Saturday 23 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

অস্ট্রেলিয়ার বিপক্ষে ১৫৭ রানের পুঁজি শ্রীলংকার

স্পোর্টস ডেস্ক
২৫ অক্টোবর ২০২২ ১৮:৪৪

বিশ্ব চ্যাম্পিয়নদের ঘরের মাঠে বিশ্বকাপের শুরুটা ভালো হয়নি। নিউজিল্যান্ডের কাছে বড় ব্যবধানে হেরে শুরু ঘরের মাঠের বিশ্বকাপ। তবে সেমিফাইনালের স্বপ্ন বাঁচিয়ে রাখতে দ্বিতীয় ম্যাচে জয়ের বিকল্প ছিল না অজিদের। সেই ম্যাচে শ্রীলংকার বিপক্ষে টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেয় অস্ট্রেলিয়া। শুরুতে চাপে পড়লেও চাপ সামলে লড়াইয়ের পুঁজি দাঁড় করিয়েছে লংকানরা। নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেটে ১৫৭ রানের সংগ্রহ দাঁড় করায় শ্রীলংকা

বিজ্ঞাপন

টস হেরে ব্যাট করতে নেমে শুরুতেই অজিদের পেস তোপের মুখে পড়ে লংকান ওপেনাররা। ইনিংসের দ্বিতীয় ওভারেই প্যাট কামিন্সের বলে মার্শের হাতে ক্যাচ দিয়ে ফেরেন কুশল মেন্ডিস। শ্রীলংকা ৬ রানে হারায় দুর্দান্ত ফর্মে থাকা মেন্ডিসকে। এরপর অবশ্য ধনঞ্জয়া ডি সিলভাকে সঙ্গে নিয়ে ঘুরে দাঁড়ান পাথুম নিসাঙ্কা। দ্বিতীয় উইকেটে লড়াইয় চালিয়ে ঘুরে দাঁড়ায় লংকা। এই জুটি থেকে আসে ৬৯ রান।

তবে ১২তম ওভারে এসে অ্যাস্টন অ্যাগারের বলে ক্যাচ তুলে দেন ধনঞ্জয়া। ২৫ গজের ভেতরে থেকে লাফিয়ে পড়ে দুর্দান্ত ক্যাচ নেন ডেভিড ওয়ার্নার। ধনঞ্জয়া ফেরেন ২৩ বলে ২৬ রান করে। এরপর স্কোরবোর্ডে ২২ রান যোগ হতে রান আউট হয়ে ফেরেন পাথুম নিসাঙ্কা। আউট হওয়ার আগে ৪৫ বল ৪০ রান করেন তিনি।

এরপরে দ্রুতই মিডল অর্ডার ব্যাটারদের হারিয়ে ফেলে শ্রীলংকা। চাপে পড়েও লড়াইয়ের পুঁজি দাঁড় করায় লংকানরা। ১০৬ রানে ভানুকা রাজাপাকসে, ১১১ রানে দাসুন শনাকা আবার ১২০ রানে হারায় ওয়াইনিন্দু হাসারাঙ্গাকে। এতেই বড় সংগ্রহের আশা শেষ হয়ে যায় লংকানদের। তবে শেষ দিকে চারিথ আসালাঙ্কার ২৫ বলে ৩৮ রানের কার্যকরি ইনিংসে ভর করে নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেটে ১৫৭ রান তোলে লংকানরা। অস্ট্রেলিয়ার হয়ে একটি করে উইকেট নেন পাঁচ বোলার।

টি-টোয়েন্টি বিশ্বকাপের সব ম্যাচ সরাসরি সম্প্রচার করছে দেশের জনপ্রিয় স্যাটেলাইট টেলিভিশন জিটিভি। এছাড়া খেলা এবার একসঙ্গে দেখা যাবে দেশের জনপ্রিয় ওটিটি (ওভার দ্য টপ) প্ল্যাটফর্ম র‍্যাবিটহোলে

সারাবাংলা/এসএস

অস্ট্রেলিয়া বনাম শ্রীলংকা টি-টোয়েন্টি বিশ্বকাপ ২০২২

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর