Wednesday 11 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

পাকিস্তানে খেলতে যাওয়া প্রসঙ্গে যা বললেন রোহিত

স্পোর্টস করেসপন্ডেন্ট
২২ অক্টোবর ২০২২ ২০:২৪

কাল টি-টোয়েন্টি বিশ্বকাপের সুপার টুয়েলভের ম্যাচে মুখোমুখি হবে ভারত-পাকিস্তান। মাঠের লড়াই শুরুর আগে দুই দলের মাঠের বাইরের লড়াই চলছে জমজমাট। মাঠের বাইরের লড়াইয়ের কারণ ২০২৩ সালের এশিয়া কাপ। আইসিসির সূচি অনুযায়ী ২০২৩ সালের এশিয়া কাপ অনুষ্ঠিত হওয়ার কথা পাকিস্তানে। গত মঙ্গলবার বোর্ড সভা শেষে ভারতীয় ক্রিকেট বোর্ড-বিসিসিআইয়ের সচিব জয় শাহ মন্তব্য করেছেন পাকিস্তানে এশিয়া কাপ খেলতে যাবে না ভারত। নিরপেক্ষ ভেন্যুতে এশিয়া কাপ আয়োজনের প্রস্তাবও দিয়েছেন তিনি। তাতে যেন তেলেবেগুনে জ্বলে উঠেছে পাকিস্তান! পরের বছর ভারতে অনুষ্ঠিত হতে যাওয়া ওয়ানডে বিশ্বকাপ খেলতে না যাওয়ার হুমকিও দিয়েছে পাকিস্তান। এসব আলোচনা গিয়ে ঠেকেছে মাঠের ক্রিকেটেও।

টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে ভারত-পাকিস্তান দুই দলই এখন অস্ট্রেলিয়ায়। সেখানেও এই আলোচনা। পাকিস্তানের সাবেক ক্রিকেটার কামরান আকমল দাবিই তুলেছিলেন, আগামীকাল অনুষ্ঠিত হতে যাওয়া ভারতের বিপক্ষে চলতি বিশ্বকাপের ম্যাচটা বয়কট করুক পাকিস্তান। শহিদ আফ্রিদি, ওয়াকার ইউনুস, ইউনুস খানের মতো সাবেক পাকিস্তানি তারকারা বিসিসিআইয়ের ওই বক্তব্যের সমালোচনা করেছেন। বিষয়টি নিয়ে এবার প্রশ্ন ছুটে গেল ভারতীয় অধিনায়ক রোহিত শর্মার দিকে। রোহিত অবশ্য সরাসরি কিছু না বলে পাশ কাটাতেই চাইলেন।

কাল মেলবোর্নে পাকিস্তানের মুখোমুখি হবে ভারত। তার আগে রোহিত শর্মা আনুষ্ঠানিক সংবাদ সম্মেলনে হাজির হলে প্রশ্ন ছুটে গেল, পাকিস্তানে এশিয়া কাপ খেলতে যাওয়ার বিষয়ে ভারতীয় ক্রিকেটাররা কী ভাবছেন?

কূটনৈতিক ভাষায় রোহিতের উত্তর, ‘আমার মনোযোগ টি–টোয়েন্টি বিশ্বকাপে। কারণ, এটাই আমাদের জন্য গুরুত্বপূর্ণ। ভবিষ্যতে কী ঘটবে, তা নিয়ে আমরা চিন্তা করছি না। এ নিয়ে আমার ভাবাভাবির কিছু নাই। সিদ্ধান্ত নেবে বিসিসিআই। আমরা শুধু আগামীকালের ম্যাচ নিয়ে ভাবছি।’

তিন মাসেরও কম সময়ের ব্যবধানে ভারত-পাকিস্তানের মধ্যে এটা হতে যাচ্ছে তৃতীয় ম্যাচ। গত এশিয়া কাপে দুবার একে অপরের বিপক্ষে খেলেছে চিরপ্রতিদ্বন্দ্বী দুই দল। দুই ম্যাচের একটি জিতেছে ভারত, অপরটি পাকিস্তান।

আগামীকালের ম্যাচে কারা ফেভারিট? এমন প্রশ্নে রোহিত শর্মা বলেন, ‘ফেবারিট, আন্ডারডগ—এসব শব্দে আমি বিশ্বাস করি না। খেলার দিন মানসিকতা ঠিক রেখে যদি মাঠে না যান, তাহলে আপনি ভালো করতে পারবেন না। আমি বলব, পরিকল্পনার বাস্তবায়ন নিয়ে কথা বলতে হবে আমাদের। দুই দলের জন্যই ব্যাটিং–বোলিং দুটিই গুরুত্বপূর্ণ। এমনকি ফিল্ডিংয়ের কথাও ভুলে যাওয়া চলবে না।’

টি-টোয়েন্টি বিশ্বকাপের সব ম্যাচ সরাসরি সম্প্রচার করছে দেশের জনপ্রিয় স্যাটেলাইট টেলিভিশন জিটিভি। এছাড়া খেলা এবার একসঙ্গে দেখা যাবে দেশের জনপ্রিয় ওটিটি (ওভার দ্য টপ) প্ল্যাটফর্ম র‍্যাবিটহোলে

সারাবাংলা/এসএইচএস

টি-টোয়েন্টি বিশ্বকাপ ২০২২ রোহিত শর্মা


বিজ্ঞাপন
সর্বশেষ
সম্পর্কিত খবর