Sunday 29 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সাকিব বললেন ‘ওসব মিডিয়ার সৃষ্টি’

স্পোর্টস করেসপন্ডেন্ট
২৩ অক্টোবর ২০২২ ১৯:১৯

টি-টোয়েন্টি বিশ্বকাপের সুপার টুয়েলভে গ্রুপ ভাগাভাগিতে বাংলাদেশ নিজেদের গ্রুপকে তুলনামূলক স্বস্তির দাবি করতেই পারে। অস্ট্রেলিয়ার কন্ডিশনে অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, ইংল্যান্ডের মতো দলগুলোকে এড়িয়ে ভারত, পাকিস্তান, দক্ষিণ আফ্রিকার গ্রুপে পড়েছিল বাংলাদেশ। প্রথম পর্ব পেরিয়ে পরে বাংলাদেশের গ্রুপে যুক্ত হওয়ার সম্ভবনা ছিল ওয়েস্ট ইন্ডিজ, শ্রীলংকার। কিন্তু শেষ পর্যন্ত সেটাও হয়নি। ওয়েস্ট ইন্ডিজ, শ্রীলংকা নয়, প্রথম পর্ব পেরিয়ে বাংলাদেশের গ্রুপে যুক্ত হয়েছে নেদারল্যান্ডস ও জিম্বাবুয়ে।

বিজ্ঞাপন

শক্তির বিচারে ওয়েস্ট ইন্ডিজ, শ্রীলংকার চেয়ে জিম্বাবুয়ে, নেদারল্যান্ডস যে অনেকটা পিছিয়ে সেটা অস্বীকার করবেন না হয়তো কেউই। বাংলাদেশের জন্য ‘স্বস্তির’ বিষয়টা নিয়ে কদিন ধরেই কথা হচ্ছিল। এদিকে সাকিব আল হাসান বলছেন এসব মিডিয়ার সৃষ্টি!

প্রথম পর্বের ‘এ’ গ্রুপে খেলেছে শ্রীলংকা আর ‘বি’ গ্রুপে ওয়েস্ট ইন্ডিজ। শ্রীলংকা নিজেদের প্রথম ম্যাচেই খর্বশক্তির নামিবিয়ার বিপক্ষে বড় ব্যবধানে হেরে যায়। ফলে লংকানদের গ্রুপের রানার্সআপ হওয়ার সম্ভবনা তৈরি হয় ভালোভাবেই। আর সেটি হলেই সুপার টুয়েলভে লংকানরা চলে যেতেন বাংলাদেশের গ্রুপে। কিন্তু শেষ পর্যন্ত তেমনটা হয়নি। শ্রীলংকা গ্রুপ চ্যাম্পিয়ন হয়েই পরবর্তী রাউন্ড নিশ্চিত করেছে বলে তারা চলে গেছে ভিন্ন গ্রুপে।

অপর দিকে দলীয় সামর্থের দিক বিবেচনা করে ‘বি’ গ্রুপের চ্যাম্পিয়ন হওয়ার কথা ওয়েস্ট ইন্ডিজের। তেমনটা হলে ক্যারিবিয়ানরা সুপার টুয়েলভে চলে আসতো বাংলাদেশের গ্রুপে। কিন্তু ক্যারিবিয়ানদের বিদায় করে গ্রুপ চ্যাম্পিয়ন হয়েছে জিম্বাবুয়ে। সুপার টুয়েলভে পরিচিত প্রতিপক্ষ জিম্বাবুয়েকে গ্রুপসঙ্গী হিসেবে পেয়েছে বাংলাদেশ। সাকিব বলছেন এতে তাদের চিন্তাধারার পরিবর্তন আসেনি।

রাত পোহালেই নেদারল্যান্ডসের বিপক্ষে নিজেদের প্রথম ম্যাচ খেলতে নামবে বাংলাদেশ। তার আগে সংবাদ সম্মেলনে এই প্রশ্নে উত্তরে সাকিব বলছিলেন, ‘দেখুন, ওয়ার্ল্ড কাপে পাঁচটা ম্যাচ আছে। এই পাঁচটা ম্যাচের প্রস্তুতি নিয়েই আমরা এখানে এসেছি। এখানে আমরা যার সঙ্গেই খেলি প্রস্তুতি একই রকম থাকবে, সেটাই থাকা উচিত। সেটি নেদারল্যান্ডস, দক্ষিণ আফ্রিকা ভারত, পাকিস্তান, কিংবা জিম্বাবুয়ে সঙ্গে একই রকম থাকবে, প্রস্তুতিতে কোনো পরিবর্তন আসবে না, চিন্তাতেও কোনো পরিবর্তন আসবে না।’

বিজ্ঞাপন

বাংলাদেশ অধিনায়ক বলেন, ‘আমাদের দলের মধ্যে ওরকম কোনো ফিলিংস (স্বস্তি) নেই। সেটা যদি শ্রীলঙ্কা আসত, সেটা যদি ওয়েস্ট ইন্ডিজ আসত—তাহলেও যে প্রস্তুতি নিতাম, অন্য যে দলের সঙ্গে খেলব একইরকম প্রস্তুতি থাকবে। আর যেটি বললেন স্বস্তি কি না সেটি মিডিয়ার (সংবাদমাধ্যমের ) সৃষ্টি।’

নেদারল্যান্ডসের বিপক্ষে কোমড় বেঁধেই নামবে বাংলাদেশ, সেই বার্তা দিলেন সাকিব, ‘তারা (ডাচরা) কিন্তু কোয়ালিফাই করেই এসেছে, যোগ্য দল হিসেবেই এসেছে। এই ধারণা হয়তো আপনারাই তৈরি করেছেন যে নেদারল্যান্ডস আসায় বাংলাদেশ স্বস্তি বোধ করছে। আমরা এভাবে কখনো চিন্তা করি না। পৃথিবীর কোনো দলই এভাবে চিন্তা করে না কে আসলে ভালো, কে আসলে খারাপ। সব দলই সময় চেষ্টা করে দলের ভালোর জন্য যা করার তা করতে।’

আগামীকাল সোমবার বাংলাদেশ সময় সকাল ১০টায় নেদারল্যান্ডসের বিপক্ষে বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচ খেলতে নামবে বাংলাদেশ।

সারাবাংলা/এসএইচএস

টি-টোয়েন্টি বিশ্বকাপ ২০২২ সাকিব আল হাসান

বিজ্ঞাপন
সর্বশেষ

উর্মিলার সংসার ভেঙে যাওয়ার কারণ
২৮ সেপ্টেম্বর ২০২৪ ২১:০২

নতুন পরিচয়ে কুসুম সিকদার
২৮ সেপ্টেম্বর ২০২৪ ২০:৫৭

সম্পর্কিত খবর