Friday 22 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বিশ্বকাপ জমিয়ে তুলল ওয়েস্ট ইন্ডিজ

স্পোর্টস করেসপন্ডেন্ট
১৯ অক্টোবর ২০২২ ১৮:২৯

ওয়েস্ট ইন্ডিজের ১৫৩ রানের জবাব দিতে নেমে জিম্বাবুয়ের শুরুটা হলো দুর্দান্ত। প্রথম দুই ওভারে ২৯ রানে তুলে ফেলেন জিম্বাবুয়ের দুই ওপেনার। ম্যাচটা জিম্বাবুয়ে জিতে গেলে আফ্রিকান দলটির বিশ্বকাপের মূল পর্বে টিকিট অনেকটাই নিশ্চিত হয়ে যেতো। অপর দিকে বিদায় নিশ্চিত হতো টুর্নামেন্টের সবচেয়ে সফল দল ওয়েস্ট ইন্ডিজের। কিন্তু ক্যারিবিয়ান বোলাররা পরে ঘুরে দাঁড়ালেন দুর্দান্তভাবে।

তৃতীয় ওভারেই জিম্বাবুয়ের ওপেনিং জুটি ভাঙেন আলজরি জোসেফ। জোসেফই পরে ধসিয়ে দিয়েছেন জিম্বাবুয়েকে। ওপেনিং জুটি ভাঙার পরে আসা-যাওয়ার মিছিলে নামলেন জিম্বাবুয়ান ব্যাটাররা। শেষ পর্যন্ত ১২২ রানে গুটিয়ে গিয়ে ৩১ রানে ম্যাচ হেরেছে জিম্বাবুয়ে।

বিজ্ঞাপন

এই হারে জমে উঠল বিশ্বকাপের প্রথম রাউন্ডের ‘বি’ গ্রুপের সমীকরণ। দুটি করে ম্যাচ খেলে একটি করে জয় পাওয়া চার দলেরই পয়েন্ট সমান ২। রান রেটে এগিয়ে থেকে সবার ওপরে আছে স্কটল্যান্ড। জিম্বাবুয়ে আছে দ্বিতীয় স্থানে। ওয়েস্ট ইন্ডিজ তৃতীয় ও আয়ারল্যান্ড আছে চতুর্থ স্থানে। এর ফলে শেষ ম্যাচেই নির্ধারণ হবে সব দলের ভাগ্য। শেষ ম্যাচে যে দুটি দল জিততে সুপার টুয়েলভে যাবে সেই দুটি দলই।

বুধবার (১৯ অক্টোবর) হোবার্টে দলীয় ২০ রানের মাথায় রেগিস চাকাভা ৯ বলে ১৩ রান করে ফিরলে চালিয়ে খেলা অব্যাহত রেখেছিলেন ওয়েসলে মাদভেরে। কিন্তু খানিক বাদে আবারও আলজারি জোসেফের আঘাত। টনি মুনিওঙ্গাকে ফেরান ক্যারিবিয়ান পেসার।

জোসেফের সঙ্গে অন্যরাও যোগ দিয়ে ১৭ রানের ব্যবধানে চার উইকেট তুলে নিয়ে সেখানেই জিম্বাবুয়ের কোমড়টা ভেঙে দেয় ওয়েস্ট ইন্ডিজ। ৬৪ রানের মাথায় পঞ্চম উইকেট হারিয়ে বসে জিম্বাবুয়ে। এরপর লোয়ার অর্ডারে তেমন কেউ দাঁড়াতে পারেনি। লুক জংয়ে ২২ বলে ২৯ রান করে দলের হারের ব্যবধানটাই কেমন কমাতে পেরেছেন।

বিজ্ঞাপন

১৮.২ ওভারে ১২২ রানে গুটিয়ে যায় জিম্বাবুয়ে। ওয়েস্ট ইন্ডিজের হয়ে ৪ ওভারে ১৬ রান দিয়ে চারটি উইকেট তুলে নেন  আলজারি জোসেফ।

এর আগে জনসন চার্লস ও রভম্যান পাওয়েলের ব্যাটে চড়ে নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেট হারিয়ে ১৫৩ রান তোলে ওয়েস্ট ইন্ডিজ। ওপেনিংয়ে নেমে ৩৬ বলে ৩টি চার ২টি ছয়ে সর্বোচ্চ ৪৫ রান করেন চার্লস। পাওয়েল ২১ বলে ১টি চার ২টি ছয়ে ২৮ রান করেন। শেষ দিকে আকেল হোসেন ১৮ বলে ২৩ রান করেন। জিম্বাবুয়ের হয়ে সিকান্দার রাজা ৪ ওভারে ১৯ রান খরচায় তিন উইকেট নিয়েছেন।

টি-টোয়েন্টি বিশ্বকাপের সব ম্যাচ সরাসরি সম্প্রচার করছে দেশের জনপ্রিয় স্যাটেলাইট টেলিভিশন জিটিভি। এছাড়া খেলা এবার একসঙ্গে দেখা যাবে দেশের জনপ্রিয় ওটিটি (ওভার দ্য টপ) প্ল্যাটফর্ম র‍্যাবিটহোলে

সারাবাংলা/এসএইচএস

আলজারি জোসেফ টি-টোয়েন্টি বিশ্বকাপ ২০২২ সিকান্দার রাজা

বিজ্ঞাপন

খুলনায় যুবকের পেটে মিলল ইয়াবা
২২ নভেম্বর ২০২৪ ১২:০২

আরো

সম্পর্কিত খবর