প্রথম ওভারেই বাভুমাকে ফেরালেন তাসকিন
২৭ অক্টোবর ২০২২ ০৯:১৩
দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টস হেরে ফিল্ডিং করতে নেমে শুরুতেই আঘাত হেনেছে বাংলাদেশ। টেম্বা বাভুমাকে ইনিংসের প্রথম ওভারেই ফিরিয়েছেন তাসকিন আহমেদ।
নেদারল্যান্ডসের বিপক্ষে ইনিংসের শুরুতেই দুটি উইকেট এনে দিয়েছিলেন তাসকিন আহমেদ। শেষ পর্যন্ত চার উইকেট নিয়ে জিতেছিলেন ম্যাচ সেরার পুরস্কারও। সেই ধারাই ধরে রাখলেন এই পেসার।
ইয়াসিরের বদলে একাদশে মিরাজ
প্রোটিয়াদের বিপক্ষে প্রথমেই বল তুলে দেওয়া হয় তাসকিনের হাতে। বাভুমাকে প্রথম পাঁচ বল খেলতে দেননি স্বাচ্ছন্দ্যে। চারটি বল ডট দেন আর একটিতে দুই রান নেন বাভুমা। এরপর ওভারের শেষ বল অফস্ট্যাম্পের বাইরে দেন তাসকিন। সেই বল তাড়া করে খেলতে গিয়ে উইকেটের পেছনে নুরুল হাসান সোহানের গ্লাভসবন্দি হন বাভুমা। এতেই প্রথম উইকেটের পতন হয় দক্ষিণ আফ্রিকার। বাভুমা ৬ বলে ২ রান করে ফেরেন।
এই রিপোর্ট লেখা অবধি দক্ষিণ আফ্রিকার সংগ্রহ ২ ওভারে ১ উইকেটে ১০ রান। উইকেটে কুইন্টন ডি ৬ আর রাইলি রুশো ২ রানে অপরাজিত আছেন।
টি-টোয়েন্টি বিশ্বকাপের সব ম্যাচ সরাসরি সম্প্রচার করছে দেশের জনপ্রিয় স্যাটেলাইট টেলিভিশন জিটিভি। এছাড়া খেলা এবার একসঙ্গে দেখা যাবে দেশের জনপ্রিয় ওটিটি (ওভার দ্য টপ) প্ল্যাটফর্ম র্যাবিটহোলে।
সারাবাংলা/এসএস
টি-টোয়েন্টি বিশ্বকাপ টি-টোয়েন্টি বিশ্বকাপ ২০২২ তাসকিন আহমেদ বাংলাদেশ বনাম দক্ষিণ আফ্রিকা সুপার টুয়েলভ