Tuesday 08 Apr 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বাবরের দুর্দান্ত ব্যাটিংয়ে কিউইদের হারাল পাকিস্তান

স্পোর্টস ডেস্ক
৮ অক্টোবর ২০২২ ১৫:৫৪

ত্রিদেশীয় সিরিজে নিজেদের দ্বিতীয় ম্যাচে নিউজিল্যান্ডকে ৬ উইকেটে হারাল পাকিস্তান। এতেই সিরিজের প্রথম দুই ম্যাচেই দুই জয় তুলে নিল পাকিস্তান। নিউজিল্যান্ডের দেওয়া ১৪৮ রানের জয়ের লক্ষ্যে ব্যাট করতে নেমে বাবর আজমের অপরাজিত ৭৯ রানে ভর করে জয় তুলে নেয় পাকিস্তান।

টস জিতে ব্যাট করতে নেমে শুরুটা দারুণ করলেও শেষ দিকে এসে পাকিস্তানের বোলারদের সামনে ধসে পড়ে কিউই ব্যাটিং লাইন আপ। ১৩তম ওভারে কেইন উইলিয়ামসন যখন ফিরছেন তখন স্কোরবোর্ডে কিউইদের সংগ্রহ ৩ উইকেটে ৮৮ রান। এর আগে দিন অ্যালেন ১৩ আর ডেভন কনওয়ে ফেরেন ৩৬ রান করে। আর উইলিয়ামসন ফেরেন ৩১ রান করে।

বিজ্ঞাপন

১৩ ওভারে ৮৮ রান করা নিউজিল্যান্ড শেষ পর্যন্ত নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেটে তুলতে পারে মাত্র ১৪৭ রান। পাকিস্তানের হয়ে তিনটি উইকেট নেন হারিস রউফ আর দুটি করে উইকেট নেন মোহাম্মদ ওয়াসিম এবং মোহাম্মদ নেওয়াজ।

জবাবে ব্যাট করতে নেমে শুরুটা দুর্দন্ত করে পাকিস্তান। তবে ধীর শুরু করা মোহাম্মদ রিজওয়ান ১২ বলে মাত্র ৪ রান করে ফেরেন দলীয় ৩৬ রানে। এরপর কোনো রান না করেই ফেরেন শান মাসুদ। চাপে পড়া পাকিস্তানের হাল ধরেন অধিনায়ক বাবর আজম। তাকে সঙ্গ দেন শাদাব খান। শাদাব খান ২২ বলে ৩৪ রান করে ফেরেন। তবে এক প্রান্ত আকড়ে রাখেন বাবর। শেষ পর্যন্ত ৫৩ বলে ১১টি চারে ৭৯ রান করে দলকে জয়ের বন্দরে পৌঁছে দেন বাবর।

১০ বয়ল আর ৬ উইকেট হাতে রেখে ৬ উইকেটের জয় পায় পাকিস্তান। নিউজিল্যান্ডের হয়ে দুটি উইকেট নেন ব্লেয়ার টিকনার। আর একটি করে উইকেট নেন ট্রেন্ট বোল্ট এবং টিম সাউদি।

ত্রিদেশীয় সিরিজে নিজেদের দ্বিতীয় ম্যাচে রোববার (৯ অক্টোবর) বাংলাদেশের মুখোমুখি নিউজিল্যান্ড।

বিজ্ঞাপন

সারাবাংলা/এসএস

ত্রিদেশীয় সিরিজ নিউজিল্যান্ড বনাম পাকিস্তান বাবর আজম

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর