Friday 22 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

৩ পরিবর্তন নিয়ে কিউইদের বিপক্ষে ফিল্ডিংয়ে বাংলাদেশ

স্পোর্টস ডেস্ক
১২ অক্টোবর ২০২২ ০৭:৩৪

ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজে নিউজিল্যান্ডের বিপক্ষে দ্বিতীয়বারের মতো মুখোমুখি বাংলাদেশ। প্রথম ম্যাচে ৮ উইকেটে হেরেছিল টাইগাররা। এবার দ্বিতীয় ম্যাচে টস জিতে প্রথমে ফিল্ডিং করবে বাংলাদেশ। টসে জিতে প্রথমে ফিল্ডিংয়ে সিদ্ধান্ত নেন টাইগার অধিনায়ক সাকিব আল হাসান। ম্যাচ শুরু হবে বাংলাদেশ সময় সকাল ৮টায়।

এদিনও বাংলাদেশ দলে এসেছে তিন পরিবর্তন। নিউজিল্যান্ড দলেও এসেছে তিনটি পরিবর্তন। দীর্ঘদিন পর বাংলাদেশ দলে ফিরেছেন সৌম্য সরকার। দল থেকে বাদ পড়েছেন মেহেদি হাসান মিরাজ। এছাড়া তাসকিন আহমেদ এবং হাসান মাহমুদের বদলে দলে ঢুকেছেন মোহাম্মদ সাইফউদ্দিন এবং এবাদত হোসেন।

বিজ্ঞাপন

সিরিজের প্রথম ম্যাচে পাকিস্তানের কাছে ২১ রানে হেরেছিল বাংলাদেশ। পরের ম্যাচে নিউজিল্যান্ডের বিপক্ষে দলে তিন পরিবর্তন এনেও বদলায়নি ফলাফল। এই ম্যাচে বাংলাদেশ হারে ৮ উইকেটে। পাকিস্তানের বিপক্ষে প্রথম ম্যাচে না থাকলেও নিউজিল্যান্ডের বিপক্ষের ম্যাচেই দলে ফেরেন নিয়মিত অধিনায়ক সাকিব আল হাসান।

বাংলাদেশ একাদশ: নাজমুল হোসেন শান্ত, সৌম্য সরকার, লিটন দাস, সাকিব আল হাসান (অধিনায়ক), আফিফ হোসেন ধ্রুব, মোসাদ্দেক হোসেন সৈকত, ইয়াসির আলী, নুরুল হাসান সোহান (উইকেটরক্ষক), মোহাম্মদ সাইফউদ্দিন, এবাদত হোসেন এবং শরিফুল ইসলাম।

নিউজিল্যান্ড একাদশ:  ডেভন কনওয়ে (উইকেটরক্ষক), ফিন অ্যালেন, মার্টিন গাপটিল, গ্লেন ফিলিপস, মার্ক চাপম্যান, জেমস নিশাম, মাইকেল ব্রেসওয়েল, অ্যাডাম মিলনে, ইশ সোধি, টিম সাউদি (অধিনায়ক) এবং ট্রেন্ট বোল্ট।

সারাবাংলা/এসএস

টস ত্রিদেশীয় সিরিজ নিউজিল্যান্ড বনাম বাংলাদেশ

বিজ্ঞাপন

খুলনায় যুবকের পেটে মিলল ইয়াবা
২২ নভেম্বর ২০২৪ ১২:০২

আরো

সম্পর্কিত খবর