দলের সবার লক্ষ্য হেক্সা জয়: রাফিনহা
১৫ নভেম্বর ২০২২ ১২:৫৪
কাতার বিশ্বকাপ মাঠে গড়াতে বাকি আর মাত্র পাঁচদিন। এর মধ্যেই বেজে উঠেছে বিশ্বকাপের দামামা। এবারে ফেভারিট হয়েই কাতার বিশ্বকাপে পাড়ি জমাচ্ছে ব্রাজিল। পাঁচবার বিশ্বকাপ জয়ী ব্রাজিলের এবার লক্ষ্য হেক্সা মিশন। শেষবার বিশ্বকাপ এসেছিল ২০২২ সালে সেটিও ২০ বছর পেরিয়ে গেছে। এবার তাই তো ব্রাজিলের স্কোয়াড মুখিয়ে আছে খেলোয়াড়রা এমনটাই জানিয়েছেন রাফিনহা।
বিশ্বকাপের প্রস্তুতিতে পাঁচ দিনের ক্যাম্প করতে ব্রাজিল স্কোয়াড আছেন ইতালির তুরিনে। সেখান থেকেই দোহায় রওয়ানা দিবে তিতের দল।
সোমবার (১৪ নভেম্বর) বার্সেলোনার প্রকাশিত এক সাক্ষাৎকারে রাফিনহা জানিয়েছেন, এবারে দলের প্রস্তুতি দারুণ। তিনি বলেন, ‘বিশ্বকাপের জন্য আমি প্রস্তুত হচ্ছি। মানসিক ও শারীরিকভাবে প্রস্তুত হতে যা করা দরকার সবই করছি। জাতীয় দলের হয়ে শিরোপা জেতার লক্ষ্য সবার, আমরা সবাই সেটাই চাই। দলের মধ্যে চমৎকার একটা আবহ বিরাজ করছে।’
এবারের বিশ্বকাপে যে ফেভারিট হয়েই অংশগ্রহণ করতে যাচ্ছে ব্রাজিল সেটিও জানিয়েছেন রাফিনহা। এবারের দলের সবাই উজ্জীবিত বিশ্বকাপ নিয়ে এবং হেক্সা মিশন পূরণ করতে গোটা দল বদ্ধপরিকর।
রাফিনহা বলেন, ‘কোনো চাপ অনুভব করছি না। বিশ্বকাপ হোক বা অন্য শিরোপা ব্রাজিল সব সময়ই শিরোপার দাবিদার। সমর্থকদের চাহিদাটা খুব স্বাভাবিক। কারণ আমরা উচ্চ মানসম্পন্ন দল যেখানে আছে বড় বড় নাম। খুব স্বাভাবিক ৬ষ্ঠ শিরোপা জিততে ভক্তরা অধীর হয়ে আছে।’
২৪ নভেম্বর সার্বিয়ার বিপক্ষে ম্যাচ দিয়ে এবারের বিশ্বকাপ মিশন শুরু হবে ব্রাজিলের। বাংলাদেশ সময় রাত ১টায় শুরু হবে খেলাটি।
সারাবাংলা/এসএস
কাতার বিশ্বকাপ কাতার বিশ্বকাপ ২০২২ ফুটবল বিশ্বকাপ ফুটবল বিশ্বকাপ ২০২২ ব্রাজিল রাফিনহা হেক্সা মিশন