Tuesday 03 Dec 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

মাঠে ফিরেই মুশফিকের সেঞ্চুরি

স্পোর্টস করেসপন্ডেন্ট
১৮ অক্টোবর ২০২২ ১৯:০১ | আপডেট: ১৮ অক্টোবর ২০২২ ১৯:০৮

দেড় মাসের বেশি সময় ধরে মাঠের বাইরে ছিলেন মুশফিকুর রহিম। গত মাসে আন্তর্জাতিক টি-টোয়েন্টি থেকে অবসরের ঘোষণা দিয়েছেন। ১৭ সেপ্টেম্বর অনুশীলনের সময় হাঁটুর চোটে পড়েছিলেন। তবে চোট কাটিয়ে মাঠে ফিরেই সেঞ্চুরি তুলে নিলেন অভিজ্ঞ ক্রিকেটার। জাতীয় ক্রিকেট লিগের ম্যাচে ঢাকা মহানগরের বিপক্ষে রাজশাহী বিভাগের হয়ে আজ দারুণ এক সেঞ্চুরি করেছেন মুশি।

চোটের কারণে জাতীয় লিগের প্রথম ম্যাচটা খেলতে পারেননি। রাজশাহী প্রথম ম্যাচে ড্র করেছিল। মুশফিকের সেঞ্চুরিতে দ্বিতীয় ম্যাচে এখন পর্যন্ত এগিয়ে রাজশাহী।

বিজ্ঞাপন

চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে আগের দিন ১৩৪ রানে গুটিয়ে গিয়েছিল আগে ব্যাটিং করতে নামা ঢাকা মহানগর। দিনের খেলা শেষ হওয়ার আগে দুই উইকেট হারিয়েছিল রাজশাহীও। আজ ৮৯ রানের মাথায় তৃতীয় উইকেট হারালে ক্রিজে নামেন মুশফিক। দিনের বাকি সময়ে অভিজ্ঞ ক্রিকেটারকে আর ফেরাতেই পারেনি ঢাকা মহানগরের বোলাররা।

অনেকদিন পর ব্যাটিং করতে নামা মুশফিক উইকেটে স্রেফ পরে থাকতে চেয়েছেন। ফিফটি পূর্ণ করেছেন ৯৮ বলে। ফিফটি থেকে সেঞ্চুরি পর্যন্ত পৌছাতে খেলেছেন আরও বেশি বল। ২২৮ বলে তিন অঙ্কের ঘরে পৌঁছান ৩৫ বছর বয়সী ক্রিকেটার।

দিন শেষে ২৪২ বল খেলে ১০৮ রানে অপরাজিত মুশফিক। ইনিংসে চার মেরেছেন মাত্র ৬টি, ছক্কা নেই। রাজশাহীর হয়ে প্রিতম কুমার ১০৬ বল খেলে ৭টি চারে ৫১ রান করেছেন। ১০৩ বলে ৭ চারে ৫৮ রান করে মুশফিকের সঙ্গে অপরজিত থেকে দিন শেষে করেছেন ফরহাদ রেজা।

ঢাকা মহানগরের হয়ে আসাদুল্লাহ গালিব ৫৪ রানে দুটি উইকেট নিয়েছেন।

সারাবাংলা/এসএইচএস

জাতীয় ক্রিকেট লিগ মুশফিকুর রহিম

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর