বাংলাদেশকে ১৬১ রানের টার্গেট দিল আফগানিস্তান
১৭ অক্টোবর ২০২২ ১৬:০৩
আবারও স্লগ ওভারে খেই হারিয়ে ফেলল বাংলাদেশের বোলিং আক্রমণ। আফগানিস্তানের বিপক্ষে বিশ্বকাপের প্রথম ওয়ার্ম আপ ম্যাচের প্রথম দশ ওভাবে বাংলাদেশের বিপক্ষে ৬৭ রান তুলতে পেরেছিল আফগানরা। কিন্তু পরের দশ ওভারে উঠল ৯৩ রান। সব মিলিয়ে বড় সংগ্রহই পেয়েছে আফগানিস্তান।
বাংলাদেশের বিপক্ষে ওয়ার্মআপ ম্যাচে আগে ব্যাটিং করে নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেট হারিয়ে ১৬০ রান তুলেছেন আফগানরা। ১৭ বলে ১টি চার ৫টি ছক্কায় ৪১ রান তুলে আফগানদের শেষের ঝড়ে নেতৃত্ব দিয়েছেন অধিনায়ক মোহাম্মদ নবি।
ব্রিসবেনের অ্যালান বোর্ডার ফিল্ডে টস জিতে প্রথমে ব্যাটিং করার সিদ্ধান্ত নেন আফগান অধিনায়ক মোহাম্মদ নবি। বোলিং করতে নেমে বাংলাদেশের শুরুটা অবশ্য বেশ ভালোই হয়েছিল। দলীয় ১৯ রানের মাথায় হযরতউল্লাহ জাজাইকে ফেরান তাসকিন আহমেদ।
ইনিংসের নবম ওভারে রহমতউল্লাহ গুলবাজকে ফেরান সাকিব আল হাসান। নাজিবুল্লাহ জাদরানও বেশিদূর এগুতে পারেননি। তবে ইব্রাহিম জাদরান একপ্রান্তে অবিচল ছিলেন। শেষ দিকে অপরপ্রান্তে ঝড় তোলেন নবি। যাতে আফগানদের বড় সংগ্রহ রোখা সম্ভব হয়নি।
বাংলাদেশের সফল বোলার হাসান মাহমুদ। ৪ ওভারে ২৪ রান দিয়ে নিয়েছেন দুটি উইকেট। সাকিবও দুই উইকেট পেলেও ৪ ওভারে খরচ করেছেন ৪৫ রান। মোস্তাফিজুর রহমান ৪ ওভারে ৩১ রান করে উইকেটশূন্য।
সারাবাংলা/এসএইচএস