Sunday 29 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ফাইনালের প্রতিপক্ষকে হুঙ্কার দিয়ে রাখল পাকিস্তান

স্পোর্টস করেসপন্ডেন্ট
৯ নভেম্বর ২০২২ ২২:২৪

ভাগ্যের সহায়তা না পেলে টি-টোয়েন্টি বিশ্বকাপের সেমিফাইনালেই উঠতে পারত না পাকিস্তান। সেই দলটা এখন শিরোপা থেকে একধাপ দূরে। সেমিফাইনালের লড়াইয়ে নিউজিল্যান্ডকে সহজেই হারিয়েছে বাবর আজমের দল। ফাইনালের পাকিস্তানের প্রতিপক্ষ হবে ভারত-ইংল্যান্ডের মধ্যকার দ্বিতীয় সেমিফাইনাল জয়ী দল। এদিকে, ফাইনালের প্রতিপক্ষকে আগেই হুঙ্কার দিয়ে রাখলেন পাকিস্তানের ব্যাটিং পরামর্শক ম্যাথু হেইডেন। বলেছেন, পাকিস্তানের সেরা ক্রিকেটটা এখনো বাকিই আছে। সেটা জমিয়ে রাখা হয়েছে ফাইনালের জন্য। ফাইনালে চিরপ্রতিদ্বন্দ্বী ভারতকে চায় এমন কথাও বলেছেন পাকিস্তান কোচ।

বিজ্ঞাপন

বুধবার (৯ নভেম্বর) অ্যাডিলেডে শাহিন শাহ আফ্রিদি, হারিস রউফ, নাসিম শাহ, শাদাব খানদের দুর্দান্ত বোলিংয়ে আগে ব্যাটিং করতে নামা নিউজিল্যান্ডকে ১৫২ রানের বেশি তুলতে দেয়নি পাকিস্তান। পরে দুই ওপেনার বাবর আজম ও মোহাম্মদ রিজওয়ান ওপেনিংয়ে গড়েন শতরানের জুটি।

এসবের বিপরিতে তেমন প্রতিরোধই গড়তে পারেনি নিউজিল্যান্ড। শেষ পর্যন্ত ৫ বল আর ৭ উইকেট হাতে রেখে নিউজিল্যান্ডকে হারিয়ে দিয়েছে পাকিস্তান।

ম্যাচ শেষে ম্যাথু হেইডেন বলেন, ‘এই রাতটা বিশেষ কিছু। আমাদের ফাস্ট বোলিং আক্রমণ দারুণ কাজ করেছে। আমি মনে করি না, আমরা নিজেদের সেরাটা এখনো দেখেছি। যেটা সম্ভবত সেই ভয়ংকর রূপ, যা ফাইনালে যারা আমাদের মুখোমুখি হবে তাদের জন্য। মেলবোর্নের উইকেট ভালো এবং ব্যাটিং সহায়ক হতে পারে। স্বপ্নটা এখন আকাশছোঁয়া। দারুণ কোনো কিছুকে কখনোই দমিয়ে রাখা যায় না। এই দুজন (বাবর-রিজওয়ান) কয়েক বছর ধরে এটা করে আসছে।’

মিডল অর্ডার ব্যাটার খুশদিল শাহ বা আসিফ আলিদের ব্যর্থতায় দলে আসা মোহাম্মদ হারিস আজ কার্যকারী এক ইনিংস খেলেছেন। ১৩২ রানের মাথায় মোহাম্মদ রিজওয়ান ফিরলে খানিকক্ষণ চাপে পড়ে গিয়েছিল পাকিস্তান। কিন্তু ২৬ বলে ৩০ রানের ইনিংস খেলে সেই চাপকে ফুঁ মেরেই উড়িয়ে দিয়েছেন তরুণ হারিস।

ম্যাচ শেষে বোলিং ডিপার্টমেন্টের পাশাপাশি তরুণ এই ক্রিকেটারের প্রশংসাও ফুটে উঠল হেইডেনের মুখে। অস্ট্রেলিয়ান এই কোচ বলেন, ‘হারিস নেটে সব বোলারকে পিটিয়েছে। বোলারদের এই উইকেটে মানিয়ে নিতে হয়েছে এবং মন্থর বোলিং করতে হয়েছে। তারা বেশ ভালো করেছে। হারিস রউফ ধারাবাহিকভাবে প্রায় ১৫০ কিলোমিটার গতিতে বল করেছে। শাদাব একজন দারুণ লড়াকু খেলোয়াড়। নিজেদের দিনে তারা অপ্রতিরোধ্য।’

বিজ্ঞাপন

ফাইনালে চিরপ্রতিদ্বন্দ্বী ভারতকে পাওয়ার প্রত্যাশার কথাও জানিয়েছেন হেইডেন। পাকিস্তানের ব্যাটিং পরামর্শক বলেন, ‘আমি ফাইনালে ভারতের বিপক্ষে খেলতে চাই। কারণ, অনেক বেশি দর্শকের উপস্থিতি। সেটা অকল্পনীয় ব্যাপার হবে।’

টি-টোয়েন্টি বিশ্বকাপের সব ম্যাচ সরাসরি সম্প্রচার করছে দেশের জনপ্রিয় স্যাটেলাইট টেলিভিশন জিটিভি। এছাড়া খেলা এবার একসঙ্গে দেখা যাবে দেশের জনপ্রিয় ওটিটি (ওভার দ্য টপ) প্ল্যাটফর্ম র‍্যাবিটহোলে

সারাবাংলা/এসএইচএস

টি-টোয়েন্টি বিশ্বকাপ ২০২২ ম্যাথু হেইডেন

বিজ্ঞাপন
সর্বশেষ

চট্টগ্রামে ডেঙ্গুতে তরুণের মৃত্যু
২৮ সেপ্টেম্বর ২০২৪ ২২:১০

উর্মিলার সংসার ভেঙে যাওয়ার কারণ
২৮ সেপ্টেম্বর ২০২৪ ২১:০২

নতুন পরিচয়ে কুসুম সিকদার
২৮ সেপ্টেম্বর ২০২৪ ২০:৫৭

সম্পর্কিত খবর