০১৭ ১৭:৩৫

সারাবাংলা ডেস্ক

ভারতের গুজরাট রাজ্যের আহমেদাবাদ শহরে অনুষ্ঠানরত ওয়ার্ল্ড ইয়ুথ অনূর্ধ্ব-১৬ দাবা অলিম্পিয়াডের ষষ্ঠ রাউন্ডের খেলা শেষে বাংলাদেশ ইয়ুথ দল ৬ খেলায় ৬ পয়েন্ট পেয়েছে।

শনিবার (১৬ ডিসেম্বর) অনুষ্ঠিত ষষ্ঠ রাউন্ডের খেলায় বাংলাদেশ ৩-১ পয়েন্টে অস্ট্রেলিয়াকে পরাজিত করেছে।

ষষ্ঠ রাউন্ডে বাংলাদেশের পক্ষে ফিদে মাস্টার মোহাম্মদ ফাহাদ রহমান অস্টেলিয়ার পার্লে হাঙ্গস্টসকে ও সুব্রত বিশ্বাস অস্ট্রেলিয়ার ঝাউ ইসায়াককে পরাজিত করেন।

নাইম হক ও নোশিন আঞ্জুম যথাক্রমে অস্টেলিয়ার ইয়াং গর্ডোন ও ওয়াকিন্স সোফির সাথে ড্র করেন।

সপ্তম রাউন্ডে বাংলাদেশ ইয়ুথ দল কাজাকস্তান ইয়ুথ দলের বিপক্ষে লড়বে।

সারাবাংলা/এমআরপি/১৭ ডিসেম্বর ২০১৭

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর