Tuesday 08 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

এবার পারলো না বাংলাদেশ


২৭ এপ্রিল ২০১৮ ১৮:১৬ | আপডেট: ২৭ এপ্রিল ২০১৮ ১৮:২৯
Sarabangla | Breaking News | Sports | Entertainment

স্টাফ করেসপন্ডেন্ট

ঢাকাঃ স্টেডিয়াম গিজ গিজ করছে দর্শকে। হাতে লাল-সবুজ পতাকা পত পত করে উড়িয়ে যাচ্ছেন সমর্থকরা। ভলিবলে এমন দর্শকের বিস্ফোরণ কখনও দেখেনি বাংলাদেশ! সবাই ‘বাংলাদেশ বাংলাদেশ’ ধ্বনিতে গমগম করে রেখেছে পুরো স্টেডিয়ামকে। বুকে অভিন্ন আশা, শিরোপা ফের ঘরে রেখে দিবে বাংলাদেশ।

তা আর হলো না। তুর্কেমিনিস্তানের সঙ্গে প্রথম সেটে এগিয়ে গিয়েও শিরোপা হাতছাড়া হলো। বঙ্গবন্ধু আন্তর্জাতিক ভলিবল চ্যাম্পিয়নশিপের গতবারের রানার আপ তুর্কেমিনিস্তানের কাছে এবার হেরে দর্শকদের হতাশ করে রানার আপ হলো হরশিত-মিলনরা।

আজ বিকালে মিরপুর সোহরাওয়ার্দী জাতীয় ইনডোর স্টেডিয়ামে  শুরু হওয়া ফাইনাল ম্যাচে  বাংলাদেশ হেরেছে ৩-১ সেট ব্যবধানে।

বিজ্ঞাপন

সব সকাল যে দিনের পূর্বাভাস দেয় না তার নিষ্ঠুর উদাহরণ আজকের ম্যাচ। প্রথম সেট জিতে এগিয়ে গিয়েছিল আলিপো আরিজোর শিষ্যরা। প্রথম সেটের বাংলাদেশকে আর খুঁজে পাওয়াও গেলো না পরের সেট গুলোতে। উত্তেজনায় বাংলাদেশ ভলিবল ফেডারেশনের সভাপতি আতিকুল ইসলামও মাঠে চলে আসতে চাচ্ছিলেন। মাঠে বাংলাদেশের ঐতিহাসিক জয়ে সাক্ষী হতে এসেছিলেন দেশের সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের ও বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন।

তাতেও লাভ হলো না। আনন্দের রেশ রূপ নিলো বিদায়ের করুণ সুরে। পরের টানা তিন সেট হেরে গেলো বাংলাদেশ।

সারাবাংলা/জেএইচ

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর