Monday 07 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

স্পেনের বিশ্বকাপ দলে নেই রামোস

স্পোর্টস করেসপন্ডেন্ট
১১ নভেম্বর ২০২২ ২২:২০ | আপডেট: ১২ নভেম্বর ২০২২ ১১:৪৪
Sarabangla | Breaking News | Sports | Entertainment

আসন্ন কাতার বিশ্বকাপের জন্য চূড়ান্ত দল ঘোষণা করেছে স্পেন। অভিজ্ঞ ডিফেন্ডার সার্জিও রামোসের জায়গা হয়নি দলে। তবে ২৬ সদস্যের দলে আছেন তরুণ আনসু ফাতি।

চোটের কারণে অনেকদিন যাবতই স্পেন জাতীয় দলের বাইরে রামোস। তবে চোট কাটিয়ে সম্প্রতি পিএসজি হয়ে দারুণ ছন্দে খেলছিলেন। ক্লাব ফুটবলের সাম্প্রতিক পারফরম্যান্স আর অভিজ্ঞতার কারণে রামোসকে বিশ্বকাপ দলে দেখছিলেন অনেকে। কিন্তু লুইস এনরিকে শেষ পর্যন্ত রামোসে ভরসা রাখতে চাননি। দলে জায়গা হয়নি লিভারপুলের মিডফিল্ডার থিয়াগো আলকানতারারও।

তরুণ ফাতির দলে ফেরাটা অনুমিতই ছিল। ফাতির সঙ্গে দলে ফিরেছেন বার্সেলোনার দুই মিডফিল্ডার গাভি ও পেদ্রি।

বিজ্ঞাপন

স্পেনের বিশ্বকাপ মিশন শুরু হবে ২৩ নভেম্বর। সেদিন বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে কোস্টারিকার মুখোমুখি হবে সাবেক বিশ্বচ্যাম্পিয়নরা। গ্রুপ পর্বে কঠিন প্রতিপক্ষেরই মোকাবিলা করতে হবে স্পেনকে। তাদের গ্রুপে আছে জার্মানি ও জাপান।

স্পেনের বিশ্বকাপ স্কোয়াড:

গোলরক্ষক: উনাই সিমন (অ্যাথলেটিক বিলবাও), রবার্ত সানচেজ (ব্রাইটন), দাভিদ রায়া (ব্রেন্টফোর্ড)

ডিফেন্ডার: সিজার আজপিলিকুয়েতা (চেলসি), দানি কারবাহাল (রিয়াল মাদ্রিদ), আয়মেরিক লাপোর্তে (ম্যানচেস্টার সিটি), এরিক গার্সিয়া (বার্সেলোনা), জর্দি আলবা (বার্সেলোনা), পাউ তোরেস (ভিয়ারিয়াল), হোসে গায়া (ভ্যালেন্সিয়া), হুগো গুইলামন (ভ্যালেন্সিয়া)

মিডফিল্ডার: সার্জিও বুসকেতস (বার্সেলোনা), রদ্রি (ম্যানচেস্টার সিটি), গাভি (বার্সেলোনা), পেদ্রি (বার্সেলোনা), কার্লোস সোলার (প্যারিস সেইন্ট জার্মেই), কোকে (অ্যাতলেতিকো মাদ্রিদ), মার্কোস লোরেন্তে (অ্যাতলেতিকো মাদ্রিদ)

ফরোয়ার্ড: ফেরান তোরেস (বার্সেলোনা), আলভারো মোরাতা (অ্যাতলেতিকো মাদ্রিদ), মার্কো অ্যাসেনসিও (রিয়াল মাদ্রিদ), আনসু ফাতি (বার্সেলোনা), নিকো উইলিয়ামস (অ্যাথলেটিক বিলবাও), পাবলো সারাবিয়া (প্যারিস সেইন্ট জার্মেই), ইয়েরেমি পিনো (ভিয়ারিয়াল), দানি ওলমো (আরবি লাইপজিগ)।

সারাবাংলা/এসএইচএস

ফুটবল বিশ্বকাপ ২০২২ সার্জিও রামোস

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর