সাকিবদের দায়িত্বে থাকা প্রশ্নে যা বললেন শ্রীরাম
৫ নভেম্বর ২০২২ ১৪:৫১
ক্ষীণ সম্ভবনা সত্যি হয়ে বাংলাদেশ বিশ্বকাপের সেমিফাইনাল পর্যন্ত যেতে না পারলে আগামীকালই বাংলাদেশ অধ্যায় শেষ হতে পারে শ্রীধরন শ্রীরামের। বিশ্বকাপ পর্যন্ত ভারতীয় এই কোচের সঙ্গে চুক্তি ছিল বাংলাদেশ ক্রিকেট বোর্ডের। কাল সুপার টুয়েলভে নিজেদের শেষ ম্যাচ খেলতে নামবে বাংলাদশে। শ্রীরামের সঙ্গে বিসিবির চুক্তির মেয়াদ কি বাড়বে?
অধিনায়ক সাকিব আল হাসান বলেছিলেন, বিশ্বকাপের পরও শ্রীরামকে টি-টোয়েন্টি দলের সঙ্গে দেখতে চান তিনি। শ্রীরাম কি ভাবছেন? এমন প্রশ্নে সরাসরি উত্তর দিতে চাইলেন না ভারতীয় এই কোচ। বলেছেন, ভবিষ্যতের কথা না ভেবে আগামীকালের ম্যাচ নিয়েই বেশি ভাবছেন তিনি।
কাল অ্যাডিলেডে পাকিস্তানের বিপক্ষে নিজেদের শেষ ম্যাচটা খেলতে নামবে বাংলাদেশ। তার আগে শ্রীরাম ম্যাচপূর্ব সংবাদ সম্মেলনে হাজির হলে উঠল চুক্তি বর্ধনের প্রশ্ন।
শ্রীরাম বলেন, ‘আবারও বলছি, একটা সময়ে একটা ম্যাচ, একটা সময়ে একটা টুর্নামেন্ট (ধরে ভাবছি)। এখন আমার লক্ষ্য হচ্ছে, বিশ্বকাপটা ভালোভাবে শেষ করা। আমার নজর কেবল সেদিকেই। বেশি দূরের কিছু নিয়ে চিন্তা করিনি।’
এশিয়া কাপের আগে হেড কোচ রাসেল ডমিঙ্গোকে সরিয়ে টেকনিক্যাল কনসালটেন্ট হিসেবে নিয়োগ দেওয়া হয় শ্রীধরন শ্রীরামকে। তার অধিনে এশিয়া কাপ ও নিউজিলান্ডের ত্রিদেশীয় সিরিজের পর বিশ্বকাপ খেলছে বাংলাদেশ।
সব মিলিয়ে ১২টি টি-টোয়েন্টি ম্যাচ খেলে বাংলাদেশ জিতেছে চারটিতে। তার মধ্যে দুটি সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে অন্য দুটি জিম্বাবুয়ে ও নেদারল্যান্ডসের বিপক্ষে। শ্রীরাম অবশ্য শুরু থেকেই বলছেন, বর্তমানের পারফরম্যান্স নয় ভবিষ্যতের জন্য দল গঠন করার লক্ষ্যেই এগুচ্ছেন তিনি।
টি-টোয়েন্টি বিশ্বকাপের সব ম্যাচ সরাসরি সম্প্রচার করছে দেশের জনপ্রিয় স্যাটেলাইট টেলিভিশন জিটিভি। এছাড়া খেলা এবার একসঙ্গে দেখা যাবে দেশের জনপ্রিয় ওটিটি (ওভার দ্য টপ) প্ল্যাটফর্ম র্যাবিটহোলে।
সারাবাংলা/এসএইচএস