কোহলি বন্দনায় মেতেছে ক্রিকেট বিশ্ব
২৩ অক্টোবর ২০২২ ২০:৫২
মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে ৯০ হাজার ২৯৩ জন দর্শকের সামনে ভারত-পাকিস্তান আজ যে ম্যাচটা উপহার দিল নিশ্চয় তা অনেকদিন মনে রাখবে ক্রিকেট সমর্থকরা। পাকিস্তানের ১৫৯ রানের জবাব দিতে নেমে ৩১ রানে চার উইকেট হারিয়ে ধ্বংস্তুপে পরে গিয়েছিল ভারত। সেখান থেকে হার্দিক পান্ডিয়াকে নিয়ে ম্যাচটা শেষ দিকে টেনে নিলেন বিরাট কোহলি। শেষ দিকে একেকটা বল যেন একেক রোমাঞ্চের জন্ম দিল।
ক্ষণে ক্ষণে ম্যাচের পাল্লা দুলতে থাকল, কখনো পাকিস্তানের দিকে কখনো ভারতের দিকে। বিরাট কোহলির অবিশ্বাস্য ব্যাটিংয়ে টি-টোয়েন্টি ক্রিকেট ইতিহাসের অন্যতম সেরা ম্যাচটাতে শেষের হাসি হেসেছে ভারত। নিশ্চয় ভারতের টি-টোয়েন্টি ইতিহাসেরও অন্যতম সেরা ম্যাচ এটি। বিরাট কোহলি তো ম্যাচ শেষে বলেই দিলেন, আজকের ইনিংসটাই তার ক্যারিয়ারের সেরা।
লোকেশ রাহুল দ্রুত ফিরলে দ্বিতীয় ওভারেই ক্রিজে এসেছিলেন কোহলি। ক্রিজে নেমে খানিকক্ষণ চেয়ে চেয়ে দেখতে হলো অপর প্রান্তের নিয়মিত উইকেট পতন। পাকিস্তানি বোলারদের নিয়ন্ত্রিত বোলিংয়ে একটা সময় ওভারপ্রতি রান তোলার গড় ১৪ পেরিয়ে গেলো। সময়মতো পাল্টা আক্রমণ করে সেখান থেকে কী অসাধারন ভাবেই না ম্যাচটা জিতিয়ে নিলেন কোহলি।
ক্রিকেট বিশ্ব মেতেছে কোহলি বন্দনায়। বাংলাদেশের সাবেক অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা লিখেছেন, ‘কোহলির ৭১টা এক’শ-র অনেকগুলো দেখেছি, কিন্তু এরকম ইনিংস কেউ খেলতে পারে আমার জানা ছিল না। উইকেট পড়ে গেলে গেম নতুন করে সাজানো এবং স্ট্রাইক রোটেড করে খেলা ডিপে নেওয়া এবং ঠিক সময় মতো কাউন্টার এ্যাটাক করা তাও সাকসেসফুলি। কি পরিমাণ কনফিডেন্স নিজের প্রতি! একটা জিনিস ক্লিয়ার, বিরাটের ধারে কাছে কেউ নাই এবং তার খারাপ সময়টা ছিল জাস্ট ফ্লুক। আমি জীবনে এমন ব্যাটিং দেখি নাই, আর দেখলেও এভাবে অঙ্কের মতো মিলিয়ে ইনিংস শেষ করতে দেখি নাই। হোয়াট এ ব্যাটসম্যানশিপ। এ কিং ইজ অলওয়েজ কিং।’
ভারতের সাবেক তারকা পেসার ইরফান পাঠান টুইটারে লিখেছেন, ‘বিরাট কোহলি, তুমি রাজা।’ ভারতের জনপ্রিয় ধারাভাষ্যকর হার্ষা ভোগলে লিখেছেন, ‘রাজা, বিরাট কোহলি সেরা।’
আফগানিস্তানের তারকা স্পিনার রশিদ খান লিখেছেন, ‘এই কারণেই খেলাটিকে আমি এতো ভালোবাসি। দুটি অসাধারণ দলের মধ্যে কী অসাধারণ লড়াই। সেরা পারফরম্যান্স বিরাট ভাই।’
ইংল্যান্ডের তারকা পেসার স্টুয়ার্ট ব্রড লিখেছেন, ‘এটা ছিল অবিশ্বাস্য বিনোদন।’ চোটের কারণে মাঠের বাইরে থাকা জোফরা আর্চারের যেন বিশ্বাসই হচ্ছিল না যে হচ্ছেটা কি! আর্চার টুইট করেছেন, ‘মেলবোর্নে হচ্ছেটা কি!’ অস্ট্রেলিয়ার তারকা ব্যাটার মার্নাস লাবুশনে লিখেছেন ‘অবিশ্বাস্য এক ম্যাচ।’
পাকিস্তানের সাবেক অধিনায়ক মোহাম্মদ হাফিজ লিখেছেন, ‘পাকিস্তান দল মন খারাপ করার কিছু নেই। তোমরা সেটা ক্রিকেটই খেলেছ। বাট এটা ছিল স্পেশাল এক ইনিংস স্পেশাল এক প্লেয়ারের। অভিনন্দন কোহলি।’
সারাবাংলা/এসএইচএস