Saturday 23 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সেরা ক্রিকেট খেলে বাংলাদেশকে হারানোর পরিকল্পনা জিম্বাবুয়ের

স্পোর্টস করেসপন্ডেন্ট
২৯ অক্টোবর ২০২২ ১৭:৪৭

পাকিস্তানকে হারিয়ে সিকান্দার রাজা, ক্রেইগ আরভিনদের জিম্বাবুয়ে এখন বড্ডই চনমনে। পাকিস্তানের বিপক্ষে জয়ে সেমিফাইলে যাওয়ার সম্ভবনাও জেগেছে জিম্বাবুয়ে। বাংলাদেশকে হারিয়ে সেই সম্ভবনা টিকে রাখতে চায় আফ্রিকান দলটি। জিম্বাবুয়ের অধিনায়ক ক্রেইগ আরভিন বলছেন, সেরা ক্রিকেট খেলে বাংলাদেশকে হারায়ে দিতে চায় তার দল।

আগামীকাল সকাল ৯টায় জিম্বাবুয়ের মুখোমুখি হবে বাংলাদেশ। বিশ্বকাপে দুই দলের এটা প্রথম দেখা। আন্তর্জাতিক ক্রিকেটে দুই দলের প্রথম মুখোমুখি সেই ১৯৯৭ সালে।  তারপর কেটে গেছে ২৫ বছর। বাংলাদেশ তাদের সবচেয়ে বেশি ওয়ানডে ও টি-টোয়েন্টি দুটোই খেলেছে জিম্বাবুয়ের বিপক্ষে। কিন্তু এখন পর্যন্ত বিশ্বকাপে মুখোমুখি হওয়া হয়নি দুই দলের।

বিজ্ঞাপন

কাল সেই অপূর্নতা ঘুচতে যাচ্ছে। প্রথম দেখাটা স্মরণীয় করে রাখার পণ ক্রেইগ আরভিনদের। ম্যাচপূর্ব সংবাদ সম্মেলনে জিম্বাবুয়ে অধিনায়ক বলেন, ‘আমি মনে করি সব খেলায়ই আমাদের দারুণ সুযোগ রয়েছে। আর টি-টোয়েন্টি এমনই একটা খেলা যদি আপনার দুইজন খেলোয়াড়ও নির্দিষ্ট দিনে ভালো করে আপনি যেকোন দলকে হারাতে পারবেন। আমরা জানি বাংলাদেশ মানসম্মত দল। তাই আগামীকাল (রোববার) অবশ্যই আমাদের সেরা খেলাটা খেলতে হবে।’

দলীয় শক্তির বিচার কিংবা সম্প্রতিক মুখোমুখি পরিসংখ্যান, সব দিক দিয়েই এগিয়ে বাংলাদেশ। তবে পাকিস্তানকে হারিয়ে মানসিকভাবে এগিয়ে আছেন জিম্বাবুয়ানরা।

ক্রেইগ আরভিন বলছিলেন, ‘দেখুন, সেমির সম্ভাবনা জিইয়ে রাখতে অবশ্যই পাকিস্তানের বিপক্ষে জয় আমাদের জন্য বিশাল কিছু ছিল। কিন্তু আমরা জানি গতকাল সারাদিনই ভ্রমণে কেটেছে, আজ অনুশীলন করেছি, কাল বাংলাদেশের বিপক্ষে ম্যাচ। ফলে খুবই দ্রুত ঘটছে এটা (ম্যাচ)। শেষ রাতের জয়ের ওপরও আমরা খুব একটা বাজি ধরতে পারছি না। আমাদের পরের খেলায় মনোযোগ দিতে হবে এবং বাংলাদেশও ভালো দল।’

বিজ্ঞাপন

টি-টোয়েন্টি বিশ্বকাপের সব ম্যাচ সরাসরি সম্প্রচার করছে দেশের জনপ্রিয় স্যাটেলাইট টেলিভিশন জিটিভি। এছাড়া খেলা এবার একসঙ্গে দেখা যাবে দেশের জনপ্রিয় ওটিটি (ওভার দ্য টপ) প্ল্যাটফর্ম র‍্যাবিটহোলে

সারাবাংলা/এসএইচএস

টি-টোয়েন্টি বিশ্বকাপ ২০২২

বিজ্ঞাপন

নতুন বার্সেলোনায় মুগ্ধ মেসি
২৩ নভেম্বর ২০২৪ ১০:৫৫

মাদকের টাকার জন্য মা'কে খুন
২৩ নভেম্বর ২০২৪ ০৮:৫৭

আরো

সম্পর্কিত খবর