Friday 22 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

হার্শা ভোগলে বলছেন অজুহাত খুঁজো না শেবাগ বলছেন সাকিবের দোষ

স্পোর্টস করেসপন্ডেন্ট
৩ নভেম্বর ২০২২ ১৬:২৫

কাছে গিয়েও ভারতের বিপক্ষে আরেকটা হৃদয় ভাঙা হার। আইসিসি আয়োজিত টুর্নামেন্টে ভারতের বিপক্ষে জয়ের সম্ভবনা জাগিয়ে হেরে যাওয়া বাংলাদেশের জন্য যেন নিয়মই হয়ে পড়েছে! টি-টোয়েন্টি বিশ্বকাপের সুপার টুয়েলভে জিততে জিততে গত রাতে ডিএল ম্যাথোডে ৫ রানে হেরেছে বাংলাদেশ। ম্যাচে বেশ কিছু আলোচিত ঘটনাও ঘটেছে। যা নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যম সরগরম।

আপত্তি তুললেও বৃষ্টির পর ভেজা উইকেটে খেলতে হয়েছে বাংলাদেশকে। যাতে সমস্যাও হয়েছে। অসাধারণ খেলতে থাকা লিটন দাসের রান আউট হওয়ার বড় কারণ বৃষ্টিতে পা পিছলে যাওয়া। ‘ফেক ফিল্ডিং’ নিয়েও প্রশ্ন উঠছে। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটা ভিডিওতে দেখা যাচ্ছে বাংলাদেশ ইনিংসের নবম ওভারের দ্বিতীয় বলে বল হাতে না নিয়েই বল ছোড়ার ভান করছিলেন বিরাট কোহলি। নিয়ম অনুযায়ী সেটা ‘ফেক ফিল্ডিং’। ‘ফেক ফিল্ডিং’ হিসেবে বাংলাদেশের স্কোরে ৫ রান যোগ হওয়ার কথা ছিল। বাংলাদেশ ম্যাচ হেরেছেও সেই ৫ রানেই।

বিজ্ঞাপন

ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে বিষয়টি নিয়ে কথা বলেছেন বাংলাদেশের সহ-অধিনায়ক নুরুল হাসান সোহান। ঘটনার সময় ক্রিজে থাকা বাংলাদেশি ব্যাটার নাজমুল হোসেন শান্ত আম্পায়ারের কাছে অভিযোগও করেছিলেন। কিন্তু আম্পায়ার তাকে বলেন ‘তারা এমন কিছু দেখেননি’।

ম্যাচের পরের দিন এসব বিষয় এখন আলোচনা তুঙ্গে। এদিকে এসব আলোচনার প্রেক্ষিতে কড়া প্রতিক্রিয়াই ব্যক্ত করলেন ভারতীয় ধারাভাষ্যকার হার্শা ভোগলে। বলেছেন, ‘অজুহাত খুঁজলে বড় হওয়া যায় না।’ ম্যাচের গুরুত্বপূর্ণ সময়ে আউট হওয়া সাকিব আল হাসানের সমালোচনা করেছেন ভারতের সাবেক তারকা ব্যাটার বীরেন্দ্রন শেবাগ।  শেবাগের মতে, এমন ম্যাচে দায়িত্ব নিয়ে ব্যাটিং করার উচিত ছিল সাকিবের। যা তিনি করতে পারেননি।

বিজ্ঞাপন

হার্শা ভোগলে বলেন, ‘সত্যটা হচ্ছে ফেক ফিল্ডিংটা কেউ দেখেনি। আম্পায়াররা দেখেনি, ব্যাটসম্যানরা দেখেনি, আমরাও (ধারাভাষ্যকার) দেখিনি। আইনের ৪১.৫ ধারায় ফেক ফিল্ডিংয়ে জরিমানার বিধান আছে (আম্পায়ারের কাছে এটি বোধগম্য হতে হবে)। কিন্তু কেউই তো ঘটনাটা দেখেনি। তাহলে কার কী করার আছে? আমার মনে হয় না ভেজা মাঠ নিয়ে কেউ অভিযোগ জানাতে পারে। সাকিব ঠিকই বলেছে যে এ ধরনের ঘটনা ব্যাটিং দলের পক্ষে যায়। যতক্ষণ না অসম্ভব হয়ে ওঠে, ততক্ষণ পর্যন্ত খেলা চালিয়ে যাওয়াটা আম্পায়ার ও কিউরেটরদের দায়িত্ব। আর সেই দায়িত্বটা তারা ভালোভাবেই সামাল দিয়েছে। যে কারণে কম সময় নষ্ট হয়েছে।’

‘সুতরাং আমার বাংলাদেশের বন্ধুদের বলব, লক্ষ্যে পৌঁছাতে না পারার দায় ফেক ফিল্ডিং বা ভেজা কন্ডিশনকে দেবেন না। যদি একজন ব্যাটসম্যানও শেষপর্যন্ত টিকে থাকতে পারত, ম্যাচটা বাংলাদেশ জিতত। আমরা সবাই এর জন্য দায়ী … অজুহাত খুঁজলে বড় হওয়া যায় না।’

বৃষ্টির পর দ্রুত রান তুলতে গিয়ে ৯ রানের ব্যবধানে ৪ উইকেট হারিয়ে ফেলে বাংলাদেশ। তার মধ্যে সাকিবের উইকেটও ছিল। শেবাগ মনে করছেন, সাকিবের মতো অভিজ্ঞ একজনের ক্রিজে থাকার দরকার ছিল শেষ পর্যন্ত।

ভারতীয় তারকা বলেন, ‘অধিনায়কের দায়িত্ব নেওয়া উচিত ছিল। শান্ত (আফিফ) আগে আউট হয়েছে, সাকিবও একই ওভারে আউট হয়েছে। তারা দ্রুত তিনটি উইকেট হারিয়েছে। অথচ একটা জুটি হলে…এমন নয় যে ৫০ রানের জুটি গড়তে হতো। টি–টোয়েন্টিতে ১০ বলে ২০ রানের জুটিও ম্যাচের মোড় ঘুরিয়ে দেয়।’

শেবাগ বলেন, ‘আমার মতে, অধিনায়ক ভুল করেছে। সে তো অভিজ্ঞ, কোহলির মতো দায়িত্ব নিয়ে শেষ পর্যন্ত খেলা উচিত ছিল। দলকে বিপদমুক্ত করা উচিত ছিল।’

টি-টোয়েন্টি বিশ্বকাপের সব ম্যাচ সরাসরি সম্প্রচার করছে দেশের জনপ্রিয় স্যাটেলাইট টেলিভিশন জিটিভি। এছাড়া খেলা এবার একসঙ্গে দেখা যাবে দেশের জনপ্রিয় ওটিটি (ওভার দ্য টপ) প্ল্যাটফর্ম র‍্যাবিটহোলে

সারাবাংলা/এসএইচএস

টি-টোয়েন্টি বিশ্বকাপ ২০২২ বীরেন্দ্রন শেবাগ সাকিব আল হাসান

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর