অধিনায়কত্ব ছাড়ার কারণ জানালেন নবী
৫ নভেম্বর ২০২২ ১৩:১০
সম্ভাবনাময়ী স্কোয়াড নিয়ে অস্ট্রেলিয়ায় টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশগ্রহণ করতে আসে আফগানিস্তান। তবে সম্ভাবনাময়ী স্কোয়াড নিয়েও নিউজিল্যান্ড, ইংল্যান্ড, অস্ট্রেলিয়া আর শ্রীলংকাদের সঙ্গে পেরে ওঠেনি আফগানিস্তান। নিজেদের শেষ ম্যাচে অস্ট্রেলিয়ার কাছে মাত্র ৪ রানে হারের পর বিশ্বকাপের যাত্রা শেষ হয়েছে আফগানদের। এরপরেই দলের অধিনায়কত্ব ছাড়ার ঘোষণা দেন মোহাম্মদ নবী। বিশ্বকাপে এমন পারফরম্যান্সের জন্য দলের প্রস্তুতি নিয়ে হতাশা এবং নির্বাচক ও ম্যানেজমেন্টের সঙ্গে মতবিরোধের কারণে এমন সিদ্ধান্ত নিয়েছেন বলেই জানান নবী।
নিজের ব্যক্তিগত টুইটার অ্যাকাউন্ট থেকে এক বিবৃতিতে নবী লিখেছেন, ‘আমাদের টি-টোয়েন্টি বিশ্বকাপের যাত্রা শেষ হয়েছে। আমরা বা আমাদের সমর্থকরা এটি আশা করিনি। ম্যাচের ফলাফল নিয়ে আমরা আপনার মতই হতাশ।’
নবী আরও লিখেছেন, ‘গত এক বছর ধরে আমাদের প্রস্তুতি ওই পর্যায়ে ছিল না যেটা বড় টুর্নামেন্টের জন্য একজন অধিনায়ক চায়। তাছাড়া বেশ কিছু সফরে টিম ম্যানেজমেন্ট, নির্বাচক কমিটি এবং আমার মতামতের অমিল হওয়ায় সেটা দলের ভারসাম্যের ওপর প্রভাব ফেলেছে।’
‘যথাযথ সম্মানের সঙ্গে আমি অধিনায়কত্ব থেকে পদত্যাগ করার ঘোষণা দিচ্ছি। যখন ম্যানেজমেন্ট ও দলের প্রয়োজন হবে তখন দেশের হয়ে খেলা চালিয়ে যাব।’—যোগ করেন মোহাম্মদ নবী।
আরব আমিরাতে ২০২১ সালে ভারতের আয়োজনে টি-টোয়েন্টি বিশ্বকাপে দলের বিপর্যয়ের পর অধিনায়কত্ব ছেড়েছিলেন রশিদ খান। এরপর দলের দায়িত্ব তুলে দেওয়া হয় মোহাম্মদ নবীর কাঁধে। দ্বিতীয় মেয়াদে সফলতা-ব্যর্থতা মুদ্রার এপিঠ-ওপিঠ দুটো দিকই দেখেছেন নবী। তার নেতৃত্বে ২৩টি ম্যাচ খেলে আফগানরা জিতেছে ১০টিতে, বাকি ১৩টিতে হেরেছে দল। এশিয়া কাপ ও বিশ্বকাপ মিলিয়ে নবীর নেতৃত্বে টানা ৬টি ম্যাচ হেরেছে আফগানিস্তান।আর বিশ্বকাপের পরেই ছাড়লেন অধিনায়কত্ব।
টি-টোয়েন্টি বিশ্বকাপের সব ম্যাচ সরাসরি সম্প্রচার করছে দেশের জনপ্রিয় স্যাটেলাইট টেলিভিশন জিটিভি। এছাড়া খেলা এবার একসঙ্গে দেখা যাবে দেশের জনপ্রিয় ওটিটি (ওভার দ্য টপ) প্ল্যাটফর্ম র্যাবিটহোলে।
সারাবাংলা/এসএস
আফগানদের বিদায় আফগানিস্তান টি-টোয়েন্টি বিশ্বকাপ ২০২২ সুপার টুয়েলভ