Saturday 28 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ম্যাচ জিতলেও মন জিততে পারেনি বাংলাদেশ

স্পোর্টস করেসপন্ডেন্ট
২৪ অক্টোবর ২০২২ ১৬:১৭

২০০৭ সালের ১৩ সেপ্টেম্বর। জোহানেসবার্গে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে মোহাম্মদ আশরাফুল আর আফতাব আহমেদের ব্যাটে সেদিন টি-টোয়েন্টি বিশ্বকাপে নকআউট পর্বের প্রথম জয়টা পেয়েছিল বাংলাদশে। আজ ২৪ অক্টোবর ২০২২। আজ টি-টোয়েন্টি বিশ্বকাপের নকআউট পর্বে দ্বিতীয় জয়ের দেখা পেয়েছে বাংলাদেশ। মাঝে পেরিয়ে গেছে পাক্কা ১৫ বছর!

১৫ বছর পর নকআউট পর্বে জয় মিলল বলেই নয়, আজকের জয়ে বাংলাদেশের আরও অনেক স্বস্তিই আছে। তবে অস্বস্তিও কিন্তু কম নেই। নেদারল্যান্ডের মতো দলের বিপক্ষেও ব্যাটিংটা যাচ্ছে-তা হলো সাকিব আল হাসানের দলের।

বিজ্ঞাপন

বোলিংয়ে তাসকিন আহমেদ, হাসান মাহমুদরা দুর্দান্ত করলেন বলেই হয়তো ব্যাটিং দুর্দশাটা আপাতত ঢাকা পরছে। শেষ পর্যন্ত ৯ রানে জিতেছে বাংলাদেশ। তবে বড় দলগুলোর বিপক্ষে এই ব্যাটিং নিশ্চয়ই বড় চিন্তার কারণ।

টি-টোয়েন্টি ফরম্যাটে বাংলাদেশ ব্যাটিং নিয়ে ভুগছে অনেকদিন ধরেই। তামিম ইকবালহীন টপ অর্ডারের ভণ্ডুল দশা চলছে বছর দেড়েক ধরে। মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ রিয়াদকে বসিয়ে তরুণদের নিয়ে মিডল অর্ডার গড়লেও প্রত্যাশা পূরণ হয়নি। বহুদিন পর আজ ওপেনিং জুটি অবশ্য নক করেছে।

দুই ওপেনার নাজমুল হোসেন শান্ত ও সৌম্য সরকার আজ প্রথম উইকেটে তোলেন ৪৩ রান। গত ১৩ টি-টোয়েন্টির মধ্যে বাংলাদেশের যেটা সেরা ওপেনিং জুটি! কিন্তু এই জুটি ভাঙতেই বাংলাদেশের ব্যাটিং দেখা গেছে যাচ্ছে-তা।

ষষ্ঠ ওভারের প্রথম বলে ফিরেছেন সৌম্য। সেখান থেকে ১১ ওভার পর্যন্ত ডাচ বোলিংয়ের সামনে কেন জানি স্নায়ুচাপেই ভুগল বাংলাদেশ। ১১ ওভারের শেষ বলে ইয়াসির আলী রাব্বি পঞ্চম ব্যাটার হিসেবে যখন ফিরলেন বাংলাদেশের রান তখন ৭৬। ওভারপ্রতি রান তোলার গড় তখন সাতেরও কম। ৩৩ রানের ব্যবধানে তখন ৫ উইকেট হারিয়ে ফেলে বাংলাদেশ।

বিজ্ঞাপন

সেখান থেকে আফিফ হোসেন ধ্রুব লাইফ পেয়ে ২৭ বলে ৩৮ রানের একটা ইনিংস খেললেন এবং মোসাদ্দেক হোসেন সৈকত শেষ দিকে ১২ বলে ২০ করলেন বলেই বলার মতো একটা স্কোর পেল বাংলাদেশ।

অপ্রত্যাশিত ব্যাটিংয়ে নেদারল্যান্ডসের মতো দলের বিপক্ষেই পা হড়কাতে লেগেছিল বাংলাদেশ। অন্য বড় দলগুলোর বিপক্ষে? বিশ্বকাপে ভালো করতে হলে ব্যাটিংয়ে নিশ্চয় উন্নতি করতে হবে বাংলাদেশকে। সুপার টুয়েলভের বাকি চার ম্যাচে ভারত, পাকিস্তান, দক্ষিণ আফ্রিকা ও জিম্বাবুয়ের মুখোমুখি হবে বাংলাদেশ।

হোবার্টে আজ আগে ব্যাটিং করে নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেট হারিয়ে ১৪৪ রান তুলেছিল বাংলাদেশ। পরে ২০ ওভারে নেদারল্যান্ডস ১৩৫ রানে গুটিয়ে গেলে ৯ রানের জয় পায় সাকিব আল হাসানের দল।

টি-টোয়েন্টি বিশ্বকাপের সব ম্যাচ সরাসরি সম্প্রচার করছে দেশের জনপ্রিয় স্যাটেলাইট টেলিভিশন জিটিভি। এছাড়া খেলা এবার একসঙ্গে দেখা যাবে দেশের জনপ্রিয় ওটিটি (ওভার দ্য টপ) প্ল্যাটফর্ম র‍্যাবিটহোলে

সারাবাংলা/এসএইচএস

টপ নিউজ টি-টোয়েন্টি বিশ্বকাপ ২০২২ বাংলাদেশ ক্রিকেট দল সাকিব আল হাসান

বিজ্ঞাপন
সর্বশেষ

দু’দিনে ভারতে ৯৯ টন ইলিশ রফতানি
২৮ সেপ্টেম্বর ২০২৪ ১৭:৩৪

সম্পর্কিত খবর