মরুর বুকে শুরু বিশ্বকাপ [ছবি]
২০ নভেম্বর ২০২২ ২১:৫৯ | আপডেট: ২১ নভেম্বর ২০২২ ০০:৩৩
জমকালো আয়োজনের মধ্য দিয়ে পর্দা উঠল কাতার বিশ্বকাপের।
অনুষ্ঠানজুড়ে সংগীতের তালে তালে কাতারের স্থানীয় আরব্য সংস্কৃতির সঙ্গে পরিচয় করিয়ে দেওয়া হয় বিশ্ববাসীকে। অনুষ্ঠানপর্ব শুরু হয় মর্গান ফ্রিম্যানের উপস্থাপনায়।
এরপর বিশ্বকাপের গান ড্রিমার্স নিয়ে মঞ্চে আসেন বিটিএস-এর গায়ক জুং কুক। সঙ্গে ছিলেন কাতারি গায়ক ফাহাদ আল কুবাসি।