ভারতের বিপক্ষে বাংলাদেশ একাদশে চার পেসার?
১ নভেম্বর ২০২২ ১৬:১৫
বিশ্বকাপে এখন পর্যন্ত তিন ম্যাচ খেলেছে বাংলাদেশ তার মধ্যে দুটিতেই একজন করে বোলার কম নিয়ে খেলেছে সাকিব আল হাসানের দল। নেদারল্যান্ডস ও জিম্বাবুয়ের বিপক্ষে চারজন জেনুইন বোলার খেলিয়েছে বাংলাদেশ। ফলে চারজন মিলে ১৬ ওভার শেষ করলেও বাকি ৪টি ওভার বোলিং করাতে হয়েছে অনিয়মিত বোলারকে দিয়ে। তাতে দুই ম্যাচেই একজন বোলারের ঘাটতি চোখে পড়েছে। চার বোলার খেলিয়ে একজন বাড়তি ব্যাটার খেলানো হয়েছে। কিন্তু দুই ম্যাচের কোনটিতেই বাড়তি ব্যাটার নিয়ে লাভ হয়নি। রাত পোহালের শক্তিশালী ভারতের বিপক্ষে ম্যাচ। ভারতের শক্তিশালী ব্যাটিং লাইনআপের বিপক্ষেও কী একজন বোলার কম নিয়ে মাঠে নামবে বাংলাদেশ?
বিষয়টি নিয়ে কদিন ধরেই কথা উঠছে। অনেকে বলছেন, একজন ব্যাটার কমিয়ে পাঁচ বোলার নিয়েই মাঠে নামা উচিত বাংলাদেশের। সেক্ষেত্রে স্পিনারের চেয়ে পেস অপশনই কার্যকর হবে বলে মনে করা হচ্ছে। অনেকে বলছেন, অফ ফর্মে থাকা নুরুল হাসান সোহান বা ইয়াসির আলি রাব্বিকে বসিয়ে পেসার শরিফুল ইসলামকে খেলানো উচিত বাংলাদেশের। তাহলে একাদশে পেসার হবেন মোট চারজন। টিম ম্যানেজমেন্ট কী ভাবছেন?
সাকিব আল হাসান বললেন, বিষয়টি নিয়ে আলোচনা হয়েছে। তবে এখনো সিদ্ধান্ত নেওয়া হয়নি। ম্যাচপূর্ব সংবাদ সম্মেলনে সাকিব বলেন, ‘আমি আসলে এখনও চিন্তা করিনি সত্যি কথা বলতে। কোচের সাথে কথা হয়েছে। কোচ কিছু চিন্তা ভাবনা বলেছে কিংবা অন্যান্য আরও দুই-একজন বলেছে। কিন্তু আমি এখন পর্যন্ত ওভাবে কিছু চিন্তা করিনি। আমার কাছে মনে হয়, একটু অপেক্ষা করে চিন্তা করাটাই ভালো।’
অবশ্য একজন কম বোলার নিয়েই নেদারল্যান্ডস, জিম্বাবুয়ের বিপক্ষে জিতেছে বাংলাদেশ। অপর দিকে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে মেহেদি হাসান মিরাজকে খেলালেও তাতে লাভ হয়নি। টিম ম্যানেজমেন্ট সেটাও ভাবছে বললেন সাকিব, ‘আসলে অনেক কিছুই মাথায় রাখতে হবে দল নির্বাচনের জন্য। আমি যেটা আগেও বলেছি, যে-ই দলই নির্বাচন করি, আমি আশাবাদী দল ভালো খেলবে। একটা জিনিস হচ্ছে, এমন একটা দল খেলেছে শেষ ম্যাচ, এই দলটা দুইটা ম্যাচ জিতেছে। (দক্ষিণ আফ্রিকার বিপক্ষে) একটা কম্বিনেশন আমরা গড়েছি, সেইটা কাজে আসেনি। আমরা আবারও সেরকম কোনো কম্বিনেশন করব কিনা সেটা চিন্তার বিষয়।’
অ্যাডিলেডে কাল বাংলাদেশ সময় দুপুর ২টায় ভারতের মুখোমুখি হবে বাংলাদেশ।
টি-টোয়েন্টি বিশ্বকাপের সব ম্যাচ সরাসরি সম্প্রচার করছে দেশের জনপ্রিয় স্যাটেলাইট টেলিভিশন জিটিভি। এছাড়া খেলা এবার একসঙ্গে দেখা যাবে দেশের জনপ্রিয় ওটিটি (ওভার দ্য টপ) প্ল্যাটফর্ম র্যাবিটহোলে।
সারাবাংলা/এসএইচএস