দুর্দান্ত সাকিবের টানা দ্বিতীয় ফিফটি
১৩ অক্টোবর ২০২২ ০৯:৩৩
আগের ম্যাচে নিউজিল্যান্ডের বিপক্ষে করেছিলেন ৪৪ বলে ৭০ রান। দুর্দান্ত ফর্মে থাকা সাকিব আল হাসান আজ পাকিস্তানের বিপক্ষেও দারুণ এক হাফ সেঞ্চুরি তুলে নিলেন। ৩৪ বলে ৫০ রান পূর্ণ করা সাকিব বাংলাদেশকে এগিয়ে নিচ্ছেন দুর্দান্তভাবে।
ক্রাইস্টচার্চে ত্রিদেশীয় সিরিজে নিজেদের চতুর্থ ম্যাচে পাকিস্তানের বিপক্ষে টস জিতে আজ আগে ব্যাটিং করার সিদ্ধান্ত নিয়েছেন বাংলাদেশি অধিনায়ক সাকিব আল হাসান। ওপেনিংয়ে আরেকবার পরিবর্তন এনে আজ শুরুতে পাঠানো হয়েছিল সৌম্য সরকার ও নাজমুল হোসেন শান্তকে। একজনও সফল হতে পারেননি।
তারপর লিটন দাসকে সঙ্গে নিয়ে দলকে টানতে থাকেন সাকিব। আগের ম্যাচে যেখানে শেষ করেছিলেন আজ যেন সেখান থেকেই শুরু করলেন সাকিব!
প্রথম ৬ বল থেকে নিতে পেরেছেন মাত্র ১ রান। তবে তারপর মোহাম্মদ নাওয়াজকে পর পর দুই বলে একটি চার একটি ছয় হাঁকিয়ে যেন ছন্দ ফিরে পেলেন। তারপর পাকিস্তানি বোলারদের স্রেফ নাচিয়েছেন সাকিব।
৩৪ বলে হাফ সেঞ্চুরি পূর্ণ করা সাকিব এই প্রতিবেদন লেখা পর্যন্ত ৪১ বলে ৬৮ রানে অপরাজিত। ইনিংসে চার মেরেছেন ৭টি, ছক্কা ৩টি। ১৮ ওভার শেষে বাংলাদেশের স্কোর ১৬১/৩।
সারাবাংলা/এসএইচএস