Saturday 26 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

নামিবিয়ার স্বপ্নভঙ্গ, বাংলাদেশকে সহজ প্রতিপক্ষ পাইয়ে দিল আমিরাত

স্পোর্টস করেসপন্ডেন্ট
২০ অক্টোবর ২০২২ ১৭:৫৩ | আপডেট: ২২ অক্টোবর ২০২২ ১৬:১৩

সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে জিতলেই টি-টোয়েন্টি বিশ্বকাপে স্বপ্নের সুপার টুয়েলভ নিশ্চিত হতো নামিবিয়ার। আমিরাতকে ১৪৮ রানে আটকে রেখে প্রাথমিক কাজটাও এগিয়ে রেখেছিল দলটি। যে দল শ্রীলংকার বিপক্ষে ১৬৩ রান তুলতে পারে তাদের জন্য আমিরাতের বিপক্ষে ১৪৮ নিশ্চয় অসম্ভব ছিল না। তবে কাছে গেলেও শেষ পর্যন্ত পারল না নামিবিয়া।

১৪১ রানে গুটিয়ে গিয়ে ৭ রানে ম্যাচ হেরেছে দলটি। এই হারে টানা দ্বিতীয়বার টি-টোয়েন্টি বিশ্বকাপের সুপার টুয়েলভ খেলার স্বপ্ন ভেঙে গেল খর্ব শক্তির দলটির। নামিবিয়ার হারে ‘এ’ গ্রুপের দ্বিতীয় দল হিসেবে সুপার টুয়েলভ নিশ্চিত হয়েছে নেদারল্যান্ডসের।

বিজ্ঞাপন

বাংলাদেশও বিশ্বকাপে তাদের প্রথম ম্যাচের প্রতিপক্ষ পেয়ে গেল। সূচি অনুযায়ী প্রথম পর্বের ‘এ’ গ্রুপের রানার্সআপ দলের সঙ্গে বিশ্বকাপের প্রথম ম্যাচ খেলার কথা বাংলাদেশের। আজ নিশ্চিত হলো ‘এ’ গ্রুপের রানার্সআপ দলটি হলো নেদারল্যান্ডস। গ্রুপের অপর দল শ্রীলংকাকে এড়ানো গেল, এটা নিশ্চয় বাংলাদেশের জন্য স্বস্তির।

বৃহস্পতিবার (২০ অক্টোবর) জিলংয়ে ভাগ্য নির্ধারনি ম্যাচে ১৪৮ রানের জবাব দিতে নেমে শুরুটা ভালো হয়নি নামিবিয়ার। শুরু থেকেই নিয়মিত বিরতিতে উইকেট হারানো দলটি ১৩তম ওভারের প্রথম বলে হারিয়ে ফেলে সপ্তম উইকেট, দলের রান তখন ৬৯।

সেখান থেকে ঘুরে দাঁড়াতে হলে দুর্দান্ত কিছুই করতে হতো। ডেভিড ভিসে সেই দায়িত্ব নিয়েছিলেনও। তবে শেষের হিসেবটা মিলাতে পারেননি। রুবেন ট্রাম্পেলম্যানকে সঙ্গে নিয়ে অষ্টম উইকেট জুটিতে তোলেন ৬৮ রান। জয়ের জন্য শেষ তিন বলে প্রয়োজন ছিল ১০ রান। আরব আমিরাতের অনিয়মিত বোলার মোহাম্মদ ওয়াসিমকে উড়িয়ে মেরেছিলেন লং অন দিয়ে। বল সীমানা ছেড়ে গেলে নামিবিয়ার স্বপ্নও হয়তো সীমানা ছেড়ে গিয়ে ঠেকতো সুপার টুয়েলভে।

কিন্তু বাউন্ডারি লাইনে দুর্দান্ত এক ক্যাচ নিয়ে সেই স্বপ্নের লাগাম টেনে ধরেন আলিশান শারাফু। বাকি দুই বলে তিন রানের বেশি তুলতে পারেনি নামিবিয়া। ৩টি করে চার-ছয়ে ৩৬ বলে ৫৫ রান করেন ভিসে। নামিবিয়া থেমে যায় ১৪১ রানে। আমিরাতের হয়ে দুটি করে উইকেট নিয়েছেন বাসিল হামিদ ও জাহর খান।

এর আগে গোছালো ব্যাটিংয়ে ১৪৮ রান তুলেছে আরব আমিরাত। দুই ওপেনার মোহাম্মদ ওয়াসিম ও বৃত্ত আরবিন্দ শুরুটা করেছিলেন ধীরগতির। প্রথম ৮ ওভারে দুজন তোলেন ৩৯ রান। দলীয় ১০০ রান পূর্ণ হয়েছে ১৫.৩ ওভারে। তবে শেষ দিকে ঝড় তুলতে পেরেছিলেন অধিনায়ক রিজওয়ান ও বাসিল হামিদ।

রিজওয়ান ২৯ বলে ৩টি চার ১টি ছয়ে শেষ পর্যন্ত ৪৩ রানে অপরাজিত ছিলেন। বাসিল ১৪ বলে দুটি করে চার ছয়ে করেন অপরাজিত ২৫ রান।

টি-টোয়েন্টি বিশ্বকাপের সব ম্যাচ সরাসরি সম্প্রচার করছে দেশের জনপ্রিয় স্যাটেলাইট টেলিভিশন জিটিভি। এছাড়া খেলা এবার একসঙ্গে দেখা যাবে দেশের জনপ্রিয় ওটিটি (ওভার দ্য টপ) প্ল্যাটফর্ম র‍্যাবিটহোলে

সারাবাংলা/এসএইচএস

টি-টোয়েন্টি বিশ্বকাপ ২০২২

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর