Wednesday 09 Apr 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

জাতীয় দলের আগে বাংলাদেশে আসছে ভারতের ‘এ’ দল

স্পোর্টস করেসপন্ডেন্ট
৯ নভেম্বর ২০২২ ১৭:২২ | আপডেট: ৯ নভেম্বর ২০২২ ১৭:২৫

দুটি টেস্ট ও তিনটি ওয়ানডে খেলতে ডিসেম্বরের শুরুতে বাংলাদেশ সফরে আসবে ভারতের জাতীয় ক্রিকেট দল। তার আগে বাংলাদেশে দুটি চার দিনের আনঅফিসিয়াল ম্যাচ খেলবে ভারতের ‘এ’ দল। বাংলাদেশ ‘এ’ দলের বিপক্ষে ম্যাচ দুটি খেলতে ২৫ নভেম্বর ঢাকায় পা রাখবে ভারত ‘এ’ দল।

বুধবার (৯ নভেম্বর) এক বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।  প্রথম চার দিনের ম্যাচটি শুরু হবে ২৯ নভেম্বর। দ্বিতীয় ম্যাচটি মাঠে গড়াবে ৬ ডিসেম্বর। তবে কোন ভেন্যুুতে খেলা হবে তা এখনো নিশ্চিত করেনি বিসিবি।

বিজ্ঞাপন

অনেকদিন যাবত টেস্ট ক্রিকেট খেলেনি ভারত। ফলে সাদা পোশাকের ক্রিকেটে ক্রিকেটারদের মানিয়ে নেওয়ার সুযোগ করে দিতেই ভারতীয়দের এই উদ্যোগ। ‘এ’ দলের এই সফরে ভারতের কয়েকজন বড় তারকার নাম থাকার আভাস পাওয়া যাচ্ছে।

তিনটি ওয়ানডে ও দুটি টেস্ট খেলতে ডিসেম্বরের প্রথম দিন বাংলাদেশ আসবে ভারতের জাতীয় দল। তিন ম্যাচের ওয়ানডে সিরিজ হবে মিরপুরের শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে। তারপর দুই ম্যাচ সিরিজের প্রথমটি হবে চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে। ঢাকায় ফিরে হবে সিরিজের দ্বিতীয় টেস্ট ম্যাচটি।

সারাবাংলা/এসএইচএস

বাংলাদেশ-ভারত সিরিজ ভারতীয় ‘এ’ দল