Wednesday 02 Apr 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

১১ মাস পর দলে ফেরা সৌম্যর ২৩

স্পোর্টস করেসপন্ডেন্ট
১২ অক্টোবর ২০২২ ১১:১২ | আপডেট: ১২ অক্টোবর ২০২২ ১১:১৫

ব্যর্থতার বৃত্তে আটকে পরা সৌম্য সরকার বাংলাদেশের হয়ে সর্বশেষ আন্তর্জাতিক ম্যাচ খেলেছিলেন ২০২১ সালের নভেম্বরে। প্রায় ১১ মাস পর আবারও দলে ফিরে অবশ্য খুব বেশি কিছু করতে পারেননি। বল হাতে দুই ওভারে ২১ রান খরচ করে উইকেটশূন্য, ব্যাট হাতে ২৩ রান। তবে তার ২৩ রানের ইনিংসটা হালকা স্বস্তি বটে।

একের পর এক বাজে শটে উইকেট বিলিয়ে দিয়ে আসছিলেন সৌম্য। ব্যাটিংয়ে আত্মবিশ্বাস নড়ে গিয়েছিল, ব্যাটে বল নিতে পারছিলেন না। ২০১৪ সালে অভিষেকের পর দুর্দান্ত ক্রিকেট খেলা সৌম্য যেন হারিয়েই গিয়েছিলেন! ঢাকা প্রিমিয়ার লিগে (ডিপিএল) মোহামেডানের একাদশ থেকেও বাদ পড়েছিলেন বাহাতি ব্যাটার।

বিজ্ঞাপন

ঘরোয়া ক্রিকেটে সম্প্রতি খুব ভালো করেছেন তেমনটা কিন্তু নয়। তবে টি-টোয়েন্টিতে তামিম ইকবালহীন বাংলাদেশের টপ অর্ডার ভুগছে অনেকদিন যাবত। সেই কারণেই সৌম্যক দলে ডাকা। চলতি ত্রিদেশীয় সিরিজে অন্যদের ব্যর্থতার মিছিলে আজ সৌম্যকে বাজিয়ে দেখার চেষ্টা করতে চাইল বুঝি টিম ম্যানেজমেন্ট। সৌম্য একেবারেই হতাশ করেননি।

নিউজিল্যান্ডের ব্যাটারদের ব্যাটিং তাণ্ডবের মধ্যে বল হাতে ২ ওভারে ২১ রান দিয়ে উইকেট পাননি। ব্যাট হাতে নেমেছিলেন তিন নম্বরে। প্রথম ৯ বলে করেছিলেন ৭ রান। অষ্টম ওভারে মিসেল ব্রেসওয়েলকে পর পর দুই চার হাঁকিয়ে যেন আত্মবিশ্বাস ফিরে পেলেন।

তারপর স্বচ্ছেন্দেই খেলছিলেন সৌম্য। ১০ম ওভারের শেষ বলে অ্যাডাম মিলনেকে স্কুপ খেলতে গিয়ে ট্রেন্ট বোল্টের হাতে ধরা পড়েছেন সীমানায়। তার আগে ১৭ বল খেলে ২৩ রান করেছেন সৌম্য। তার ইনিংসে চারের মার ৩টি।

বড় নয়, তবে কার্যকারী এই ইনিংসটি হয়তো আত্মবিশ্বাসী করে তুলবে সৌম্যকে।

বিজ্ঞাপন

সারাবাংলা/এসএইচএস

ত্রিদেশীয় সিরিজ ২০২২ সৌম্য সরকার

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর