সৌম্য ৪, শান্ত ১২
১৩ অক্টোবর ২০২২ ০৯:০৮
টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে প্রতিযোগিতাপূর্ণ ম্যাচে শেষবারের মতো পাকিস্তানের বিপক্ষে নিজেদের ঝালিয়ে নিতে মাঠে নেমেছে বাংলাদেশ। টস জিতে ব্যাট করতে নেমে শুরুতে নতুন চমক বাংলাদেশ দলে। উদ্বোধনী জুটিতে ব্যাট হাতে নাজমুল হোসেন শান্তর সঙ্গী দীর্ঘ ১১ মাস পর দলে ডাক পাওয়া সৌম্য সরকার। বাংলাদেশের দুই ওপেনার কেউই ব্যাট হাতে রাঙাতে পারেননি। ব্যর্থ হয়ে ফিরেছেন সৌম্য-শান্ত উভয়ই।
শেষ ম্যাচে বাংলাদেশ একাদশে দুই পরিবর্তন
ত্রিদেশীয় সিরিজে প্রথমবারের মতো নিউজিল্যান্ডের বিপক্ষে প্রথম ম্যাচে সুযোগ দেওয়া হয় নাজমুল হোসেন শান্তকে। আর কিউইদের বিপক্ষে দ্বিতীয় ম্যাচে সুযোগ পান সৌম্য সরকার। শান্ত প্রথম ম্যাচে ২৯ বলে ৩৩ রান করলেও পুরোপুরি ব্যর্থ পরের দুই ম্যাচে। নিউজিল্যান্ডের বিপক্ষে দ্বিতীয় ম্যাচে ১২ বলে ১১ আর পাকিস্তানের বিপক্ষে শেষ ম্যাচে ১৫ বলে মাত্র ১২ রানে ফেরেন তিনি।
অন্যদিকে নিউজিল্যান্ডের বিপক্ষে দ্বিতীয় ম্যাচে তিনে ব্যাট হাতে সুযোগ দেওয়া হয় সৌম্য সরকারকে। ১৭ বলে ২৩ রান করে গতকাল কিছুটা ঝলক দেখান সৌম্য। এরপর পাকিস্তানের বিপক্ষে সুযোগ ছিল ওপেনিংয়ে নিজেকে প্রমাণ করার। কিন্তু এই পজিশনে ফিরেই ব্যাট হাতে ব্যর্থ সৌম্য। ফিরলেন ৪ বলে ৪ রান করে।
ইনিংসের তৃতীয় ওভারে নাসিম শাহর লেগ স্টাম্পের ওপর লেংথ বলটি মিড অন ফিল্ডারের মাথার ওপর দিয়ে খেলতে গিয়ে শাদাব খানের হাতে বল তুলে নেন সৌম্য। এতেই শেষ সৌম্যের ইনিংস।
এইদিকে টানা তিন ম্যাচে ওপেনিংয়ে সুযোগ পাওয়া নাজমুল হোসেন শান্ত পারেননি নিজেকে মেলে ধরতে। প্রথম ম্যাচের ওই ৩৩ রানের ইনিংসটা ছাড়া বাকি দুই ম্যাচেই ব্যাট হাতে অবস্থা তথৈবচ। শুরুতে ধুঁকতে থাকা নাজমুল হোসেন শান্ত মাত্রই নিজেকে খুঁজে পাওয়ার পথে ছিলেন। কিন্তু যখন পুষিয়ে দেওয়ার সময় এলো তখনই বিদায় নিলেন বাঁহাতি এই ওপেনার।
ষষ্ঠ ওভারে আগের বলেই ফাইন লেগ দিয়ে চার মারেন শান্ত। মোহাম্মদ ওয়াসিমের পরের বলটিও সেভাবেই খেলতে যান তিনি। কিন্তু ব্যাটে খেলতে পারেননি। গ্লাভসে লাগা বল সহজে মুঠোয় জমা করেন উইকেটরক্ষক ব্যাটার মোহাম্মদ রিজওয়ান। শান্ত ফেরেন ২ চারে ১৫ বলে ১২ রান করে।
সারাবাংলা/এসএস
ত্রিদেশীয় সিরিজ নাজমুল হোসেন শান্ত বাংলাদেশ বনাম পাকিস্তান সৌম্য সরকার