শান্তর ফিফটি
৩০ অক্টোবর ২০২২ ১০:১৬
ক্যারিয়ারের ১৪তম টি-টোয়েন্টিতে এসে প্রথম ফিফটির দেখা পেলেন বাংলাদেশ ওপেনার নাজমুল হোসেন শান্ত। এর আগে টি-টোয়েন্টিতে তার ব্যক্তিগত সর্বোচ্চ ছিল ৪০। জিম্বাবুয়ের বিপক্ষে সুপার টুয়েলভে নিজেদের তৃতীয় ম্যাচ খেলতে নেমে ফিফটি হাঁকান শান্ত।
টস জিতে ব্যাট করতে নেমে সৌম্য সরকারের সঙ্গে উদ্বোধনী জুটিতে ব্যাট করতে নামেন নাজমুল হোসেন শান্ত। শুরুতেই সৌম্য সরকার আর এরপর থিতু হয়েও দ্রুতই ফিরে যান লিটন দাস। তবে উইকেটের এক প্রান্তে আঁকড়ে থাকেন শান্ত।
লিটন ফেরার পর সাকিব আল হাসানের সঙ্গে ৪৪ বলে ৫৪ রানের জুটি গড়েন শান্ত। তবে ১৩তম ওভারে সাকিব ফেরেন ২০ বলে ২৩ রান করে। এরপরের ওভারে ৪৫ বলে অর্ধশতক তুলে নেন শান্ত। ১৫তম ওভারে দলীয় অর্ধশতক পূরণ করে বাংলাদেশ।
এই রিপোর্ট লেখা অবধি বাংলাদেশের সংগ্রহ ১৬ ওভারে ৩ উইকেটে ১২০ রান। আফিফ ৯ বলে ১২ আর শান্ত ৫৩ বলে ৬৯ রানে অপরাজিত আছেন।
আরও পড়ুন:
টস জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ
বাংলাদেশ একাদশে এক পরিবর্তন
শান্তর ফিফটিতে বড় সংগ্রহের পথে বাংলাদেশ
টি-টোয়েন্টি বিশ্বকাপের সব ম্যাচ সরাসরি সম্প্রচার করছে দেশের জনপ্রিয় স্যাটেলাইট টেলিভিশন জিটিভি। এছাড়া খেলা এবার একসঙ্গে দেখা যাবে দেশের জনপ্রিয় ওটিটি (ওভার দ্য টপ) প্ল্যাটফর্ম র্যাবিটহোলে।
সারাবাংলা/এসএস
টি-টোয়েন্টি বিশ্বকাপ ২০২২ নাজমুল হোসেন শান্ত বাংলাদেশ বনাম জিম্বাবুয়ে