ভবিষ্যতের জন্য দল গড়ার চেষ্টা করছি: শ্রীরাম
২৯ অক্টোবর ২০২২ ১৫:৩৫
টি-টোয়েন্টি বিশ্বকাপে এখন পর্যন্ত বাংলাদেশের যাত্রা অম্ল-মধুর। শক্তির বিচারে অনেকটা পিছিয়ে থাকা নেদারল্যান্ডসের বিপক্ষে প্রথম ম্যাচে ৯ রানে জিতেছে বাংলাদেশ। যাতে বিশ্বকাপের মূল পর্বে ১৫ বছরের জয়ক্ষরা কেটেছে। তবে দক্ষিণ আফ্রিকার বিপক্ষ পরের ম্যাচেই স্রেফ উড়ে গেছে সাকিব আল হাসানের দল। রাত পোহালে জিম্বাবুয়ের বিপক্ষে নিজেদের তৃতীয় ম্যাচ খেলতে নামবে বাংলাদেশ। এদিকে বাংলাদেশ টি-টোয়েন্টি দলের টেকনিক্যাল কনসালটেন্ট শ্রীধরন শ্রীরাম আবারও বুঝাতে চাইলেন যে, বিশ্বকাপে দুর্দান্ত কিছু করার চেয়ে ভবিষ্যতের জন্য দল গড়াতেই বেশি মনোযোগ তাদের।
টি-টোয়েন্টিতে বাংলাদেশ দল অনেকদিন ভুগছে বলে হেড কোচের পদ থেকে রাসেল ডমিঙ্গোকে সরিয়ে টেকনিক্যাল কনসালটেন্ট হিসেবে দায়িত্ব দেওয়া হয় ভারতের শ্রীধরন শ্রীরামকে। সেই সময় বলা হচ্ছিল বিশ্বকাপকে টার্গেট করে এগুবেন শ্রীরাম। কিন্তু পরে আবার বলা হয়, এই বিশ্বকাপ নয় আগামী বিশ্বকাপকে টার্গেট করে দল এগিয়ে যাওয়া হবে। তারপর থেকেই ‘ভবিষ্যতের জন্য দল গোছানোর’ বার্তা দিয়ে আসছেন শ্রীরাম। কথা প্রসঙ্গে আজও বললেন সেই কথা।
কাল বাংলাদেশ সময় সকাল ৯টায় জিম্বাবুয়ের মুখোমুখি হবে সাকিব আল হাসানের দল। আজ ম্যাচপূর্ব সংবাদ সম্মেলনে শ্রীধরন শ্রীরাম বলছিলেন, ‘আমরা দল এবং খেলোয়াড়দের আত্মবিশ্বাস ঠিক করার চেষ্টা করছি। খেলোয়াড়েরা জানে বিশ্ব ক্রিকেটে তাদের অবস্থান কোথায় এবং কোথায় যেতে চায়। আমার মনে হয় ভিতটা গড়া হয়েছে। দলীয় দৃষ্টিকোণ থেকে বলতে পারি, আমরা ভবিষ্যতের জন্য দলটা গড়ার চেষ্টা করছি, যেখানে দক্ষতাসম্পন্ন খেলোয়াড়েরা আছে। এখন আরও কিছু দক্ষতা যোগ করতে পারলে আমার মনে হয় ভবিষ্যতের জন্য আমরা খুব ভালো একটা টি–টোয়েন্টি দল গড়তে পারব।’
দক্ষিণ আফ্রিকার বিপক্ষে দাঁড়াতেই পারেনি বাংলাদেশ। আগে ব্যাটিং করে প্রোটিয়াসরা তোলেন ২০৫ রান। পরে ১০১ রানেই গুটিয়ে গেছে বাংলাদেশ।
জিম্বাবুয়ের মুখোমুখি হওয়ার আগে শ্রীরাম বলছেন, পেছনের তিক্ততা ভেবে লাভ নেই, ‘আমরা পয়েন্ট তালিকায় তাকাচ্ছি না, যা ঘটেছে, তা ঠিক করতে পারব না। শান্ত থাকতে হবে, নিজেদের পরিকল্পনা সমন্ধে পরিষ্কার ধারণা থাকতে হবে এবং ম্যাচের দিন শুধু ম্যাচ নিয়েই ভাবতে হবে। টুর্নামেন্টের খেলায় আবেগের কোনো জায়গা নেই। একটা দিন খারাপ যেতেই পারে কিন্তু তারপরই ঘুরে দাঁড়াতে হয়। আমরা বড় ব্যবধানে জিতি কিংবা হারি, পরের দিন তো এর কোনো দাম নেই। আবারও ঘুম থেকে উঠে অনুশীলন করে (নতুন ম্যাচ) খেলতে হয়। তাই আমাদের দল (আগের ম্যাচে বড় হার) এটা নিয়ে ভাবছে না, সব আগের মতোই আছে।’
বাংলাদেশের মুখোমুখি হওয়ার আগে ওদিকে জিম্বাবুয়ে দারুণ আত্মবিশ্বাসী। আগের ম্যাচেই পাকিস্তানের মতো দলকে হারিয়ে দিয়েছে তারা।
শ্রীরাম তাই ভালো করেই জানেন জিম্বাবুয়ে র্যাংকিংয়ে পিছিয়ে থাকলেও কাল কঠিন লড়াই-ই অপেক্ষা করছে। বাংলাদেশ কোচ বলেন, ‘আমরা জিম্বাবুয়েকে সমীহ করছি। তারা পাকিস্তানের বিপক্ষে দুর্দান্ত পারফরম্যান্স দেখিয়েছে। ঐ ম্যাচের প্রতিটি বল দেখেছি। যেভাবে তারা পাকিস্তানের বিপক্ষে খেলল এটা অবিশ্বাস্য। পুরো কৃতিত্ব তাদের দিতে হবে, পুরো সম্মানও।’
টি-টোয়েন্টি বিশ্বকাপের সব ম্যাচ সরাসরি সম্প্রচার করছে দেশের জনপ্রিয় স্যাটেলাইট টেলিভিশন জিটিভি। এছাড়া খেলা এবার একসঙ্গে দেখা যাবে দেশের জনপ্রিয় ওটিটি (ওভার দ্য টপ) প্ল্যাটফর্ম র্যাবিটহোলে।
সারাবাংলা/এসএইচএস