Friday 22 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ভন-নাসেরদের কাঠগড়ায় ভারতের টপ অর্ডার

স্পোর্টস করেসপন্ডেন্ট
১১ নভেম্বর ২০২২ ১৬:০৬

অনেক বছর ধরেই বিশ্ব ক্রিকেটের অন্যতম সেরা শক্তি ভারত। বিশ্বসেরা ব্যাটিং, দুর্দান্ত বোলিং লাইনআপ এবং অভিজ্ঞতা সবই আছে ভারতীয় দলে। আইপিএলের কল্যাণে টি-টোয়েন্টি ক্রিকেটের সবচেয়ে অভিজ্ঞ ও সমৃদ্ধ দলও ভারত। অথচ বড় টুর্নামেন্টে ভারতের সাফল্য নেই এক যুগেরও বেশি সময় ধরে। ২০১১ সালের ওয়ানডে বিশ্বকাপ জেতার পর থেকে এযাবৎ ভারত কেবল ২০১৩ সালে চ্যাম্পিয়ন্স ট্রফিই জিতেছে, আর কিছু নয়। এবাারের টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকেও ফিরতে হলো ব্যর্থতা মেনে নিয়ে।

বিজ্ঞাপন

সেমিফাইনালে ভারতকে স্রেফ উড়িয়ে দিয়েছে ইংল্যান্ড। ১০ উইকেটে হেরেছে রোহিত শর্মা, বিরাট কোহলিরা। এমন বিদায়ের কারণ খুঁজতে ব্যস্ত অনেকেই। জাসপ্রিত বুমরাহর ইনজুরিতে ভারতের বোলিং আক্রমণ বিশ্বকাপ শুরুর আগেই দুর্বল হয়ে পড়েছিল। মোহাম্মদ শামি বুমরাহর শূন্যস্থান পূরণ করতে পারেননি। তবে মাইকেল ভন ও নাসের হুসেইনরা মনে করছেন ভারতের বিদায়ের বড় কারণ তাদের টপ অর্ডার। দুই ওপেনার লোকেশ রাহুল ও রোহিত শর্মাকে নিয়ে কথা উঠছে বারবার।

বিজ্ঞাপন

ব্যাটিং পাওয়ার প্লের ৬ ওভারে প্রায় প্রতি ম্যাচেই ভুগেছে ভারত। অন্যন্য দলগুলো পাওয়ার প্লেতেই প্রতিপক্ষকে আক্রমণ করার সময় হিসেবে বেছে নিলেও ভারত পাওয়ার প্লেতে প্রত্যাশা মাফিক রান তুলতে পারেনি কোনো ম্যাচেই। এতে লোকেশ রাহুল ও রোহিত শর্মার বলের সঙ্গে পাল্লা দিয়ে রান তুলতে না পারাটা বড় ভূমিকা রেখেছে।

প্রথম ছয় ওভারে ভারত চল্লিশের বেশি রান তুলতে পেরেছে মাত্র একবার। জিম্বাবুয়ের বিপক্ষে ১ উইকেটে ৪৬। পাওয়ার প্লেতে পাকিস্তানের বিপক্ষে ভারত রান তুলেছে ১ উইকেটে ৩১, নেদারল্যান্ডসের বিপক্ষে ১ উইকেটে ৩২, দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ২ উইকেটে ৩২ ও বাংলাদেশের বিপক্ষে ১ উইকেটে ৩৭।

এভাবে সুপার টুয়েলভ পেরুলেও সেমিফাইনাল আর পেরুতে পারেনি ভারত। সেমিফাইনালে ইংল্যান্ডের বিপক্ষে পাওয়ার প্লেতে ১ উইকেটে ৩৮ রান তুলতে পেরেছে দলটি। এমন মন্থর শুরুর পর হার্দিক পান্ডিয়া শেষ দিকে ঝড় তুললেও খুব বড় স্কোর পায়নি ভারত। বুমরাহর অনুপস্থিতিতে ১৬৮ রানের সেই স্কোর নিয়ে দাঁড়াতেই পারেনি ভারতের বোলিং লাইনআপ।

ইংল্যান্ডের সাবেক অধিনায়ক মাইকেল ভন অস্ট্রেলিয়ার সংবাদমাধ্যম সিডনি মর্নিং হেরাল্ডে লেখা কলামে প্রশ্ন তুলেছেন রঙিন পোশাকের ক্রিকেটে ভারতের অর্জন নিয়েই, ‘ভারত সাদা বলের ক্রিকেট খেলছে বহু বছর ধরে। কিন্তু ২০১১ বিশ্বকাপ জেতার পর সাদা বলে ভারতের অর্জন কী? তাদের দলে টি-টোয়েন্টির যে প্রতিভা রয়েছে, আর তাদের নিয়ে ভারত যা খেলছে, দেখে আমি স্তব্ধ হয়ে গেছি। তাদের যথেষ্ট ভালো ক্রিকেটার আছে, কিন্তু সেই ক্রিকেটারদের পারফর্ম করার প্রক্রিয়াটা ঠিক নেই। টি-টোয়েন্টি ক্রিকেটে মাঠে নেমেই ভারতীয় ব্যাটসম্যানদের মারা শুরু করা উচিত। তারা কেন যেন প্রথম ৫ ওভার প্রতিপক্ষের বোলারদের সুযোগ করে দেয়।’

ভনের সঙ্গে সুর মিলিয়েছেন ইংল্যান্ডের আরেক সাবেক অধিনায়ক নাসের হুসেইনও। ডেইলি মেইলে লেখা কলামে হুসেইন লিখেন, ‘আমি আমার বিভিন্ন লেখায় আগেও বলেছি। আমার কাছে মনে হয়, ভারতীয় দলের টপ অর্ডার যে ব্যাটিংটা করছে, সেটি পুরোনো আমলের ব্যাটিং। এটি কেবল আমার কথা নয়, ভারতের সাবেক কোচ রবি শাস্ত্রীও এর থেকে বেরিয়ে আসার আহ্বান জানিয়েছেন দলকে।’

হুসেইন লিখেন, ‘ভারতের ব্যাটিংয়েও ভয়ভীতির ছোঁয়া ছিল। তাদের মাথায় রাখা উচিত ছিল, ইংল্যান্ডের বিপক্ষে তাদের সংগ্রহটা হতে হবে নির্দিষ্ট মানদণ্ডের অনেক ওপরে। সেটি হয়নি। হার্দিক পান্ডিয়া যদি ওই সাহসী ইনিংসটা না খেলত, তাহলে তাদের সংগ্রহ হতো অনেক কম।’

টি-টোয়েন্টি বিশ্বকাপের সব ম্যাচ সরাসরি সম্প্রচার করছে দেশের জনপ্রিয় স্যাটেলাইট টেলিভিশন জিটিভি। এছাড়া খেলা এবার একসঙ্গে দেখা যাবে দেশের জনপ্রিয় ওটিটি (ওভার দ্য টপ) প্ল্যাটফর্ম র‍্যাবিটহোলে

সারাবাংলা/এসএইচএস

টি-টোয়েন্টি বিশ্বকাপ ২০২২ নাসের হুসেইন ভারতীয় ক্রিকেট দল মাইকেল ভন

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর