Sunday 08 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ডিসেম্বরে বাংলাদেশে আসবে ভারত

স্পোর্টস করেসপন্ডেন্ট
২০ অক্টোবর ২০২২ ১৪:০৪

বাংলাদেশ-ভারত আসন্ন সিরিজের দিনক্ষণ চূড়ান্ত হয়েছে। আগামী ডিসেম্বরের প্রথম দিন বাংলাদেশে পা রাখবে ভারতীয় ক্রিকেট দল। তিনটি ওয়ানডে ও দুটি টেস্ট ম্যাচের সিরিজ শুরু হবে ওয়ানডে ম্যাচ দিয়ে।

বৃহস্পতিবার (২০ অক্টোবর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। ঢাকা এবং চট্টগ্রাম এই দুই ভেন্যুতে অনুষ্ঠিত হবে সিরিজের মোট পাঁচ ম্যাচ। ৪, ৭ ও ১০ তারিখে মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে ওয়ানডে সিরিজের তিনটি ম্যাচ।

চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে ১৪ ডিসেম্বর থেকে শুরু হবে প্রথম টেস্ট। ২২ ডিসেম্বর মিরপুরের শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে শুরু হবে দ্বিতীয় টেস্ট।

টেস্ট সিরিজের দুটি ম্যাচ আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের অংশ। তবে ওয়ানডে সিরিজের তিন ম্যাচ আইসিসি ওয়ানডে সুপার লিগের অংশ নয়। ফলে এই সিরিজের জন্য ভারত দ্বিতীয় সারির দল পাঠালেও তাতে আশ্চর্য হওয়ার কিছু থাকবে না।

২০১৫ সালে সর্বশেষ বাংলাদেশ সফর করেছিল ভারত। দীর্ঘদিন পর বাংলাদেশ সফরে আসছে ভারতীয় দল। তাতে বিসিসিআইকে ধন্যবাদ দিয়েছেন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন।

বিজ্ঞপ্তিতে পাপন বলেছেন, ‘সম্প্রতি বাংলাদেশ-ভারত ম্যাচগুলো দারুণ লড়াইয়ের জন্ম দিয়েছে। দুই দেশের সমর্থকেরাই এই স্মরণীয় সিরিজের জন্য মুখিয়ে আছে। আমি ভারতীয় ক্রিকেট বোর্ডকে বিসিবির সঙ্গে সিরিজের সূচি নির্ধারণ নিয়ে কাজ করার জন্য ধন্যবাদ জানাতে চাই। আমরা ভারতকে বাংলাদেশে স্বাগত জানানোর অপেক্ষায় আছি।’

বিজ্ঞপ্তিতে ভারতীয় ক্রিকেট বোর্ড বিসিসিআইয়ের সেক্রেটারি জয় শাহ দুই দেশের মাঠের লড়াই সমর্থকদের মধ্যে তুমুল আগ্রহের সৃষ্টি করে সে কথা তুলে ধরেছেন। তিনি বলেন, ‘আমি সিরিজটি নিয়ে বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে অভিনন্দন জানাই। বাংলাদেশ-ভারত প্রতিযোগিতা দুই দেশের সমর্থকদের মধ্যে তুমুল আগ্রহ জাগায়। আমরা জানি, বাংলাদেশি সমর্থকেরা কতটা আবেগপ্রবণ। আশা করি, দুই দলের সাদা ও লাল বলের খেলায় দারুণ প্রতিদ্বন্দ্বিতা দেখা যাবে।’

টেস্ট সিরিজটি টেস্ট চ্যাম্পিয়নশিপের অংশ বলে এই সিরিজ প্রতিদ্বন্দ্বীতামূলক হবে প্রত্যাশা জয় শাহর, ‘টেস্ট চ্যাম্পিয়নশিপের গুরুত্বপূর্ণ পয়েন্টের ব্যাপার আছে এই সিরিজে। দুই দলই দুই টেস্ট ম্যাচের সিরিজটি জয়ের জন্য লড়বে।’

টি-টোয়েন্টি বিশ্বকাপের সব ম্যাচ সরাসরি সম্প্রচার করছে দেশের জনপ্রিয় স্যাটেলাইট টেলিভিশন জিটিভি। এছাড়া খেলা এবার একসঙ্গে দেখা যাবে দেশের জনপ্রিয় ওটিটি (ওভার দ্য টপ) প্ল্যাটফর্ম র‍্যাবিটহোলে

সারাবাংলা/এসএইচএস

টপ নিউজ বাংলাদেশ-ভারত সিরিজ বিসিবি বিসিসিআই


বিজ্ঞাপন
সর্বশেষ
সম্পর্কিত খবর