Friday 22 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বার্নাব্যুতে এল ক্লাসিকো জয় রিয়ালের

স্পোর্টস ডেস্ক
১৬ অক্টোবর ২০২২ ২২:১০

এস্তাদিও সান্তিয়াগো বার্নাব্যুতে মৌসুমের প্রথম এল ক্লাসিকোতে বার্সেলোনাকে ৩-১ গোলের ব্যবধানে হারিয়েছে রিয়াল মাদ্রিদ। ক্লাসিকো জিতে স্প্যানিশ লা লিগার শীর্ষে উঠে এসেছে বর্তমান চ্যাম্পিয়নরা।

রিয়াল মাদ্রিদের হয়ে ম্যাচের ১২তম মিনিটে গোল করে লস ব্ল্যাঙ্কোসদের লিড এনে দেন করিম বেনজেমা। এরপর ৩৫তম মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন ফেদেরিখো ভালভার্দে। ম্যাচের শেষ দিকে এসে ফেররান তোরেস এক গোল শোধ করে ম্যাচে ফেরার ইঙ্গিত দিলেও শেষ মিনিটে রদ্রিগো পেনাল্টি থেকে গোল করে রিয়ালের জয় নিশ্চিত করেন।

বিজ্ঞাপন

মৌসুমের প্রথম এল ক্লাসিকোতে সান্তিয়াগো বার্নাব্যুতে বার্সাকে আতিথ্য দেয় রিয়াল। শেষবার এই মাঠে দুই দলের দেখায় রিয়াল মাদ্রিদকে ৪-০ গোলে বিধ্বস্ত করেছিল বার্সা। তবে এবার আর তা হলো না। গোটা ম্যাচে সমানে সমান লড়াই করেও রিয়ালের কাছে ৩-১ ব্যবধানে হেরেছে জাভি হার্নান্দেজের দল।

ম্যাচের ৫৭ শতাংশ বল দখলে রেখে মোট ১৮টি শট নেয় বার্সেলোনা। যার মধ্যে ৭টি ছিল লক্ষ্যে। অন্যদিকে রিয়াল মাদ্রিদের মাত্র ৮টি শটের মধ্যে ৩টি ছিল লক্ষ্যে। যার মধ্যে ছিল পেনাল্টিতে নেওয়া শটটিও।

প্রথম থেকে বল দখলে রেখে দারুণ আক্রমণ করতে থাকা বার্সেলোনাকে ম্যাচের ১২তম মিনিটে করিম বেনজেমার দারুণ এক গোলে লিড নেয় রিয়াল। মধ্যমাঠে বল নিয়ন্ত্রণে রেখে অপেক্ষা করছিলেন টনি ক্রুস, কখন তাকে চ্যালেঞ্জ করতে আসবে বার্সা খেলোয়াড়রা। বল ধরে রাখার পর পেদ্রি এবং সার্জিও বুস্কেটস চ্যালেঞ্জ করেন ক্রুসকে। মাটিতে লুটিয়ে পড়ে ক্রুস তখন বল বাঁ দিকে ভিনিসিয়াসের উদ্দেশ্যে বল বাড়ান। বল পেয়ে দারুণ গতিতে ডি বক্সে ঢুকে পড়েন ভিনিসিয়াস তবে শট নেওয়ার সুযোগ না পেয়ে পেছন দিকে বেনজেমাকে বল পাস দেন। বল পেয়ে ১৫ গজের ভেতর থেকে দারুণ শটে লক্ষ্যভেদ বেনজেমার। রিয়াল মাদ্রিদ এগিয়ে যায় ১-০ গোলে।

বিজ্ঞাপন

এরপর আবারও মধ্যমাঠ দখলে নিয়ে আক্রমণ সাজাতে শুরু করে বার্সা। তবে রিয়ালের রক্ষণভাগ ভাঙতে পারছিল না লেভান্ডোফস্কি, রাফিনহা আর দেম্বেলেরা। বার্সার আক্রমণকে প্রতিহত করতে কিছুটা রক্ষণাত্মক খেলতে থাকে রিয়াল আর অপেক্ষা করতে থাকে প্রতি আক্রমণের। ৩৫তম মিনিটে বার্সার ভুলের দারুণ এক সুযোগ নেয় রিয়াল।

বল মাঠের বাইরে চলে যাচ্ছিল তখন কোনো রকমে তা খেলায় ধরে রাখেন কার্ভাহাল। এরপর বার্সার রক্ষণের মাথার ওপর দিয়ে বল পাঠিয়ে দেন ভিনিসিয়াসের কাছে। আক্রমণে উঠলেও শট নেওয়ার জায়গা করতে না পেরে ফারল্যান্ড মেন্ডিকে বল বাড়ান ভিনিসিয়াস। এরপর ডি বক্সের মুখে থাকা ভালভার্দেকে বল পাস দেন মেন্ডি। ডি বক্সের বাইরে থেকে জোরাল শটে লক্ষ্যভেদ ভালভার্দের। রিয়াল মাদ্রিদ এগিয়ে যায় ২-০ গোলের ব্যবধানে।

প্রথমার্ধে আর কোনো গোল না হওয়ায় রিয়াল ২-০ ব্যবধানে এগিয়ে থেকে বিরতিতে যায়।

দ্বিতীয়ার্ধের শুরুতেই লিড নিয়েছিল রিয়াল। ৫২তম মিনিটে লুকা মদ্রিচের ভাসানো ক্রস ডান দিকে রিসিভ করেন বেনজেমা। এরপর দুই ডিফেন্ডারকে কাটিয়ে দূরপাল্লার শটে লক্ষ্যভেদ করে বুনো উল্লাসে মাতেন বেনজেমা। তবে তার উল্লাস থামান রেফারি, আর জানান দেন গোল করার আগে অফসাইডে ছিলেন এই ফ্রেঞ্চ ফরোয়ার্ড। বাতিল হয়ে যায় গোলটি।

এরপর বার্সেলোনা এক সঙ্গে তিন পরিবর্তন আনে। জাভি হার্নান্দেজ একে একে তুলে নেন রাফিনহা, বালদে এবং সার্জিও বুস্কেটসকে। তাদের বদলি হিসেবে নামান গাভি, ফেররান তোরেস এবং জর্দি আলবাকে। এতেই বাড়ে আক্রমণের ধার। রিয়ালের রক্ষণের বেশ পরীক্ষা নিতে থাকে বার্সা। তবে কিছুতেই মিলছিল না গোলের দেখা। ৭৩ মিনিটে ওসমান দেম্বেলের বদলি হিসেবে মাঠে নামেন আনসু ফাতি।

বার্সেলোনার ১০ নম্বর জার্সিধারী ফাতি মাঠে নেমেই কয়েকটি গোলের সুযোগ তৈরি করে। এর মধ্যে দূরপাল্লার একটি শটে রিয়াল গোলরক্ষক আন্দ্রে লুনিনকে পরাস্ত করলেও বল লক্ষ্যভ্রষ্ট হয়ে বেরিয়ে যায়। তবে দুর্দান্ত আক্রমণের ফলের জন্য বার্সাকে অপেক্ষা করতে হয়নি বেশি সময়। ৮৩তম মিনিটে বাঁ দিক থেকে আনসু ফাতি ডি বক্সের ভেতর দারুণ এক ক্রস দেন সেই ক্রস ধরে ব্যাক ফ্লিপে পাস দেন রবার্ট লেভান্ডোফস্কি। ডি বক্সের ভেতর থাকা ফেররান তোরেস দারুণ শটে লক্ষ্যভেদ করে ব্যবধান ২-১ করেন।

দারুণ গোলে ম্যাচে ফেরানোর ইঙ্গিত দেয় বার্সা। তবে মিনিট ছয়েক পরে ডি বক্সের ভেতর রদ্রিগোকে ফাউল করে বসেন এরিক গার্সিয়া। ভিএআর দেখে রেফারি পেনাল্টির সিদ্ধান্ত দেন। স্পটকিক থেকে ঠান্ডা মাথায় লক্ষ্যভেদ করে রিয়ালকে ৩-১ গোলের জয় এনে দেন রদ্রিগো।

এই জয়ে লা লিগায় ৯ ম্যাচে ৮ জয় আর এক ড্র’তে ২৫ পয়েন্ট নিয়ে এককভাবে শীর্ষে উঠে এসেছে রিয়াল মাদ্রিদ। আর সমান ম্যাচে ৭ জয় ও একটি করে হার এবং ড্রতে ২২ পয়েন্ট নিয়ে দুইয়ে নেমে গেছে বার্সেলোনা। ১৯ পয়েন্ট নিয়ে তিনে আছে অ্যাটলেটিকো মাদ্রিদ, সমান পয়েন্ট নিয়েও চারে আছে রিয়াল সোসিয়েদাদ।

ইউরোপিয়ান ফুটবলের শীর্ষ লিগ ইংলিশ প্রিমিয়ার লিগ (ইপিএল), স্প্যানিশ লা লিগা, ইতালিয়ান সিরি আ’র খেলা এবার একসঙ্গে দেখা যাবে দেশের জনপ্রিয় ওটিটি (ওভার দ্য টপ) প্ল্যাটফর্ম র‍্যাবিটহোলে

সারাবাংলা/এসএস

এল ক্লাসিকো করিম বেনজেমা রিয়াল মাদ্রিদ বনাম বার্সেলোনা লা লিগা স্প্যানিশ লা লিগা

বিজ্ঞাপন

নামেই শুধু চসিকের হাসপাতাল!
২২ নভেম্বর ২০২৪ ২২:০৬

আরো

সম্পর্কিত খবর