বৃষ্টিতে ভেসে গেল বাংলাদেশের প্রস্তুতি ম্যাচ
১৯ অক্টোবর ২০২২ ১৫:০৪
বিশ্বকাপের প্রস্তুতিটা ভালো হলো না বাংলাদেশ ক্রিকেট দলের। প্রথম প্রস্তুতি ম্যাচে আফগানিস্তানের বিপক্ষে স্রেফ উড়ে গেছে সাকিব আল হাসানের দল। আজ দ্বিতীয় প্রস্তুতি ম্যাচটা মাঠেই গড়ালো না। বৃষ্টির কারণে দক্ষিণ আফ্রিকা-বাংলাদেশের মধ্যকার প্রস্তুতি ম্যাচটি পরিত্যক্ত হয়েছে।
বুধবার (১৯ অক্টোবর) প্রোটিয়াদের বিপক্ষে বাংলাদেশের প্রস্তুতি ম্যাচটা হওয়ার কথা ছিল ব্রিসবেনের অ্যালান বোর্ডার ফিল্ডে। ব্রিসবেনের আকাশে বৃষ্টি ছিল আগের দিন থেকেই। ম্যাচের সময়ও যেটা অব্যাহত থাকল বলে টস করতেই মাঠে নামতে পারেননি দুই দলের অধিনায়ক। বৃষ্টি এতটাই ছিল যে কাভারই সরানো সম্ভব হয়নি।
আফগানিস্তানের বিপক্ষে প্রথম প্রস্তুতি ম্যাচটা ৬২ রানে হেরেছিল বাংলাদেশ। প্রস্তুতি ঘাটতি নিয়ে বিশ্বকাপে সাকিব আল হাসানের দল নিজেদের প্রথম ম্যাচ খেলতে নামবে আগামী ২৪ অক্টোবর।
বাংলাদেশের প্রথম ম্যাচের প্রতিপক্ষ এখনো ঠিক হয়নি। প্রথম রাউন্ডে ‘এ’ গ্রুপের রানার্সআপ দলের সঙ্গে নিজেদের প্রথম ম্যাচটা খেলবে সুপার টুয়েলভের ‘বি’ গ্রুপে থাকা বাংলাদেশ। ‘বি’ গ্রুপের অপর তিন দল ভারত, দক্ষিণ আফ্রিকা ও পাকিস্তান।
টি-টোয়েন্টি বিশ্বকাপের সব ম্যাচ সরাসরি সম্প্রচার করছে দেশের জনপ্রিয় স্যাটেলাইট টেলিভিশন জিটিভি। এছাড়া খেলা এবার একসঙ্গে দেখা যাবে দেশের জনপ্রিয় ওটিটি (ওভার দ্য টপ) প্ল্যাটফর্ম র্যাবিটহোলে।
সারাবাংলা/এসএইচএস