ভারত-পাকিস্তানের বিপক্ষে জিতলে তা হবে অঘটন: সাকিব
১ নভেম্বর ২০২২ ১৫:০৪
বিশ্বকাপের সুপার টুয়েলভে এখন পর্যন্ত তিন ম্যাচ খেলে বাংলাদেশের জয় দুটিতে। নেদারল্যান্ডস, জিম্বাবুয়ের বিপক্ষে জয় আর দক্ষিণ আফ্রিকার বিপক্ষে বড় হার। সুপার টুয়েলভে বাংলাদেশের আজ ম্যাচ বাকি দুটি। একটি ভারতের বিপক্ষে অন্যটি পাকিস্তানের বিপক্ষে। বাংলাদেশ অধিনায়ক সাকিব আল হাসান মনে করছেন, ভারত-পাকিস্তানের বিপক্ষে বাংলাদেশ জিতলে সেটা হবে অঘটন। অঘটন ঘটিয়ে জিততে পারলে খুশি হবেন বলেছেন বাংলাদেশ অধিনায়ক।
দুই ম্যাচে বাংলাদেশের প্রথম প্রতপক্ষ ভারত। আগামীকাল রোহিত শর্মার দলের মুখোমুখি হবে বাংলাদেশ। বুধবারে অপর ম্যাচে প্রতিপক্ষ পাকিস্তান। ভারত ম্যাচের আগে আজ ম্যাচপূর্ব সংবাদ সম্মেলনে সাকিব বলছিলেন, ‘পরবর্তী লক্ষ্য দুইটা ম্যাচ খুব ভালোভাবে খেলা। দুইটা ম্যাচের যদি কোনো ম্যাচ জিততে পারি, সেটা আপসেট (অঘটন) হিসেবেই গণ্য হবে। সেই আপসেটটা যদি আমরা করতে পারি, আমরা খুশি হব। আর না করতে পারলেও আসলে খুব বেশি কিছু একটা বলার নেই।’
প্রতিপক্ষ দলে বিরাট কোহলি, রোহিত শর্মা, সূর্যকুমার যাদব, হার্দিক পান্ডিয়া, ভুবনেশ্বর কুমারের মতো ক্রিকেটার আছে এবং অনেকদিন ধরে টি-টোয়েন্টিতে নিজেদের ভুগতে থাকার কারণে হয়তো কথাটা বলেছেন সাকিব। যদিও পরিসংখ্যান বলছে, অনেক বছর ধরেই ভারত-পাকিস্তানের মতো দলের বিপক্ষে নিয়মিতই জয় পেয়ে আসছে বাংলাদেশ।
বাংলাদেশ বিশ্বকাপ জিততে যায়নি সেটাও পরিস্কার করে বলেছেন সাকিব, ‘আমি আগেও যেমন বলেছি, ভারত ফেবারিট দল। তারা এখানে বিশ্বকাপ জিততে এসেছে। আমরা ফেবারিট নই, বিশ্বকাপ জিততে এখানে আসিনি। আমরা ভালো করেই জানি, ভারতের বিপক্ষে জিতলে এটি আপসেট হবে। আমরা চেষ্টা করব সেরা খেলাটি খেলতে এবং আপসেট ঘটাতে।’
কাল ম্যাচ জিততে হলে ভারতের ব্যাটিং লাইনআপকে সুবিধা করতে দেওয়া যাবে না। তবে বিরাট কোহলি, রোহিত শর্মা, সূর্যকুমার যাদবদের বিপক্ষে কাজটা যে সহজ নয় সেটাও ভালো করেই জানেন সাকিব। বলেছেন, ‘তাদের বেশ কয়েকজন বিশ্বমানের খেলোয়াড় রয়েছে, যাদের দিকে নজর রাখতে হবে। আমরা এখনো টিম মিটিং করিনি। মিটিংয়ে আমরা সবকিছু নিয়েই আলোচনা করব। হ্যাঁ, তাদের দুর্দান্ত ব্যাটিং অর্ডার রয়েছে। ভালো কিছু করতে বা জিততে এটি সামলাতে হবে।’
অ্যাডিলেডে আগামীকাল বাংলাদেশ সময় দুপুর ২টায় ভারতের মুখোমুখি হবে সাকিব আল হাসানের দল।
টি-টোয়েন্টি বিশ্বকাপের সব ম্যাচ সরাসরি সম্প্রচার করছে দেশের জনপ্রিয় স্যাটেলাইট টেলিভিশন জিটিভি। এছাড়া খেলা এবার একসঙ্গে দেখা যাবে দেশের জনপ্রিয় ওটিটি (ওভার দ্য টপ) প্ল্যাটফর্ম র্যাবিটহোলে।
সারাবাংলা/এসএইচএস