Saturday 23 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বৃষ্টি বিঘ্নিত ম্যাচে প্রোটিয়াদের হারিয়ে টিকে রইল পাকিস্তান

স্পোর্টস ডেস্ক
৩ নভেম্বর ২০২২ ১৯:০০

টি-টোয়েন্টি বিশ্বকাপের সেমিফাইনালের স্বপ্ন বাঁচিয়ে রাখতে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে জিততেই হত পাকিস্তানকে। সেই লক্ষ্যে প্রথমে ব্যাট করতে নেমে বিপর্যয়ে পড়ে পাকিস্তান। তবে শেষ পর্যন্ত নির্ধারিত ২০ ওভারে ৯ উইকেটে ১৮৫ রানের সংগ্রহ পায়। জবাবে ব্যাট করতে নেমে ৯ ওভারে ৪ উইকেটে ৬৯ রান তোলার পর বৃষ্টিতে দীর্ঘক্ষণ খেলা বন্ধ থাকে। এরপর বৃষ্টি থামলে বৃষ্টি আইনে ১৪ ওভারে ১৪২ রানের লক্ষ্য দাঁড়ায় প্রোটিয়াদের সামনে। শেষ পর্যন্ত ৯ উইকেটে ১০৮ রানে থামে দক্ষিণ আফ্রিকা আর তাতেই পাকিস্তান পেয়ে যায় ৩৩ রানের জয়।

বিজ্ঞাপন

প্রথমে ব্যাট করতে নেমে মাত্র ৪৩ রানে ৪ উকেট হারায় পাকিস্তান। এরপর ইফতেখারের ৩৫ বলে ৫১ আর শাদাবের ২২ বলে ৫২ রানে ১৮৫ রানের পুঁজি পেয়ে যায় বাবর আজমের দল।

১৮৬ রান তাড়ায় নেমে প্রথম ওভারেই বড় ধাক্কা খায় প্রোটিয়ারা। ছন্দে থাকা কুইন্টেন ডি কক শাহিন আফ্রিদির বলে ধরা দেন উইকেটের পেছনে রিজওয়ানের গ্লাভসে। রাইলি রুশো এক ছক্কায় ঝড়ের আভাস দিলেও নিভে যান তৃতীয় ওভারে। কিন্তু দলকে ঠিকই উড়ন্ত শুরু পাওয়ে দেন বাভুমা। এইডেন মার্কামকে নিয়ে তুলেন ঝড়। তৃতীয় উইকেটে ২৭ বলে তারা যোগ করেন ৪৯ রান।

এরপর ১৯ বলে ৪ বাউন্ডারি এক ছক্কায় ৩৬ করে শাদাবের লেগ স্পিনে কিপারের হাতে ক্যাচ দেন বাভুমা। ওই ওভারেই শাদাবের গুগলি বুঝতে না পেরে বোল্ড হয়ে যান মার্কাম। খানিক পর আসে বৃষ্টি। তখন ডিএলএস মেথডে ১৫ রান পিছিয়ে দক্ষিণ আফ্রিকা। শাদাবের ওই ওভারটিই যেন ঠিক করে দেয় ম্যাচের গতিপথ।

দীর্ঘক্ষণ খেলা বন্ধ থাকার পর দক্ষিণ আফ্রিকার সামনে নতুন লক্ষ্য দাঁড়ায় ১৪ ওভারে ১৪২ রানের। অর্থাৎ ৫ ওভারে দক্ষিণ আফ্রিকার প্রয়োজন ৭৩ রানের। তবে বৃষ্টির পর নেমে শাদাবের ওভারে ছক্কা-চারে ১৪ রান আনেন ট্রিস্টিয়ান স্টাভস। শাহিনের পরের ওভারে দুই বাউন্ডারিতে ঝাঁজ দেখান হেনরিক ক্লাসেন। কিন্তু পঞ্চম বলে ছক্কার চেষ্টায় আকাশে ক্যাচ উঠিয়ে ফেরেন তিনি।

এরপরেই আর ছন্দ ধরে রাখতে পারেনি প্রোটিয়ারা। শেষ দিকে দ্রুত উইকেট হারিয়ে নির্ধারিত ১৪ ওভারে ৯ উইকেটে ১০৮ রানে থামে দক্ষিণ আফ্রিকার ইনিংস। আর পাকিস্তান পেয়ে যায় ৩৩ রানের দুর্দান্ত জয়। আর এই জয়েই সেমিফাইনালের স্বপ্ন এখনো বেঁচে রইল বাবর আজমদের। যদিও এর জন্য তাকিয়ে থাকতে হবে নানান সমীকরণের দিকে।

বিজ্ঞাপন

টি-টোয়েন্টি বিশ্বকাপের সব ম্যাচ সরাসরি সম্প্রচার করছে দেশের জনপ্রিয় স্যাটেলাইট টেলিভিশন জিটিভি। এছাড়া খেলা এবার একসঙ্গে দেখা যাবে দেশের জনপ্রিয় ওটিটি (ওভার দ্য টপ) প্ল্যাটফর্ম র‍্যাবিটহোলে

সারাবাংলা/এসএস

টি-টোয়েন্টি বিশ্বকাপ ২০২২ পাকিস্তান বনাম দক্ষিণ আফ্রিকা

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর