দুই ওপেনারের ঝড়ে নিউজিল্যান্ডের ২০০
২২ অক্টোবর ২০২২ ১৪:৫২
শুরুতেই ঝড় তুলেছিলেন ফিন অ্যালন। অল্পের জন্য সেঞ্চুরি না পাওয়া অপর ওপেনার ডেভন কনওয়ের আক্রমণাত্মক ব্যাটিং অব্যাহত থাকল পুরো ইনিংস জুড়েই। শেষ দিকে ঝড় তুললেন জেমি নিশাম। সব মিলিয়ে অস্ট্রেলিয়ার বিপক্ষে বড় স্কোর পেয়েছৈ নিউজিল্যান্ড। বিশ্বকাপের সুপার টুয়েলভের প্রথম ম্যাচে অস্ট্রেলিয়ার বিপক্ষে আগে ব্যাট করতে নেমে ঠিক ২০০ রান তুলেছে নিউজিল্যান্ড।
অভিজ্ঞ মার্টিন গাপটিলকে বসিয়ে তরুণ ফিন অ্যালনকে ওপেনিংয়ে পাঠিয়েছিল নিউজিল্যান্ড। গাপটিলের মতো একজনকে বসিয়ে অন্য একজনকে খেলানোর সিদ্ধান্ত নিশ্চয় সহজ নয়। তবে বাজি কাজে লাগল দুর্দান্তভাবে। শুরু থেকেই অজি পেসারদের স্রেফ কচুকাটা করেছেন অ্যালন। শুরুতে ঝড় তুলে নিউজিল্যান্ডের ইনিংসটা গতিশীল করে দিয়েছিলেন, সেই গতির ওপর দাঁড়িয়েই বড় স্কোর পেয়েছেন কিউইরা।
শনিবার (২২ অক্টোবর) সিডনি ক্রিকেট গ্রাউন্ডে টস জিতে প্রথমে বোলিং করার সিদ্ধান্ত নেন স্বাগতিক অস্ট্রেলিয়ার অধিনায়ক অ্যারন ফিঞ্চ। অস্ট্রেলিয়ার একাদশে মিচেল স্টার্ক, জস হ্যাজেলউড, প্যাট কামিন্সের মতো তিন পেসার। ফলে সকালের উইকেটে আগে বোলিং করার নিশ্চয় আদর্শ হবে, এমনটা সবারই ভাবার কথা। কিন্তু ফিন অ্যালন ওলট-পালট করে দিলেন যেন সব কিছু।
কনওয়ে একপ্রান্ত ধরে রয়েসয়েই এগুচ্ছিলেন, আর অপরপ্রান্তে অ্যালন রীতিমতো ঝড় তুলেছেন। দুজনের ওপেনিং জুটিতে ২৫ বলে উঠেছে ৫৬ রান। তার মধ্যে অ্যালন একাই করেছেন ১৬ বলে ৪২। জস হ্যাজেলউডের ইয়র্কারে বোল্ড হওয়ার আগে চার মেরেছেন ৫টি, ছক্কা ৩টি।
অ্যালন ফেরার পর মাঝের ওভারগুলোতে সেভাবে রান তুলতে পারেননি তিনে নামা কেন উইলিয়ামসন ও চারে নামা গ্লেন ফিলিপস। তবে কনওয়ে তারপর দায়িত্ব নেন রানের গতি বাড়ার। স্পিন-পেসের বিপক্ষে সমান তালে রান তোলা কনওয়ে সেঞ্চুরিটাও পেতে পারতেন।
কিন্তু শেষ দিকে জেমি নিশাম এমন ঝড় তুললেন যে পর্যাপ্ত বল খেলার সুযোগই হলো না। শেষ ওভারে মাত্র ১ বল খেলার সুযোগ পাওয়া কনওয়ে শেষ পর্যন্ত অপরাজিত থাকেন ৯২ রানে। ৫৮ বল খেলে ৭টি চার ২টি ছয়ে করেছেন এই রান। নিশাম ১৩ বলে ২ ছয়ে করেন অপরাজিত ২৬ রান। অস্ট্রেলিয়ার হয়ে ৪১ রানে দুই উইকেট নিয়েছেন হ্যাজেলউড।
টি-টোয়েন্টি বিশ্বকাপের সব ম্যাচ সরাসরি সম্প্রচার করছে দেশের জনপ্রিয় স্যাটেলাইট টেলিভিশন জিটিভি। এছাড়া খেলা এবার একসঙ্গে দেখা যাবে দেশের জনপ্রিয় ওটিটি (ওভার দ্য টপ) প্ল্যাটফর্ম র্যাবিটহোলে।
সারাবাংলা/এসএইচএস